ETV Bharat / sitara

মুক্তি পেল 'বৃষ্টি তোমাকে দিলাম' ছবির গান - song release

মুক্তি পেল অর্ণব পাল পরিচালিত প্রথম ছবি 'বৃষ্টি তোমাকে দিলাম'-র গান। নতুন এই ছবির গল্প বৃষ্টি বলে একটি মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যার মাল্টিপল আইডেন্টিটি ডিজঅর্ডার রোগ রয়েছে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া এহসান, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, রাজেশ শর্মা, সুব্রত দত্ত, বাদশা মৈত্র ও শিশু শিল্পী আকাঙ্ক্ষা সিংকে। ছবিটি আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। তার আগে মুক্তি পেল ছবির গান। যেখানে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী, দেবজ্যোতি মিশ্র, জয়া এহসান, চিরঞ্জিত চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা ও ছবির পরিচালক অর্ণব পাল। অনুষ্ঠানে একসঙ্গে গাইতে দেখা যায় ইমন চক্রবর্তী ও দেবজ্যোতি মিশ্র।

bristi
author img

By

Published : Feb 9, 2019, 6:11 PM IST

ছবি সম্পর্কে অভিনেত্রী জয়া এহসান বলেন, "একজন শিল্পী হিসেবে আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ গান বা সংগীত ছবিকে অন্য মাত্রায় নিয়ে যায়। আর আমার কাছে সত্যিই আরেকটা আনন্দের কারণ হল,এই প্রথমবার দেবুদা ও ইমন একসঙ্গে কাজ করলো সেটা আমার ছবিতে, আর সেই গানটা আমার উপরই চিত্রায়িত হয়েছে।"

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "এখানে আমার চরিত্র একজন বয়স্ক মানুষের, যিনি তার মেয়ের মানসিক সমস্যার জন্য কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে শুধুমাত্র নেশা করতেন। তার জীবনে নানা রকমের আফসোস ছিল। তার মেয়ের কিছু সমস্যা তার জীবনকে একদম অন্য দিকে নিয়ে যায়। একটা সময় পর্যন্ত সে তার নিজের মেয়ের কথা শুনতে চাইত না কাজের ব্যস্ততায়। কিন্তু আচমকাই তার মেয়ের সমস্যা একটা মানসিক সমস্যায় পরিণত হয়। যেখান থেকে কিছু ঘটনা ঘটে।"

bristi tomake dilam
undefined

গায়িকা ইমন চক্রবর্তী বলেন, "দেবজ্যোতি মিশ্রর সুরে আমি এই ছবিতে অসাধারণ সুন্দর একটা গান গেয়েছি। কত লোক শুনল, কত লোক ভালো বলল,কত লোক দেখল তার থেকেও বড় বিষয় হল এই গানটা গেয়ে আমি ভীষন খুশি হয়েছি। আমার বিশ্বাস যারা এই গানটা শুনবেন তাদের গানটি নিশ্চয়ই ভালো লাগবে।"

সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র বলেন, "প্রত্যেকটা ছবির জন্যই কথা আর সুর আলাদা রকমের হয়। একটি মেয়ের মানসিক সমস্যাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। আমাদের ছবির যে গানটা রয়েছে সেটা জীবনের কথা বলে, এই মেয়েটির কথা বলে। যা দিয়ে এই মেয়েটির পুরো অবস্থাটাকে তুলে ধরা হচ্ছে।"


ছবি সম্পর্কে অভিনেত্রী জয়া এহসান বলেন, "একজন শিল্পী হিসেবে আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ গান বা সংগীত ছবিকে অন্য মাত্রায় নিয়ে যায়। আর আমার কাছে সত্যিই আরেকটা আনন্দের কারণ হল,এই প্রথমবার দেবুদা ও ইমন একসঙ্গে কাজ করলো সেটা আমার ছবিতে, আর সেই গানটা আমার উপরই চিত্রায়িত হয়েছে।"

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বলেন, "এখানে আমার চরিত্র একজন বয়স্ক মানুষের, যিনি তার মেয়ের মানসিক সমস্যার জন্য কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে শুধুমাত্র নেশা করতেন। তার জীবনে নানা রকমের আফসোস ছিল। তার মেয়ের কিছু সমস্যা তার জীবনকে একদম অন্য দিকে নিয়ে যায়। একটা সময় পর্যন্ত সে তার নিজের মেয়ের কথা শুনতে চাইত না কাজের ব্যস্ততায়। কিন্তু আচমকাই তার মেয়ের সমস্যা একটা মানসিক সমস্যায় পরিণত হয়। যেখান থেকে কিছু ঘটনা ঘটে।"

bristi tomake dilam
undefined

গায়িকা ইমন চক্রবর্তী বলেন, "দেবজ্যোতি মিশ্রর সুরে আমি এই ছবিতে অসাধারণ সুন্দর একটা গান গেয়েছি। কত লোক শুনল, কত লোক ভালো বলল,কত লোক দেখল তার থেকেও বড় বিষয় হল এই গানটা গেয়ে আমি ভীষন খুশি হয়েছি। আমার বিশ্বাস যারা এই গানটা শুনবেন তাদের গানটি নিশ্চয়ই ভালো লাগবে।"

সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র বলেন, "প্রত্যেকটা ছবির জন্যই কথা আর সুর আলাদা রকমের হয়। একটি মেয়ের মানসিক সমস্যাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। আমাদের ছবির যে গানটা রয়েছে সেটা জীবনের কথা বলে, এই মেয়েটির কথা বলে। যা দিয়ে এই মেয়েটির পুরো অবস্থাটাকে তুলে ধরা হচ্ছে।"


Intro:Body:

মুক্তি পেল অর্ণব পাল পরিচালিত প্রথম ছবি 'বৃষ্টি তোমাকে দিলাম'-র গান। নতুন এই ছবির গল্প বৃষ্টি বলে একটি মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যার মাল্টিপল আইডেন্টিটি ডিজঅর্ডার রোগ রয়েছে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া এহসান, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, রাজেশ শর্মা, সুব্রত দত্ত, বাদশা মৈত্র ও শিশু শিল্পী আকাঙ্ক্ষা সিংকে। ছবিটি আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। তার আগে মুক্তি পেল ছবির গান। যেখানে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী, দেবজ্যোতি মিশ্র, জয়া আহসান, চিরঞ্জিত চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা ও ছবির পরিচালক অর্ণব পাল। অনুষ্ঠানে একসঙ্গে গাইতে দেখা যায় ইমন চক্রবর্তী ও দেবজ্যোতি মিশ্র।



ছবি সম্পর্কে অভিনেত্রী জয়া এহসান বলেন, "একজন শিল্পী হিসেবে আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ গান বা সংগীত ছবিকে অন্য মাত্রায় নিয়ে যায়। আর আমার কাছে সত্যিই আরেকটা আনন্দের কারণ হল,এই প্রথমবার দেবুদা ও ইমন একসঙ্গে কাজ করলো সেটা আমার ছবিতে, আর সেই গানটা আমার উপরই চিত্রায়িত হয়েছে।"



অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বলেন,  "এখানে আমার চরিত্র একজন বয়স্ক মানুষের, যিনি তার মেয়ের মানসিক সমস্যার জন্য কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে শুধুমাত্র নেশা করতেন। তার জীবনে নানা রকমের আফসোস ছিল। তার মেয়ের কিছু সমস্যা তার জীবনকে একদম অন্য দিকে নিয়ে যায়। একটা সময় পর্যন্ত সে তার নিজের মেয়ের কথা শুনতে চাইত না কাজের ব্যস্ততায়। কিন্তু আচমকাই তার মেয়ের সমস্যা একটা মানসিক সমস্যায় পরিণত হয়। যেখান থেকে কিছু ঘটনা ঘটে।"



গায়িকা ইমন চক্রবর্তী বলেন, "দেবজ্যোতি মিশ্রর সুরে আমি এই ছবিতে অসাধারণ সুন্দর একটা গান গেয়েছি। কত লোক শুনল, কত লোক ভালো বলল,কত লোক দেখল তার থেকেও বড় বিষয় হল এই গানটা গেয়ে আমি ভীষন খুশি হয়েছি। আমার বিশ্বাস যারা এই গানটা শুনবেন তাদের গানটি নিশ্চয়ই ভালো লাগবে।"



সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র বলেন, "প্রত্যেকটা ছবির জন্যই কথা আর সুর আলাদা রকমের হয়। একটি মেয়ের মানসিক সমস্যাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। আমাদের ছবির যে গানটা রয়েছে সেটা জীবনের কথা বলে, এই মেয়েটির কথা বলে। যা দিয়ে এই মেয়েটির পুরো অবস্থাটাকে তুলে ধরা হচ্ছে।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.