ETV Bharat / sitara

অনুরাগের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে : শতরূপা সান্যাল - anurag kashyap

শতরূপার মতে, অনুরাগ একজন নিপাট ভদ্রলোক । মহিলাদের সঙ্গে তাঁর আচরণ খুবই ভালো । অনুরাগের আশপাশে থাকা যেকোনও নারী সুরক্ষিত ।

asd
asd
author img

By

Published : Sep 22, 2020, 8:53 PM IST

কলকাতা : অনুরাগ কাশ্যপের কয়েকটি ছবি পরিচালনা করেছেন শতরূপা সান্যাল । তার মধ্যে একটিতে শতরূপার ছোটো মেয়ে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে অভিনয়ও করেছেন অনুরাগ । ব্যক্তিগতভাবেই অনুরাগের সঙ্গে তাঁদের সম্পর্ক রয়েছে । শতরূপার মতে, অনুরাগ একজন নিপাট ভদ্রলোক । মহিলাদের সঙ্গে তাঁর আচরণ খুবই ভালো । অনুরাগের আশপাশে থাকা যেকোনও নারী সুরক্ষিত ।

অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও পায়েলের অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন হনসল মেহতা, অনুভব সিনহা, রাম গোপাল ভার্মা, বসন বালা, তাপসী পান্নু, টিসকা চোপড়া, সুরভিন চাওলা, মাহি গিল সহ আরও অনেকেই । এছাড়া এই লড়াইয়ে অনুরাগ পাশে পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কালকি কেঁকলাকে ।

'ফুল ফর লাভ' ছবিতে অনুরাগের বিপরীতে অভিনয় করেছিলেন ঋতাভরী । আর সেই ছবিটি পরিচালনা করেছিলেন শতরূপা । ছবিতে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গিয়েছে ঋতাভরী ও অনুরাগকে ।

asd
শতরূপা-ঋতাভরী-অনুরাগ

আর এই অনুরাগ প্রসঙ্গে ETV ভারতকে শতরূপা বলেন, "যে অভিনেত্রী এই অভিযোগ এনেছেন, তিনি অনেক সময় নিলেন । আমার কাছে যেটা আশ্চর্য লাগল তা হল, তিনি আদালত, পুলিশ না করে, সোজা প্রধানমন্ত্রীকে জড়াতে চাইলেন । যেহেতু সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা রাজনৈতিক খেলা চলছে, এখানে একটা নোংরা রাজনীতি শুরু করা হল অনুরাগকে ঘিরে । অনুরাগ ভীষণভাবে ভোকাল একজন মানুষ । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি । তাই এটা তাঁকে নিচু করার একটা উপায় বলে মনে হয় আমার ।"

drgt
শতরূপা সান্যাল

তিনি আরও বললেন, "অনুরাগের সঙ্গে যে সব মহিলারা কাজ করেন তাঁরা নিজেদের নিরাপদ বলেই ভাবেন । ওঁর সঙ্গে আমি দুটো কাজ করেছি । 'ফুল ফর লাভ'-এ ঘনিষ্ঠ দৃশ্যও ছিল । একজন অত বড় অভিনেতা এবং পরিচালক সেই অভিনয়টা করেছিলেন । বিভিন্ন সময় জানা যায়, এই দৃশ্যগুলোতে পুরুষ অভিনেতারা সুযোগ নিয়ে থাকেন । আমি ক্যামেরার পিছনে ছিলাম । মনিটরে সব দেখছিলাম । দেখেছিলাম, অনুরাগ একজন বাধ্য অভিনেতার মতো, যেটা চেয়েছি শুধু সেইটুকুই করেছেন । তিনি এতটাই পেশাদার । 'বাঁশুরি'-তে আরও অনেকদিন ধরে ওঁর সঙ্গে কাজ করেছি । দু'বার করে শুটিংয়ের জন্য এসেছে । এই ছবিটার এগজ়িকিউটিভ প্রডিউসার আমি ছিলাম । সবে শেষ হয়েছে কাজ । সেই সময়, অনুরাগ আমাদের সঙ্গে দিবারাত্র থেকেছেন । আউটডোরে একসঙ্গে থেকেছেন । সেখানেও দেখলাম । তাঁর সম্পর্কে কোনও জুনিয়র টেকনিশিয়নও অভিযোগ করতে পারবেন না ।"

কলকাতা : অনুরাগ কাশ্যপের কয়েকটি ছবি পরিচালনা করেছেন শতরূপা সান্যাল । তার মধ্যে একটিতে শতরূপার ছোটো মেয়ে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে অভিনয়ও করেছেন অনুরাগ । ব্যক্তিগতভাবেই অনুরাগের সঙ্গে তাঁদের সম্পর্ক রয়েছে । শতরূপার মতে, অনুরাগ একজন নিপাট ভদ্রলোক । মহিলাদের সঙ্গে তাঁর আচরণ খুবই ভালো । অনুরাগের আশপাশে থাকা যেকোনও নারী সুরক্ষিত ।

অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও পায়েলের অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন হনসল মেহতা, অনুভব সিনহা, রাম গোপাল ভার্মা, বসন বালা, তাপসী পান্নু, টিসকা চোপড়া, সুরভিন চাওলা, মাহি গিল সহ আরও অনেকেই । এছাড়া এই লড়াইয়ে অনুরাগ পাশে পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কালকি কেঁকলাকে ।

'ফুল ফর লাভ' ছবিতে অনুরাগের বিপরীতে অভিনয় করেছিলেন ঋতাভরী । আর সেই ছবিটি পরিচালনা করেছিলেন শতরূপা । ছবিতে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গিয়েছে ঋতাভরী ও অনুরাগকে ।

asd
শতরূপা-ঋতাভরী-অনুরাগ

আর এই অনুরাগ প্রসঙ্গে ETV ভারতকে শতরূপা বলেন, "যে অভিনেত্রী এই অভিযোগ এনেছেন, তিনি অনেক সময় নিলেন । আমার কাছে যেটা আশ্চর্য লাগল তা হল, তিনি আদালত, পুলিশ না করে, সোজা প্রধানমন্ত্রীকে জড়াতে চাইলেন । যেহেতু সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা রাজনৈতিক খেলা চলছে, এখানে একটা নোংরা রাজনীতি শুরু করা হল অনুরাগকে ঘিরে । অনুরাগ ভীষণভাবে ভোকাল একজন মানুষ । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি । তাই এটা তাঁকে নিচু করার একটা উপায় বলে মনে হয় আমার ।"

drgt
শতরূপা সান্যাল

তিনি আরও বললেন, "অনুরাগের সঙ্গে যে সব মহিলারা কাজ করেন তাঁরা নিজেদের নিরাপদ বলেই ভাবেন । ওঁর সঙ্গে আমি দুটো কাজ করেছি । 'ফুল ফর লাভ'-এ ঘনিষ্ঠ দৃশ্যও ছিল । একজন অত বড় অভিনেতা এবং পরিচালক সেই অভিনয়টা করেছিলেন । বিভিন্ন সময় জানা যায়, এই দৃশ্যগুলোতে পুরুষ অভিনেতারা সুযোগ নিয়ে থাকেন । আমি ক্যামেরার পিছনে ছিলাম । মনিটরে সব দেখছিলাম । দেখেছিলাম, অনুরাগ একজন বাধ্য অভিনেতার মতো, যেটা চেয়েছি শুধু সেইটুকুই করেছেন । তিনি এতটাই পেশাদার । 'বাঁশুরি'-তে আরও অনেকদিন ধরে ওঁর সঙ্গে কাজ করেছি । দু'বার করে শুটিংয়ের জন্য এসেছে । এই ছবিটার এগজ়িকিউটিভ প্রডিউসার আমি ছিলাম । সবে শেষ হয়েছে কাজ । সেই সময়, অনুরাগ আমাদের সঙ্গে দিবারাত্র থেকেছেন । আউটডোরে একসঙ্গে থেকেছেন । সেখানেও দেখলাম । তাঁর সম্পর্কে কোনও জুনিয়র টেকনিশিয়নও অভিযোগ করতে পারবেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.