ETV Bharat / sitara

Shilpa Shetty Raj Kundra: শার্লিনের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা শিল্পা-রাজের

শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা (Defamation Case) করলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷

Shilpa Shetty and Raj Kundra file a Rs 50 crore defamation case against Sherlyn Chopra
শার্লিন চোপড়ার বিরুদ্ধে ₹50 কোটির মানহানির মামলা শিল্পা-রাজের
author img

By

Published : Oct 19, 2021, 7:46 PM IST

মুম্বই, 19 অক্টোবর: অভিনেত্রী শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা (Defamation Case) দায়ের করলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ তাঁদের আইনজীবী মানহানির মামলা করবেন বলে আগেই সতর্ক করেছিলেন শার্লিনকে ৷ এরপরই শিল্পা ও রাজের তীব্র সমালোচনা করে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি ৷ তারই জেরে শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সেলেব কাপল ৷

বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি কুন্দ্রার বিরুদ্ধে শার্লিন চোপড়া যে অভিযোগ এনেছেন, তা সাজানো, মিথ্যে, ভুয়ো ও ভিত্তিহীন ৷ এর কোনও সাক্ষ্য-প্রমাণও নেই ৷ শুধুমাত্র সম্মানহানি করা ও তোলাবাজির উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে ৷" জেএল স্ট্রিপ অ্যাপের কোনও কাজের সঙ্গে শিল্পার কোনও যোগ নেই বলে দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, "অযাচিত বিতর্ক তৈরি করা ও সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্য শিল্পা শেট্টির নামও টানার উদ্ধত প্রচেষ্টা চালিয়েছেন শার্লিন চোপড়া ৷ অভিযোগগুলি পরে চিন্তা ভাবনা করে করা হয়েছে, যেখানে মিসেস শার্লিন চোপড়াকে সিআর নং 02/2020, নোডাল সাইবার থানায় অভিযুক্ত হিসাবে অভিযুক্ত করা হয়েছে ৷"

আরও পড়ুন: Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, শার্লিন চোপড়া বেশ কয়েকটি ধারায় অপরাধ করেছেন ৷ বলা হয়, "ভারতীয় বিচারবিভাগের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের ৷ আমরা শার্লিন চোপড়ার বিরুদ্ধে ফৌজদারি ধারায় অভিযোগ আনছি ৷ তাঁর বিরুদ্ধে আমরা 50 কোটি টাকার মানহানির মামলা করছি ৷"

আরও পড়ুন: Shilpa Shetty: সাহসী হেয়ারকাট কীভাবে করালেন ? ভিডিয়ো শেয়ার শিল্পার

গত 19 জুলাই পর্ন মামলায় রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন শার্লিন চোপড়া ৷ তিনি দাবি করেন, শিল্পা শেট্টির নাম করে নাকি শার্লিনের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ তাঁর দাবি ছিল, রাজ তাঁকে বলেছিলেন যে তাঁর কাজ বেশ পছন্দ হয়েছে শিল্পা শেট্টির ৷ এরপরই তাঁর সঙ্গে ফিল্ম তৈরির জন্য চলতি বছর মার্চ মাসে চুক্তিবদ্ধ হন রাজ ৷ শার্লিনের কথায়, "তিনি চেয়েছিলেন আমি তাঁর সঙ্গে কাজে যোগ দিই এবং যে অ্যাপটি তৈরি হবে তাঁর নাম হবে শার্লিন চোপড়া অ্যাপ ৷"

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

মুম্বই, 19 অক্টোবর: অভিনেত্রী শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা (Defamation Case) দায়ের করলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ তাঁদের আইনজীবী মানহানির মামলা করবেন বলে আগেই সতর্ক করেছিলেন শার্লিনকে ৷ এরপরই শিল্পা ও রাজের তীব্র সমালোচনা করে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি ৷ তারই জেরে শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সেলেব কাপল ৷

বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি কুন্দ্রার বিরুদ্ধে শার্লিন চোপড়া যে অভিযোগ এনেছেন, তা সাজানো, মিথ্যে, ভুয়ো ও ভিত্তিহীন ৷ এর কোনও সাক্ষ্য-প্রমাণও নেই ৷ শুধুমাত্র সম্মানহানি করা ও তোলাবাজির উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে ৷" জেএল স্ট্রিপ অ্যাপের কোনও কাজের সঙ্গে শিল্পার কোনও যোগ নেই বলে দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, "অযাচিত বিতর্ক তৈরি করা ও সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্য শিল্পা শেট্টির নামও টানার উদ্ধত প্রচেষ্টা চালিয়েছেন শার্লিন চোপড়া ৷ অভিযোগগুলি পরে চিন্তা ভাবনা করে করা হয়েছে, যেখানে মিসেস শার্লিন চোপড়াকে সিআর নং 02/2020, নোডাল সাইবার থানায় অভিযুক্ত হিসাবে অভিযুক্ত করা হয়েছে ৷"

আরও পড়ুন: Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, শার্লিন চোপড়া বেশ কয়েকটি ধারায় অপরাধ করেছেন ৷ বলা হয়, "ভারতীয় বিচারবিভাগের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের ৷ আমরা শার্লিন চোপড়ার বিরুদ্ধে ফৌজদারি ধারায় অভিযোগ আনছি ৷ তাঁর বিরুদ্ধে আমরা 50 কোটি টাকার মানহানির মামলা করছি ৷"

আরও পড়ুন: Shilpa Shetty: সাহসী হেয়ারকাট কীভাবে করালেন ? ভিডিয়ো শেয়ার শিল্পার

গত 19 জুলাই পর্ন মামলায় রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন শার্লিন চোপড়া ৷ তিনি দাবি করেন, শিল্পা শেট্টির নাম করে নাকি শার্লিনের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ তাঁর দাবি ছিল, রাজ তাঁকে বলেছিলেন যে তাঁর কাজ বেশ পছন্দ হয়েছে শিল্পা শেট্টির ৷ এরপরই তাঁর সঙ্গে ফিল্ম তৈরির জন্য চলতি বছর মার্চ মাসে চুক্তিবদ্ধ হন রাজ ৷ শার্লিনের কথায়, "তিনি চেয়েছিলেন আমি তাঁর সঙ্গে কাজে যোগ দিই এবং যে অ্যাপটি তৈরি হবে তাঁর নাম হবে শার্লিন চোপড়া অ্যাপ ৷"

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.