কলকাতা : আরও সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর । তার উপর তাঁর কিডনির অবস্থার অবনতি নিয়েও চিন্তিত চিকিৎসকরা ।
চিকিৎসক অরিন্দম কর জানান, "ভালো নেই সৌমিত্রবাবু। শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দুপুরেই জানিয়েছিলাম যে তাঁকে এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে সামান্য ভেন্টিলেশন সাপোর্টও । তবে এখনও তাঁকে ৪০%-রও কম অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। রক্তক্ষরণ বন্ধ হয়েছে । শরীর থেকে রক্ত ও তরল বের করা হয়েছে। তবে GI সিস্টেম থেকে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। প্লেটলেট কাউন্ট খুব কম । আমরা প্লেটলেট রিপ্লেস করেছি। যাতে কোনওভাবেই কমে না যায় সেদিকটা আমরা দেখছি। তবে রক্তক্ষরণ, ডিহাইড্রেশনের মতো কিছু সমস্যার কারণে অনেক ওষুধ দেওয়া হচ্ছে সৌমিত্রবাবুকে।"
তিনি আরও বলেন, "সৌমিত্রবাবুর কিডনির অবস্থা ভালো ছিল। কিন্তু এখন সেখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে। ইউরিয়া ও ক্রিয়েটেনিনের পরিমাণ বেড়ে গেছে। শেষ 6-7 ঘণ্টা সৌমিত্রবাবুর প্রস্রাবের পরিমাণও আশাতীত নয়। আমাদের সেই দিকটাও দেখতে হবে।"
তবে নতুন করে স্নায়ুর কোনও সমস্যা দেখা দেয়নি ।তিনি বলেন, "আমরা সকলে আপ্রাণ চেষ্টা করছি যাতে সুস্থ করে সৌমিত্রবাবুকে বাড়ি পাঠাতে পারি।"