মুম্বই, 24 অক্টোবর: আরিয়ান খানের (Aryan Khan) একটি ভিডিয়ো প্রকাশ করে মাদক মামলা নিয়ে নতুন প্রশ্ন তুললেন শিবসেনা (Shiv Sena) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) দাবিকে মান্যতা দিয়ে তিনি অভিযোগ করেছেন, মহারাষ্ট্রকে বদনাম করতেই এই মামলা করা হয়েছে ৷ সাক্ষীকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া ও আরিয়ানের মুক্তিপণ হিসেবে প্রচুর টাকা দাবির যে অভিযোগ উঠেছে, তার তীব্র নিন্দা করেছেন তিনি ৷
আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?
টুইটারে আরিয়ান খানের একটি ভিডিয়ো পোস্ট করেছেন সঞ্জয় রাউত ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আরিয়ান খানের মামলার সাক্ষীকে এনসিবি-র সাদা কাগজে সই করিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ৷ এই খবরও শোনা যাচ্ছে যে, প্রচুর টাকা দাবি করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন যে, এই মামলা মহারাষ্ট্রকে বদনাম করতেই করা হয়েছে ৷ এটাই সত্যি প্রমাণিত হল ৷ পুলিশের এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত ৷"
-
Witnes in #AryanKhan case made to sign on blank paper by NCB is shocking. Also thr r reports that thr ws demnd of huge money .CM UddhavThackeray said tht ths cases r made 2 defame Mah'shtra.Ths seems 2b comng tru @Dwalsepatil
— Sanjay Raut (@rautsanjay61) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Police shd tk suo moto cognizance@CMOMaharashtra pic.twitter.com/zipBcZiRSm
">Witnes in #AryanKhan case made to sign on blank paper by NCB is shocking. Also thr r reports that thr ws demnd of huge money .CM UddhavThackeray said tht ths cases r made 2 defame Mah'shtra.Ths seems 2b comng tru @Dwalsepatil
— Sanjay Raut (@rautsanjay61) October 24, 2021
Police shd tk suo moto cognizance@CMOMaharashtra pic.twitter.com/zipBcZiRSmWitnes in #AryanKhan case made to sign on blank paper by NCB is shocking. Also thr r reports that thr ws demnd of huge money .CM UddhavThackeray said tht ths cases r made 2 defame Mah'shtra.Ths seems 2b comng tru @Dwalsepatil
— Sanjay Raut (@rautsanjay61) October 24, 2021
Police shd tk suo moto cognizance@CMOMaharashtra pic.twitter.com/zipBcZiRSm
মামলার এক সাক্ষী নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলার পরই এই নিয়ে সরব হন সঞ্জয় রাউত ৷
আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?
আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর তাঁর সঙ্গে সেলফি তুলে ভাইরাল হয়েছিলেন কেপি গোসাভি ৷ তাঁর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিজেকে দাবি করে প্রভাকর সেইল (Prabhakar Saeel) হলফনামা দিয়ে আজ অভিযোগ করেছেন, কেপি গোসাভির সঙ্গে স্যাম ডি'সুজার 18 কোটি টাকার একটি চুক্তি হয়েছিল ৷ তার থেকে 8 কোটি টাকা পাওয়ার কথা ছিল সমীর ওয়াংখেড়ের ৷ নগদ টাকা গোসাভির হাত থেকে পেয়ে স্যামের হাতে তুলে দিয়েছিলেন বলেও দাবি করেছেন প্রভাকর ৷ আরিয়ান খানের মুক্তির বিনিময়ে 25 কোটি টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শীর্ষ এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে ৷ তিনি এই অভিযোগের যোগ্য জবাব দেবেন বলে দাবি করেছেন ৷
আরও পড়ুন: Ananya Panday : এনসিবি-র দফতরে পৌঁছতে দেরি, অনন্যার কপালে জুটল তিরস্কার
6 অক্টোবর এনসিবির জারি করা প্রেস রিলিজে সাক্ষী হিসেবে নাম ছিল প্রভাকরের ৷ 2 অক্টোবর প্রমোদতরীতে এনসিবি হানার ঘটনার যে 9 জন স্বাধীন সাক্ষীর উল্লেখ করা হয়েছিল, তাঁদের মধ্যেই ছিলেন তিনিও ৷ প্রভাকরের আরও অভিযোগ, এক মধ্যস্থতাকারীকে দিয়ে আরিয়ানের মুক্তিপণ হিসেবে 25 কোটি টাকা দাবি করা হয়েছিল ৷ তাঁকে সমীর ওয়াংখেড়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন বলেও অভিযোগ করেন প্রভাকর ৷
আরও পড়ুন : Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র