ETV Bharat / sitara

সত্যজিৎকে সম্মান জানাতে উদ্যোগ সরকারের, তৈরি হল শর্টফিল্ম - সত্যজিৎ রায়কে নিয়ে শর্টফিল্ম

এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ । আর তার সূচনা হল একটা শর্টফিল্মের মাধ্যমে । অনিরুদ্ধ রায়চৌধুরি পরিচালিত এই শর্টফিল্মের নাম 'আ রে অফ জিনিয়াস' ।

shortfilm directed by anirudhha roychowdhury on satyajit
shortfilm directed by anirudhha roychowdhury on satyajit
author img

By

Published : May 3, 2020, 12:16 PM IST

কলকাতা : সত্য়জিতের জন্মশতবর্ষকে উদযাপন করতে ভারত সরকারের উদ্যোগে তৈরি হল শর্টফিল্ম 'আ রে অফ জিনিয়াস' । পরিচালনায় অনিরুদ্ধ রায়চৌধুরি । ছবিটি সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে অনিরুদ্ধ জানিয়েছেন, "যখন আমাদের বলা হল যে, সত্য়জিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে একটি ফিল্ম বানাতে হবে, খুব বড় চ্য়ালেঞ্জ মনে হয়েছিল । কারণ, আমরা মুম্বইতে আর ওঁকে নিয়ে প্রায় সমস্ত উপকরণ কলকাতায় । তার উপরে লকডাউন ।"

shortfilm directed by anirudhha roychowdhury on satyajit
অনিরুদ্ধ রায়চৌধুরি

অনিরুদ্ধ আরও বললেন, "এই ফিল্মের মাধ্যমে সত্যজিতের জন্মশতবর্ষের সেলিব্রেশন শুরু হচ্ছে, তাই আমরা একটা 'গুরুপ্রণাম' তৈরি করেছি । খুব চ্য়ালেঞ্জিং ছিল ।"

ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ডেভলপমেন্ট অফ মিউজ়িয়াম অ্যান্ড কালচারাল স্পেসের-এর উদ্যোগে তৈরি হয়েছে 'আ রে অফ জিনিয়াস' । এখানে মূলত সত্যজিতের বিভিন্ন ফিল্ম সেটের ছবি ব্যবহৃত হয়েছে, যেগুলো ফোটোগ্রাফার নিমাই ঘোষের তোলা ।

কলকাতা : সত্য়জিতের জন্মশতবর্ষকে উদযাপন করতে ভারত সরকারের উদ্যোগে তৈরি হল শর্টফিল্ম 'আ রে অফ জিনিয়াস' । পরিচালনায় অনিরুদ্ধ রায়চৌধুরি । ছবিটি সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে অনিরুদ্ধ জানিয়েছেন, "যখন আমাদের বলা হল যে, সত্য়জিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে একটি ফিল্ম বানাতে হবে, খুব বড় চ্য়ালেঞ্জ মনে হয়েছিল । কারণ, আমরা মুম্বইতে আর ওঁকে নিয়ে প্রায় সমস্ত উপকরণ কলকাতায় । তার উপরে লকডাউন ।"

shortfilm directed by anirudhha roychowdhury on satyajit
অনিরুদ্ধ রায়চৌধুরি

অনিরুদ্ধ আরও বললেন, "এই ফিল্মের মাধ্যমে সত্যজিতের জন্মশতবর্ষের সেলিব্রেশন শুরু হচ্ছে, তাই আমরা একটা 'গুরুপ্রণাম' তৈরি করেছি । খুব চ্য়ালেঞ্জিং ছিল ।"

ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ডেভলপমেন্ট অফ মিউজ়িয়াম অ্যান্ড কালচারাল স্পেসের-এর উদ্যোগে তৈরি হয়েছে 'আ রে অফ জিনিয়াস' । এখানে মূলত সত্যজিতের বিভিন্ন ফিল্ম সেটের ছবি ব্যবহৃত হয়েছে, যেগুলো ফোটোগ্রাফার নিমাই ঘোষের তোলা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.