হায়দরাবাদ, 10 এপ্রিল : শুটিং শুরু হতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'য়ের পাঁচ নম্বর সিজনের ৷ এই সিরিজের চার নম্বর সিজন মুক্তি পাওয়ার প্রায় একবছর পর শুরু হতে চলেছে এই শুটিং ৷ দির্ঘদিন ধরেই পাঁচ নম্বর সিজনের অপেক্ষায় আছেন 'মানি হাইস্ট'য়ের ভক্তরা৷ আর এরই মধ্যেই সিরিজের কলাকুশলীরা শুটিংয়ের নানা ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেছেন ৷ অভিনেত্রী আরসুলা করবেরো যাকে মানি হাইস্টয়ে টকিও চরিত্রে দেখা গিয়েছে সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন এবারের সিজন আরও জমে উঠবে ৷
ক্রাইম-ড্রামা এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিজস্ব প্রোডাকশন ৷ এর প্রথন সিজন 2017তে সম্প্রচারিত হয় নেটফ্লিক্সে ৷ মানি হাইস্টয়ের প্রফেসর চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ৷ সেই সঙ্গে এর চিত্রনাট্য সাড়া ফেলে দর্শক মহলে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মানি হাইস্ট যে সময় সম্প্রচারিত হতে শুরু করেছিল সেই সময় ভারতীয় প্রেক্ষাপটে ওয়েব সিরিজের সংখ্যা খুব বেশি ছিল না ৷ ওটিটি প্ল্যাটফর্ম আর ওয়েব সিরিজের যুগে মানি হাইস্ট বিদেশী প্রেক্ষাপটের কাহিনী হলেও ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছিল ৷ বিশেষ করে করোনা পরিস্থিতিতে এর দর্শক সংখ্যা বহু বেড়ে যায় ৷ কিন্তু বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে ভারতীয় প্রেক্ষাপটে অনেক ওয়েব সিরিজ তৈরী হয়েছে ৷ মির্জাপুর, পাতাললোক, তান্ডব এর মত সিরিজ গুলি রয়েছে এই তালিকায় ৷ দর্শকদের কাছে প্রশংসিতও হচ্ছে সিরিজ গুলি ৷ এই পরিস্থিতিতে 'মানি হাইস্ট'য়ের পঞ্চম সিজন নিয়ে ভারতীয় দর্শকের মধ্যে কী একই উন্মাদনা দেখা যাবে এখন সেটাই দেখার ৷
-
El atraco llega a su fin. #LaCasaDePapel5 pic.twitter.com/D3s3uE5CHD
— La Casa de Papel (@lacasadepapel) July 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">El atraco llega a su fin. #LaCasaDePapel5 pic.twitter.com/D3s3uE5CHD
— La Casa de Papel (@lacasadepapel) July 31, 2020El atraco llega a su fin. #LaCasaDePapel5 pic.twitter.com/D3s3uE5CHD
— La Casa de Papel (@lacasadepapel) July 31, 2020
আরও পড়ুন : বাঁশুরী-তেই প্রথমবার একসঙ্গে অনুরাগ কাশ্যপ ও ঋতুপর্ণা সেনগুপ্ত