কলকাতা, 20 জানুয়ারি : রাজা চন্দর আগামী ছবি 'হার মানা হার' (Haar Mana Haar film)। এই ছবিতে সোহমের (Soham Chakraborty in Haar Mana Haar) বিপরীতে এক জোড়া নায়িকা, আয়ূষী তালুকদার এবং পায়েল সরকার । সোহমকে বিপরীতে পেয়ে আয়ূষী জানালেন নিজের উচ্ছ্বাসের কথা ।
রাজা চন্দ হাত দিয়েছেন তাঁর নতুন ছবিতে । সোহম চক্রবর্তী (Soham Chakraborty film), পায়েল সরকার (Payel Sarkar film), আয়ূষী তালুকদারকে নিয়ে তিনি বানাচ্ছেন 'হার মানা হার'(Haar Mana Haar)। অন্যান্য চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী এবং শিশু শিল্পী সিলভিয়া দে । না, 1972-এ মুক্তিপ্রাপ্ত সলিল সেন পরিচালিত এবং উত্তম-সুচিত্রা অভিনীত 'হার মানা হার'-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই । রাজা চন্দর (Raja Chandas Haar Mana Haar) এই ছবির গল্প লিখেছেন মৌমিতা চট্টোপাধ্যায় । চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু ।
ছবির গল্পের দিকে তাকালে দেখা যাবে, বিক্রম একজন ধনী এবং সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার । তার মিষ্টি নামে 10 বছরের একটি মা মরা মেয়ে রয়েছে । মিষ্টিকে একা বড় করে তুলতে হিমশিম খায় বিক্রম । তাই সে বোন শ্রেয়সীর সাহায্য নেয় । শ্রেয়সী তাকে ফের বিয়ে করার পরামর্শ দেয় । প্রথমে রাজি না থাকলেও পরে মিষ্টির কথা ভেবে সে রাজি হয়ে যায় । হরেক রকমের ডেটিং অ্যাপ ও অনলাইন ম্যারেজ সাইট থেকে পাত্রী খোঁজা শুরু হয় । তার মধ্যে একজনের সঙ্গে বিয়ে ঠিক হয় বিক্রমের । এ সবের মাঝেই বিক্রমের জীবনে এসে যায় আরেক নারী বুলবুলি । মিষ্টি যাকে মায়ের মতোই ভালবেসে ফেলে । এমন এক পরিস্থিতিতে কী করবে বিক্রম ? এই দুই নায়িকার চরিত্রে রয়েছেন পায়েল সরকার এবং আয়ূষী তালুকদার ।
রাজা চন্দর পরিচালনায় 'আম্রপালি' ছবিতে রিয়েল লাইফ বয়ফ্রেন্ড সোমরাজ মাইতির বিপরীতে কাজ করছেন আয়ূষী । গ্ল্যামার ওয়ার্ল্ডে তাঁর যাত্রা শুরু হয় ডিজে হিসেবে । বেশ কয়েকটি ছবিতে ছোট, বড় রোলে কাজ করেছেন আয়ূষী । উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সায়ন্তন ঘোষালের 'সত্যান্বেষী ব্যোমকেশ' এবং কমেডি অ্যাডভেঞ্চার 'হীরক গড়ের হিরে', রাজা চন্দর 'আম্রপালি'।
আয়ূষী (Ayoshi Talukdar in Haar Mana Haar) ইটিভি ভারতকে জানালেন নিজের অভিজ্ঞতার কথা ৷ বললেন, "সোহমদার সঙ্গে আগে কাজ করেছি । তবে জুটি বেঁধে এই প্রথমবার । আমি সুপার এক্সাইটেড । গল্প নিয়ে বিশেষ কিছু তো বলতে পারব না । তবে রাজাদার সঙ্গে কাজ করতে আমার দারুণ লাগে । রাজাদা জানেন যে তিনি আসলে কী চান । তাই কাজটা ভাল করে বুঝিয়ে দিতে পারেন । তাতে আমাদের কাজটা করতেও সুবিধা হয় ৷ অভিনয়টা বের করে নিতে পারেন অভিনেতার কাছ থেকে । খুব সহযোগিতা করেন । সোহমদার সঙ্গে 'হীরক গড়ের হিরে'তে কাজ করলাম । আমি সেখানে বনির বিপরীতে । আর এ বার সোহমদার বিপরীতে । সাধারণত যে সব চরিত্র এতদিন করেছি, তার থেকে 'হার মানা হার' একেবারে আলাদা । একটা সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে এগোয় গল্প । তাই খুব চ্যালেঞ্জিং । সুদীপ্তাদির (চক্রবর্তী) কাছ থেকে ওয়ার্কশপ করেছি । পায়েলদির সঙ্গে আগেও কাজ করেছি আমি । খুব ভাল টিম আমাদের । শুটিং শুরু হল বুধবার থেকে ।"