ETV Bharat / sitara

Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ - পর্নোগ্রাফি মামলা

পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ করলেন শার্লিন চোপড়া (Sherlyn Chopra)৷ এ দিকে, শিল্পা শেট্টি (Shilpa Shetty), রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানিকে 3 লাখ টাকা জরিমানা করেছে সেবি (SEBI)৷

Shilpa Shetty, Raj Kundra fined Rs 3 lakh by SEBI, Sherlyn Chopra accuses Raj os sexual assault
শিল্পা-রাজকে 3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ
author img

By

Published : Jul 29, 2021, 12:32 PM IST

মুম্বই, 29 জুলাই : পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) ধৃত ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ আনলেন অভিনেত্রী শার্লিন চোপড়া (Sherlyn Chopra)৷ তাঁকে রাজ জোর করে চুম্বন করেছেন বলে তিনি অভিযোগ করেছেন ৷ এ দিকে, ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে হাঙ্গামা 2 অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty), তাঁর স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজকে 3 লাখ টাকা জরিমানা করেছে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)৷

সংবাদমাধ্যমে খবর, চলতি বছর এপ্রিল মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন শার্লিন চোপড়া ৷ তিনি অভিযোগ করেন, 2019 সালে তাঁর ম্য়ানেজারকে দ্য শার্লিন চোপড়া অ্যাপের ভাবনা শেয়ার করেন রাজ ৷ তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় শার্লিন যা পোস্ট করবেন, তার থেকে ওই অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জন করা যেতে পারে ৷ সেই বৈঠকের পর রাজ সে বছরই 27 মার্চ কিছু না জানিয়েই তাঁর বাড়িতে যান ৷ বারবার প্রতিরোধের চেষ্টা করলেও রাজ তাঁকে জোর করে চুম্বন করেন বলে অভিযোগ করেছেন শার্লিন চোপড়া ৷ অভিযোগ, শিল্পা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত বলে দাবি করেন রাজ কুন্দ্রা ৷ শার্লিন ঘাবড়ে গিয়ে রাজকে ঠেলে সরিয়ে দিয়ে শৌচালয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন বলে দাবি করেছেন ৷

আরও পড়ুন: মিলল না মুক্তি, রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ আদালতে

রাজ কুন্দ্রা মামলায় শার্লিনকে 27 জুলাই হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল ৷ কুন্দ্রার কোম্পানি সম্পর্কে তিনিই প্রথম মুম্বই পুলিশকে জানান বলে দাবি করেছেন শার্লিন ৷

আরও পড়ুন: এসব করার কী দরকার ছিল ? কাঁদতে কাঁদতে রাজকে প্রশ্ন শিল্পার

এ দিকে, শিল্পা ও রাজকে 3 লক্ষ টাকা জরিমানা করেছে সেবি ৷ জরিমানা করা হয়েছে রাজের কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও ৷ তাদের বিরুদ্ধে 2013 সালের সেপ্টেম্বর থেকে 2015 সালের ডিসেম্বরের মধ্যে যে তদন্ত চালানো হয়, তারই ভিত্তিতে এই নির্দেশ দেয় সেবি । জানা গিয়েছে, 2015 সালে 4 জনকে 5 লক্ষ টাকার শেয়ার বিলি করেছিল রাজের কোম্পানি । শেয়ার বিলির ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ।

মুম্বই, 29 জুলাই : পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) ধৃত ব্যবসায়ী রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ আনলেন অভিনেত্রী শার্লিন চোপড়া (Sherlyn Chopra)৷ তাঁকে রাজ জোর করে চুম্বন করেছেন বলে তিনি অভিযোগ করেছেন ৷ এ দিকে, ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে হাঙ্গামা 2 অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty), তাঁর স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজকে 3 লাখ টাকা জরিমানা করেছে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)৷

সংবাদমাধ্যমে খবর, চলতি বছর এপ্রিল মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন শার্লিন চোপড়া ৷ তিনি অভিযোগ করেন, 2019 সালে তাঁর ম্য়ানেজারকে দ্য শার্লিন চোপড়া অ্যাপের ভাবনা শেয়ার করেন রাজ ৷ তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় শার্লিন যা পোস্ট করবেন, তার থেকে ওই অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জন করা যেতে পারে ৷ সেই বৈঠকের পর রাজ সে বছরই 27 মার্চ কিছু না জানিয়েই তাঁর বাড়িতে যান ৷ বারবার প্রতিরোধের চেষ্টা করলেও রাজ তাঁকে জোর করে চুম্বন করেন বলে অভিযোগ করেছেন শার্লিন চোপড়া ৷ অভিযোগ, শিল্পা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত বলে দাবি করেন রাজ কুন্দ্রা ৷ শার্লিন ঘাবড়ে গিয়ে রাজকে ঠেলে সরিয়ে দিয়ে শৌচালয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন বলে দাবি করেছেন ৷

আরও পড়ুন: মিলল না মুক্তি, রাজ কুন্দ্রার জামিনের আবেদন খারিজ আদালতে

রাজ কুন্দ্রা মামলায় শার্লিনকে 27 জুলাই হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল ৷ কুন্দ্রার কোম্পানি সম্পর্কে তিনিই প্রথম মুম্বই পুলিশকে জানান বলে দাবি করেছেন শার্লিন ৷

আরও পড়ুন: এসব করার কী দরকার ছিল ? কাঁদতে কাঁদতে রাজকে প্রশ্ন শিল্পার

এ দিকে, শিল্পা ও রাজকে 3 লক্ষ টাকা জরিমানা করেছে সেবি ৷ জরিমানা করা হয়েছে রাজের কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও ৷ তাদের বিরুদ্ধে 2013 সালের সেপ্টেম্বর থেকে 2015 সালের ডিসেম্বরের মধ্যে যে তদন্ত চালানো হয়, তারই ভিত্তিতে এই নির্দেশ দেয় সেবি । জানা গিয়েছে, 2015 সালে 4 জনকে 5 লক্ষ টাকার শেয়ার বিলি করেছিল রাজের কোম্পানি । শেয়ার বিলির ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.