ETV Bharat / sitara

বাবা কোনওদিন আমায় বকেননি : শ্রুতি - Shruti Hassan on Kamal Hassan

বাবা কমল হাসান ছোটোবেলায় কোনওদিন শ্রুতিকে বকেননি বা শাস্তি দেননি । সম্প্রতি সোশাল মিডিয়ায় এক কথোপকথনে জানালেন অভিনেত্রী ।

Shruti Hassan on Kamal Hassan
Shruti Hassan on Kamal Hassan
author img

By

Published : May 10, 2020, 5:17 PM IST

চেন্নাই : সেলেব্রিটি বাবা-মায়ের আসলে কেমন হন ? তাঁরা তাঁদের ছেলেমেয়েদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেন ? জানতে কৌতুহল থাকে সাধারণ মানুষের । কমল হাসানের মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসানকেও তেমন একটি প্রশ্ন করলেন এক অনুরাগী ।

জিজ্ঞাসা করলেন, "বাবার থেকে পাওয়া সবথেকে খারাপ শাস্তি কোনটা ছিল ?" উত্তরে শ্রুতি বলেন, "আমার বাবা কোনওদিন আমায় শাস্তি দেননি, বকেননি । বাবা মানুষটাই ওরকম নন ।"

তার মানে এই নয় যে শ্রুতি ভুল করেননি কোনওদিন । তিনি বলেন, "বাবা সবসময় যুক্তি দিয়ে বোঝাতেন । তবে আমি একবার একটা ভুল করেছিলাম, যার জন্য বাবা খুব কষ্ট পেয়েছিলেন ।"

Shruti Hassan on Kamal Hassan
বাবা-মেয়ে

এই লকডাউনে কেমন আছেন কমল হাসান ? উত্তরে শ্রুতি বলেন, "বাবা খুব ভালো আছেন । চেন্নাইতে সেল্ফ আইসোলেশনে আছেন ।"

সম্প্রতি 'অরিভূম অনবুম' মিউজ়িক ভিডিয়োতে একসঙ্গে দেখা গেছে কমল-শ্রুতিকে । কোরোনা সচেতনতা তৈরির করার উদ্দেশে কমলই তৈরি করেছেন সেই গান ।

চেন্নাই : সেলেব্রিটি বাবা-মায়ের আসলে কেমন হন ? তাঁরা তাঁদের ছেলেমেয়েদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেন ? জানতে কৌতুহল থাকে সাধারণ মানুষের । কমল হাসানের মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসানকেও তেমন একটি প্রশ্ন করলেন এক অনুরাগী ।

জিজ্ঞাসা করলেন, "বাবার থেকে পাওয়া সবথেকে খারাপ শাস্তি কোনটা ছিল ?" উত্তরে শ্রুতি বলেন, "আমার বাবা কোনওদিন আমায় শাস্তি দেননি, বকেননি । বাবা মানুষটাই ওরকম নন ।"

তার মানে এই নয় যে শ্রুতি ভুল করেননি কোনওদিন । তিনি বলেন, "বাবা সবসময় যুক্তি দিয়ে বোঝাতেন । তবে আমি একবার একটা ভুল করেছিলাম, যার জন্য বাবা খুব কষ্ট পেয়েছিলেন ।"

Shruti Hassan on Kamal Hassan
বাবা-মেয়ে

এই লকডাউনে কেমন আছেন কমল হাসান ? উত্তরে শ্রুতি বলেন, "বাবা খুব ভালো আছেন । চেন্নাইতে সেল্ফ আইসোলেশনে আছেন ।"

সম্প্রতি 'অরিভূম অনবুম' মিউজ়িক ভিডিয়োতে একসঙ্গে দেখা গেছে কমল-শ্রুতিকে । কোরোনা সচেতনতা তৈরির করার উদ্দেশে কমলই তৈরি করেছেন সেই গান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.