ETV Bharat / sitara

Shooting Coverage : বালিগঞ্জ ফাঁড়ির বাগানবাড়িতে চলছে 'মিতিনমাসি'-র ক্লাইম্যাক্স - kolkata

বইয়ের পাতা থেকে বেরিয়ে সেলুলয়েডের পরদায় আসছে 'মিতিনমাসি' । শুরু হয়ে গেছে শুটিংও । কলকাতার আনাচে কানাচে চলছে শুটিং । গতকাল বালিগঞ্জ ফাঁড়ির একটি বাগানবাড়িতে শুট হল ছবির ক্লাইম্যাক্সের । ETV ভারত সিতারাকে ছবি নিয়ে অনেক কথা বললেন কলাকুশলীরা ।

মিতিনমাসি
author img

By

Published : Jul 24, 2019, 10:02 AM IST

Updated : Jul 24, 2019, 2:43 PM IST

কলকাতা : বালিগঞ্জ ফাঁড়িতে ব্রিটিশ আমলের বাগান বাড়ি । ফটক থেকে ভিতরে ঢুকতেই চোখে পড়ে ভিন্টেজ গাড়ির লাইন । সুসজ্জিত বাগান । বড় লন্ডন ঘড়ির টিক টিক শব্দ । দেওয়ালে টাঙানো চিতাবাঘের ছাল, হরিণের মাথা । যেন টাইম মেশিনে করে চলে আসা হয়েছে অতীতে । বাড়িতে ঢুকলেই মনে হবে অন্যদের মতো এটিও একটি চরিত্র ।

Mitinmashi
পরিচালক অরিন্দম শীলের সঙ্গে অভিনেতা বিনয় পাঠক

ঠিক এমনই একটা পরিবেশে চলছে 'মিতিনমাসি'-র শুটিং । একটি লম্বাটে ঘর । লম্বা খাবার টেবিলে সাজিয়ে রাখা পার্সিদের জিভে জল আনা খাবার । চলছিল ছবির ক্লাইম্যাক্সের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং । তবে দৃশ্যটি নিয়ে কথা বলতে রাজি নন কেউই । ডিরেক্টরের বারণ থাকায় মুখে কুলুপ সবার ।

Mitinmashi
শুটিংয়ের ফাঁকে চলছে আড্ডা

মুম্বইয়ের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠককে ছবিতে এক অনন্য় চরিত্রে দেখতে পাবে দর্শক । পুরো শুটিং ফ্লোর মাতিয়ে রেখেছেন তিনি । ছবিতে একজন পার্সি ভদ্রলোকের চরিত্রে দেখা যাবে তাঁকে । নাম রুস্তম । তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন জুন মালিয়া ।

Mitinmashi
বিনয় পাঠকের স্ত্রীর ভূমিকায় জুন মালিয়া

এছাড়াও শুটিংয়ে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, রিয়া বণিক, শুভ্রজিৎ, জুন মালিয়া সহ আরও অনেকে । শটের মধ্যে পরিস্থিতি গুরুগম্ভীর হলেও শটের পরে সেটে চলছিল হাসিঠাট্টা, খুনসুটি ।

শুটিংয়ের কিছু দৃশ্য দেখে নিন ভিডিয়োয়

অগাস্ট মাসের মধ্যেই শুটিং শেষ হবে 'মিতিনমাসি'-র । 'হাতে মাত্র তিনটে দিন'-র কাহিনি অবলম্বনে অরিন্দম শীলের পরিচালনায় পুজোতে মুক্তি পাবে ছবিটি ।

কলকাতা : বালিগঞ্জ ফাঁড়িতে ব্রিটিশ আমলের বাগান বাড়ি । ফটক থেকে ভিতরে ঢুকতেই চোখে পড়ে ভিন্টেজ গাড়ির লাইন । সুসজ্জিত বাগান । বড় লন্ডন ঘড়ির টিক টিক শব্দ । দেওয়ালে টাঙানো চিতাবাঘের ছাল, হরিণের মাথা । যেন টাইম মেশিনে করে চলে আসা হয়েছে অতীতে । বাড়িতে ঢুকলেই মনে হবে অন্যদের মতো এটিও একটি চরিত্র ।

Mitinmashi
পরিচালক অরিন্দম শীলের সঙ্গে অভিনেতা বিনয় পাঠক

ঠিক এমনই একটা পরিবেশে চলছে 'মিতিনমাসি'-র শুটিং । একটি লম্বাটে ঘর । লম্বা খাবার টেবিলে সাজিয়ে রাখা পার্সিদের জিভে জল আনা খাবার । চলছিল ছবির ক্লাইম্যাক্সের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং । তবে দৃশ্যটি নিয়ে কথা বলতে রাজি নন কেউই । ডিরেক্টরের বারণ থাকায় মুখে কুলুপ সবার ।

Mitinmashi
শুটিংয়ের ফাঁকে চলছে আড্ডা

মুম্বইয়ের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠককে ছবিতে এক অনন্য় চরিত্রে দেখতে পাবে দর্শক । পুরো শুটিং ফ্লোর মাতিয়ে রেখেছেন তিনি । ছবিতে একজন পার্সি ভদ্রলোকের চরিত্রে দেখা যাবে তাঁকে । নাম রুস্তম । তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন জুন মালিয়া ।

Mitinmashi
বিনয় পাঠকের স্ত্রীর ভূমিকায় জুন মালিয়া

এছাড়াও শুটিংয়ে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, রিয়া বণিক, শুভ্রজিৎ, জুন মালিয়া সহ আরও অনেকে । শটের মধ্যে পরিস্থিতি গুরুগম্ভীর হলেও শটের পরে সেটে চলছিল হাসিঠাট্টা, খুনসুটি ।

শুটিংয়ের কিছু দৃশ্য দেখে নিন ভিডিয়োয়

অগাস্ট মাসের মধ্যেই শুটিং শেষ হবে 'মিতিনমাসি'-র । 'হাতে মাত্র তিনটে দিন'-র কাহিনি অবলম্বনে অরিন্দম শীলের পরিচালনায় পুজোতে মুক্তি পাবে ছবিটি ।

Intro:সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর গোয়েন্দা চরিত্র মিতিনমাসিকে প্রথমবার দর্শক দেখবেন সেলুলয়েডের পর্দায়। মিতিনমাসি গল্পের 'হাতে মাত্র তিনটে দিন'এর কাহিনি অবলম্বনে অরিন্দম শীলের পরিচালনায় আসছে এই গোয়েন্দা চরিত্র। ১৮ জুলাই থেকে শুরু হয়েছে ছবির শুটিং। প্রথমদিনের শুটিংয়ের ছবি আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ETV ভারত সিতারায়। প্রযোজনা সংস্থা ক্যামেলিয়ার তরফ থেকে এসেছিল শুটিংয়ে আসার আমন্ত্রণও।


Body:শেয়ার এলাহি ব্যাপার। বালিগঞ্জ ফাঁড়িতে অবস্থিত ব্রিটিশ আমলের একটি বাগানবাড়িতে চলছিল শুটিং। বাড়িতে ঢুকতেই সারি দিয়ে রাখা ভিন্টেজ গাড়ি, সুসজ্জিত বাগান, উল্টো দিক থেকে চলতে থাকা বড় লন্ডনে ঘড়ি, দেওয়ালে টাঙানো চিতাবাঘের ছাল, হরিণের মুণ্ডুর চাকচিক্যে যেন অন্য একটা টাইম জোনে নিয়ে গিয়েছিল ক্ষণিকের মধ্যে। বাড়িটাও যেন হয়ে উঠেছিল একটা চরিত্র। জোর কদমে চলছিল শুটিং। একটি লম্বাটে ঘরে, লম্বা পৌরাণিক খাবার টেবিলে সাজিয়ে রাখা ছিল পার্সিদের জিভে জল আনা খাবার। চলছিল ছবির শেষের একটি গুরুত্বপূর্ণ ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং। তার মধ্যেই চলছিল খুনসুটি, হাসিঠাট্টা। দৃশ্যটি ঠিক কিসের, তা নিয়ে অবশ্য একটি চরিত্রও মুখ ফোসকেও কিছু বলল না। ডিরেক্টরের বারণ আছে, তাই মুখে কুলুপ! এদিকে সেটের প্রত্যেকের পিছনে লাগছেন বিনয় পাঠক। ছবিতে পার্সি ভদ্রলোক রুস্তমের চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর স্ত্রীর চরিত্রে জুন মালিয়া।


Conclusion:মুম্বইয়ের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠককে মিতিনমাসি ছবিতে এক অনন্য চরিত্রে দেখতে পাবে দর্শক। শুটিংয়ে উপস্থিত ছিলেন 'মিতিনমাসি' কোয়েল মল্লিক, রিয়া বণিক, শুভ্রজিৎ, জুন মালিয়া প্রমূখ। শটের মধ্যে পরিস্থিতি গুরুগম্ভীর হলেও, কাট বলার পরই শুটিং ফ্লোরে ছিল আনন্দের আবহাওয়া। বিশেষ করে অরিন্দম শীলের অনেকদিনের বন্ধু বিনয় পাঠক মাতিয়ে রেখেছিলেন ফ্লোর। কোয়েলের সঙ্গে ক্রমাগত চলছিল তাঁর হাসিঠাট্টা। অগাস্ট মাসের মধ্যেই শুটিং শেষ হবে মিতিনমাসির। পুজোতেই আসছে ছবিটি।
Last Updated : Jul 24, 2019, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.