ETV Bharat / sitara

বাগদান পর্ব সারলেন ইমন - singer iman

তৃতীয়ার দিন বাগদান পর্ব সারলেন ইমন ও নীলাঞ্জন । ঘরোয়াভাবেই আজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।

asd
asd
author img

By

Published : Oct 19, 2020, 9:18 PM IST

কলকাতা : জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলেন ইমন চক্রবর্তী । কয়েকদিন ধরেই তাঁর বিয়ের কথা শোনা যাচ্ছিল । যদিও তা নিয়ে কখনও মুখ খোলেননি তিনি । আর পুজোর মধ্যেই নীলাঞ্জন ঘোষের সঙ্গে এনগেজমেন্ট সারলেন গায়িকা ।

সং অ্যারেঞ্জার হিসেবে বেশ সুনাম আছে নীলাঞ্জনের । সাম্প্রতিককালে ইমনের বেশ কিছু মিউজ়িক ভিডিয়োর অ্যারেঞ্জমেন্ট করেছেন তিনি । বেশ কয়েকদিন আগে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে । শোনা যাচ্ছিল, পুজোর আগেই এনগেজমেন্ট সেরে ফেলবেন তাঁরা । আর সেই মতোই আজ তৃতীয়ার দিন বাগদান পর্ব সারলেন । শোনা যাচ্ছে, ইমনের ফ্ল্যাটেই নাকি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ঘরোয়াভাবেই অনুষ্ঠান সারলেন তাঁরা ।

asd
নীলাঞ্জন ও ইমন

শোনা যাচ্ছে, বাগদানের পাশাপাশি রেজিস্ট্রি বিয়েও সেরে ফেলছেন ইমন ও নীলাঞ্জন । আগামী বছর সামাজিকভাবে বিয়ে করতে পারেন তাঁরা ।

asd
আংটি বদলের মুহূর্ত

আর আজকের এই বিশেষ দিনে ইমনের পরনে ছিল হালকা গোলাপি ও সাদা রঙের সিল্কের শাড়ি, তার সঙ্গে মানানসই গয়না ও খোঁপার মধ্যে জুঁই ফুলের মালা । আর নীলাঞ্জনের পরনে ছিল সাদা পঞ্জাবি ।

কলকাতা : জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলেন ইমন চক্রবর্তী । কয়েকদিন ধরেই তাঁর বিয়ের কথা শোনা যাচ্ছিল । যদিও তা নিয়ে কখনও মুখ খোলেননি তিনি । আর পুজোর মধ্যেই নীলাঞ্জন ঘোষের সঙ্গে এনগেজমেন্ট সারলেন গায়িকা ।

সং অ্যারেঞ্জার হিসেবে বেশ সুনাম আছে নীলাঞ্জনের । সাম্প্রতিককালে ইমনের বেশ কিছু মিউজ়িক ভিডিয়োর অ্যারেঞ্জমেন্ট করেছেন তিনি । বেশ কয়েকদিন আগে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে । শোনা যাচ্ছিল, পুজোর আগেই এনগেজমেন্ট সেরে ফেলবেন তাঁরা । আর সেই মতোই আজ তৃতীয়ার দিন বাগদান পর্ব সারলেন । শোনা যাচ্ছে, ইমনের ফ্ল্যাটেই নাকি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ঘরোয়াভাবেই অনুষ্ঠান সারলেন তাঁরা ।

asd
নীলাঞ্জন ও ইমন

শোনা যাচ্ছে, বাগদানের পাশাপাশি রেজিস্ট্রি বিয়েও সেরে ফেলছেন ইমন ও নীলাঞ্জন । আগামী বছর সামাজিকভাবে বিয়ে করতে পারেন তাঁরা ।

asd
আংটি বদলের মুহূর্ত

আর আজকের এই বিশেষ দিনে ইমনের পরনে ছিল হালকা গোলাপি ও সাদা রঙের সিল্কের শাড়ি, তার সঙ্গে মানানসই গয়না ও খোঁপার মধ্যে জুঁই ফুলের মালা । আর নীলাঞ্জনের পরনে ছিল সাদা পঞ্জাবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.