মুম্বই, 27 জুলাই: মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সামনেই কান্নায় ভেঙে পড়লেন হাঙ্গামা 2 অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ তাঁকে অন্ধকারে রেখেই তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) নিজের কারবার চালিয়ে গিয়েছেন বলে দাবি করেন তিনি ৷ সূত্রের দাবি, পুলিশের সামনেই রাজের উপরও ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী ৷
পর্নোগ্রাফি মামলায় ধৃত রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে হানা দিয়েছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ৷ সেই সময়ই পুলিশের সামনে শিল্পা শেট্টি কান্নায় ভেঙে পড়েন বলে সূত্রের দাবি ৷ সূত্র বলেছে, "তল্লাশি চালানোর জন্য যে দিন মুম্বই ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রার মুম্বইয়ের বাড়িতে হানা দেয়, সে দিনই শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ সেই জেরার পর খুবই দুঃখে ছিলেন শিল্পা ৷ তাঁর সঙ্গে কুন্দ্রার তীব্র বাদানুবাদও হয় ৷ চিৎকার করে শিল্পা রাজকে বলেন, এ সব করার কী দরকার ছিল ? কেন তিনি এ সব করেছেন ? উত্তেজিত শিল্পাকে থামাতে ক্রাইম ব্রাঞ্চের দলকে হস্তক্ষেপ করতে হয় ৷"
আরও পড়ুন: মিলল না জামিন, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজ কুন্দ্রা
সূত্রের দাবি, পুলিশের সামনেই শিল্পা কেঁদে ফেলেন এবং জানান, অ্যাপের কনটেন্টে কী রয়েছে, সে বিষয়ে তাঁকে অন্ধকারে রেখেছিলেন রাজ কুন্দ্রা ৷ মুম্বই পুলিশের সূত্র বলেছে, "বিপর্যস্ত অবস্থায় শিল্পা রাজকে বলেন, তাঁর কীর্তির জন্য পরিবার বদনাম হয়েছে এবং ইন্ডাস্ট্রিতে তাঁদের এনডোর্সমেন্ট চুক্তি বাতিল হয়ে গিয়েছে ৷ এর ফলে তাঁদের বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ৷ সমাজে যখন তাঁদের একটা সম্মান রয়েছে, তখন কেন এ সব কাজ করলেন, রাজকে এই প্রশ্নই করেন শিল্পা ৷"
আরও পড়ুন : Shilpa Shetty : প্রথমে বাড়িতে পুলিশ, পরে জেরা শিল্পাকে, হেফাজতের মেয়াদ বাড়ল রাজের
তাঁকে যে এই মামলায় গ্রেফতার করা হবে, রাজ তা বুঝতে পেরেছিলেন বলে জানিয়েছে সূত্র ৷ সূত্রের কথায়, "মার্চেই নিজের মোবাইল বদলে ফেলেছিলেন রাজ, যাতে কোনও নথি বা তথ্য তার থেকে না-পাওয়া যায় ৷ পুলিশ যখন তাঁকে তাঁর পুরনো ফোনের কথা জিজ্ঞেস করে, তখন রাজ বলেন যে তিনি ফোনটি ফেলে দিয়েছেন ৷ পুরনো ফোনটিতে নানা সাক্ষ্য ও প্রমাণ, নথি থাকতে পারে বলে মনে করছেন পুলিশের আধিকারিকরা ৷"
তদন্তে পুলিশ দেখেছে, শিল্পা ও রাজের অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে ৷ এই বিষয়টিও ভাবাচ্ছে পুলিশকে ৷ হটশটস ও বলি ফেম থেকে যে অর্থ রাজরা আয় করতেন, সেই টাকা দিয়েই তাঁরা অনলাইন বেটিং করতেন বলে সন্দেহ পুলিশের ৷
আরও পড়ুন: ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার
এ দিকে, রাজ কুন্দ্রাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের একটি আদালত ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন রাজ কুন্দ্রার (Raj Kundra) আইনজীবী ৷ রাজের জামিনের আবেদনের শুনানি হবে বুধবার ৷