ETV Bharat / sitara

আগের থেকে সুস্থ, অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না সৌমিত্র চট্টোপাধ্যায়ের - soumitra corona

আজ সকালে হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন বলেন, "আগের থেকে অনেক ভালো আছেন সৌমিত্রবাবু । ছটফটানি কমেছে । এখন অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না । গতকাল তাঁর প্লাজ়মা থেরাপি হয়েছিল । প্রয়োজন হলে তাঁকে ফের প্লাজ়মা দেওয়া হবে ।"

sdf
sdf
author img

By

Published : Oct 11, 2020, 11:46 AM IST

কলকাতা : শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ITU (ইনটেনসিভ থেরাপি ইউনিট)-তে স্থানান্তর করা হয়েছিল । ভেন্টিলেশনে ছিলেন তিনি । গতকাল থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন । আজ তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

আজ সকালে হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন বলেন, "আগের থেকে অনেক ভালো আছেন সৌমিত্রবাবু । ছটফটানি কমেছে । এখন অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না । গতকাল তাঁর প্লাজ়মা থেরাপি হয়েছিল । প্রয়োজন হলে তাঁকে ফের প্লাজ়মা দেওয়া হবে ।"

ভারতলক্ষ্মী স্টুডিয়োতে সব নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং করছিলেন সৌমিত্রবাবু । 1 অক্টোবর শুটিং শেষ হয় । তারপর 2 অক্টোবর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি । এরপর বাবার শরীরের কথা চিন্তা করে পরবর্তী শুটিংয়ের তারিখ বাতিল করে দেন মেয়ে পৌলমী । এদিকে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 5 অক্টোবর সোয়াবের নমুনা পরীক্ষা করান সৌমিত্রবাবু । 6 অক্টোবর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি ।

এদিকে শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে এখন অনেকটাই তিনি ভালো আছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

কলকাতা : শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ITU (ইনটেনসিভ থেরাপি ইউনিট)-তে স্থানান্তর করা হয়েছিল । ভেন্টিলেশনে ছিলেন তিনি । গতকাল থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন । আজ তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

আজ সকালে হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন বলেন, "আগের থেকে অনেক ভালো আছেন সৌমিত্রবাবু । ছটফটানি কমেছে । এখন অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না । গতকাল তাঁর প্লাজ়মা থেরাপি হয়েছিল । প্রয়োজন হলে তাঁকে ফের প্লাজ়মা দেওয়া হবে ।"

ভারতলক্ষ্মী স্টুডিয়োতে সব নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং করছিলেন সৌমিত্রবাবু । 1 অক্টোবর শুটিং শেষ হয় । তারপর 2 অক্টোবর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি । এরপর বাবার শরীরের কথা চিন্তা করে পরবর্তী শুটিংয়ের তারিখ বাতিল করে দেন মেয়ে পৌলমী । এদিকে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 5 অক্টোবর সোয়াবের নমুনা পরীক্ষা করান সৌমিত্রবাবু । 6 অক্টোবর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি ।

এদিকে শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে এখন অনেকটাই তিনি ভালো আছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.