কলকাতা : বালিগঞ্জ ফাঁড়িতে ব্রিটিশ আমলের বাগান বাড়ি । ফটক থেকে ভিতরে ঢুকতেই চোখে পড়ে ভিন্টেজ গাড়ির লাইন । সুসজ্জিত বাগান । বড় লন্ডন ঘড়ির টিক টিক শব্দ । দেওয়ালে টাঙানো চিতাবাঘের ছাল, হরিণের মাথা । যেন টাইম মেশিনে করে চলে আসা হয়েছে অতীতে । বাড়িতে ঢুকলেই মনে হবে অন্যদের মতো এটিও একটি চরিত্র ।
ঠিক এমনই একটা পরিবেশে চলছে 'মিতিনমাসি'-র শুটিং । একটি লম্বাটে ঘর । লম্বা খাবার টেবিলে সাজিয়ে রাখা পার্সিদের জিভে জল আনা খাবার । চলছিল ছবির ক্লাইম্যাক্সের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং । তবে দৃশ্যটি নিয়ে কথা বলতে রাজি নন কেউই । ডিরেক্টরের বারণ থাকায় মুখে কুলুপ সবার ।
মুম্বইয়ের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠককে ছবিতে এক অনন্য় চরিত্রে দেখতে পাবে দর্শক । পুরো শুটিং ফ্লোর মাতিয়ে রেখেছেন তিনি । ছবিতে একজন পার্সি ভদ্রলোকের চরিত্রে দেখা যাবে তাঁকে । নাম রুস্তম । তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন জুন মালিয়া ।
এছাড়াও শুটিংয়ে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, রিয়া বণিক, শুভ্রজিৎ, জুন মালিয়া সহ আরও অনেকে । শটের মধ্যে পরিস্থিতি গুরুগম্ভীর হলেও শটের পরে সেটে চলছিল হাসিঠাট্টা, খুনসুটি ।
অগাস্ট মাসের মধ্যেই শুটিং শেষ হবে 'মিতিনমাসি'-র । 'হাতে মাত্র তিনটে দিন'-র কাহিনি অবলম্বনে অরিন্দম শীলের পরিচালনায় পুজোতে মুক্তি পাবে ছবিটি ।