ETV Bharat / sitara

গ্রীষ্মেই মুক্তি পাবে 'বেলাশুরু'

author img

By

Published : Jan 28, 2021, 12:17 PM IST

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে 'বেলাশুরু' মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু, তার পরিবর্তে গ্রীষ্মে ছবিটি রিলিজ়ের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা ।

sdf
sdf

কলকাতা : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আপকামিং ছবি 'বেলাশুরু'। মৃত্যুর আগেই এই ছবির শুটিং শেষ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাই চলতি বছরের 19 জানুয়ারি কিংবদন্তি অভিনেতার জন্মবার্ষিকীতে এই ছবি মুক্তি পাবে বলে নির্মাতাদের তরফে জানানো হয়েছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে এখন হলমুখো হচ্ছেন না অনেকেই । আর তাই জানুয়ারির পরিবর্তে চলতি বছরের গ্রীষ্মে ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্মাতাদের তরফে ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শিবপ্রসাদ বলেন, "ছবিটি হলেই মুক্তি পাবে । কারণ যাঁরা হলে এসে এখন সিনেমা দেখছেন আমরা তাঁদের নিরাশ করতে পারব না । বরং আমরা তাঁদের হলে আসার জন্য আরও উৎসাহিত করব । বাকিরা যাঁরা হলে আসবেন না তাঁরা ছবি মুক্তির পর অন্য মাধ্যমে দেখবেন ।"

zsdfsdf
'বেলাশুরু'-র পোস্টার

ছবি মুক্তির দিন প্রসঙ্গে তিনি বলেন, "এটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের শেষ ছবি । গত বছর মার্চে সৌমিত্রদা এবং স্বাতীলেখাদির জন্য এই ছবির একটা বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলাম । যাঁদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি তৈরি করা হয়েছে তাঁদেরও ওই স্ক্রিনিংয়ে উপস্থিত থাকার কথা ছিল । কিন্তু, লকডাউনের জেরে সেই স্ক্রিনিং বাতিল করতে হয় । মৃত্যুর আগে সৌমিত্রদাকে এই ছবিটা দেখাতেও পারলাম না । এর জন্য আমি ও দিদি (নন্দিতা রায়) খুবই দুঃখিত । এমনকী, ছবিতে সৌমিত্রদাকে যাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তিনিও আমাদের ছেড়ে চলে গিয়েছেন । তাঁরা দু'জনেই ছবিটি দেখার জন্য খুবই আগ্রহী ছিলেন । তাই চলতি বছর গ্রীষ্মেই ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছি ।"

কলকাতা : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আপকামিং ছবি 'বেলাশুরু'। মৃত্যুর আগেই এই ছবির শুটিং শেষ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাই চলতি বছরের 19 জানুয়ারি কিংবদন্তি অভিনেতার জন্মবার্ষিকীতে এই ছবি মুক্তি পাবে বলে নির্মাতাদের তরফে জানানো হয়েছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে এখন হলমুখো হচ্ছেন না অনেকেই । আর তাই জানুয়ারির পরিবর্তে চলতি বছরের গ্রীষ্মে ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্মাতাদের তরফে ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শিবপ্রসাদ বলেন, "ছবিটি হলেই মুক্তি পাবে । কারণ যাঁরা হলে এসে এখন সিনেমা দেখছেন আমরা তাঁদের নিরাশ করতে পারব না । বরং আমরা তাঁদের হলে আসার জন্য আরও উৎসাহিত করব । বাকিরা যাঁরা হলে আসবেন না তাঁরা ছবি মুক্তির পর অন্য মাধ্যমে দেখবেন ।"

zsdfsdf
'বেলাশুরু'-র পোস্টার

ছবি মুক্তির দিন প্রসঙ্গে তিনি বলেন, "এটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের শেষ ছবি । গত বছর মার্চে সৌমিত্রদা এবং স্বাতীলেখাদির জন্য এই ছবির একটা বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলাম । যাঁদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি তৈরি করা হয়েছে তাঁদেরও ওই স্ক্রিনিংয়ে উপস্থিত থাকার কথা ছিল । কিন্তু, লকডাউনের জেরে সেই স্ক্রিনিং বাতিল করতে হয় । মৃত্যুর আগে সৌমিত্রদাকে এই ছবিটা দেখাতেও পারলাম না । এর জন্য আমি ও দিদি (নন্দিতা রায়) খুবই দুঃখিত । এমনকী, ছবিতে সৌমিত্রদাকে যাঁর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তিনিও আমাদের ছেড়ে চলে গিয়েছেন । তাঁরা দু'জনেই ছবিটি দেখার জন্য খুবই আগ্রহী ছিলেন । তাই চলতি বছর গ্রীষ্মেই ছবিটি রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.