ETV Bharat / sitara

'SOS কলকাতা'-তে নতুন লুকে নুসরত - mimi SOS Kolkata

ভিডিয়ো শেয়ার করে নুসরত লেখেন, "সিনেমাহল তো খুলেই যাচ্ছে, কি ! আপনারা সবাই তৈরি তো ? কারণ এবার পুজোয় হবে অশুভ শক্তির বিনাশ...#SOSKolkata-র #OfficialTeaser আসছে আগামীকাল ঠিক সকাল 10'টায়..."

ads
asd
author img

By

Published : Oct 1, 2020, 9:53 PM IST

কলকাতা : আয়ুষ্মান প্রত্যুষের পরবর্তী ছবি 'SOS কলকাতা'। সেখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে । এছাড়াও রয়েছেন মিমি চক্রবর্তী । আগামীকাল মুক্তির পাবে ছবির অফিশিয়াল টিজ়ার । তার আগে সেই টিজ়ারের কিছু ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেন নুসরত ।

এই ভিডিয়োতে যশের দু'পাশে হাঁটে দেখা গিয়েছে নুসরত ও মিমিকে । নুসরতের পরনে পুলিশের উর্দি । আর সাদা শাড়িতে দেখা গিয়েছে মিমিকে ।

dfs
.

এই ভিডিয়ো শেয়ার করে নুসরত লেখেন, "সিনেমাহল তো খুলেই যাচ্ছে, কি ! আপনারা সবাই তৈরি তো ? কারণ এবার পুজোয় হবে অশুভ শক্তির বিনাশ...#SOSKolkata-র #OfficialTeaser আসছে আগামীকাল ঠিক সকাল 10'টায়..."

'SOS কলকাতা'-র প্রযোজনা করছেন এনা সাহা । প্রযোজনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করবেন তিনি । এছাড়াও থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপা ভট্টাচার্যর মতো তারকারা ।

সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি । ছবির কেন্দ্রবিন্দু সন্ত্রাস । 6 জুলাই থেকে শুরু হয়েছিল ছবির শুটিং । কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে । পুজোর সময়ই মুক্তি পেতে পারে ছবিটি ।

কলকাতা : আয়ুষ্মান প্রত্যুষের পরবর্তী ছবি 'SOS কলকাতা'। সেখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে । এছাড়াও রয়েছেন মিমি চক্রবর্তী । আগামীকাল মুক্তির পাবে ছবির অফিশিয়াল টিজ়ার । তার আগে সেই টিজ়ারের কিছু ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেন নুসরত ।

এই ভিডিয়োতে যশের দু'পাশে হাঁটে দেখা গিয়েছে নুসরত ও মিমিকে । নুসরতের পরনে পুলিশের উর্দি । আর সাদা শাড়িতে দেখা গিয়েছে মিমিকে ।

dfs
.

এই ভিডিয়ো শেয়ার করে নুসরত লেখেন, "সিনেমাহল তো খুলেই যাচ্ছে, কি ! আপনারা সবাই তৈরি তো ? কারণ এবার পুজোয় হবে অশুভ শক্তির বিনাশ...#SOSKolkata-র #OfficialTeaser আসছে আগামীকাল ঠিক সকাল 10'টায়..."

'SOS কলকাতা'-র প্রযোজনা করছেন এনা সাহা । প্রযোজনার পাশাপাশি ছবিতে অভিনয়ও করবেন তিনি । এছাড়াও থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপা ভট্টাচার্যর মতো তারকারা ।

সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি । ছবির কেন্দ্রবিন্দু সন্ত্রাস । 6 জুলাই থেকে শুরু হয়েছিল ছবির শুটিং । কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে । পুজোর সময়ই মুক্তি পেতে পারে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.