বেলঘড়িয়া, 25 অগস্ট: দত্তক নেওয়া সারমেয় মারা (Adopted Dog Death) যাওয়ায় রেড ভলান্টিয়ার্সের সদস্য শশাঙ্ক ভাভসারকে (Shasanka Bhavsar) মারধরের অভিযোগ উঠল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) সংস্থার বিরুদ্ধে ৷ ওই যুবককে তাঁর আড়িয়াদহের বাড়িতে গিয়ে ঘর থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় শ্রীলেখার বিরুদ্ধে অনেকে আঙুল তোলায় তিনি স্পষ্ট জানিয়েছেন, বাচ্চা মারা গেলে কারও মাথার ঠিক থাকে না ৷ তাই কে তাঁকে কী বলল, তা নিয়ে তাঁর কিছু যায় আসে না ৷
অনাথ পথপশুকে কেউ দত্তক নিলে, তিনি তাঁর সঙ্গে কফি ডেটে যাবেন ৷ এই খোলা অফার দিয়েছিলেন শ্রীলেখা মিত্র ৷ কথাও রেখেছিলেন অভিনেত্রী ৷ একটি পথকুকুরকে দত্তক নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় কফি শপে গিয়ে তিনি ডেট করেছিলেন রেড ভলান্টিয়ার্সের সদস্য শশাঙ্ক ভাভসারের সঙ্গে ৷ কিন্তু সেই কুকুরটি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোল বাঁধে ৷ ফেসবুক লাইভ করে বিধ্বস্ত শ্রীলেখা চোখের জলে অভিযোগ করেন, কুকুরটিকে ভালবেসে নয়, শুধু তাঁর সঙ্গে ডেট করার জন্যই সেটিকে দত্তক নিয়েছিলেন শশাঙ্ক ৷ এর শেষ দেখে ছাড়বেন বলেও হুমকি দিয়েছিলেন তিনি ৷
আরও পড়ুন: Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা
জানা গিয়েছে, চার দিন আগে কুকুরের বাচ্চাটি হঠাৎ শশাঙ্কের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাস্তার অন্যান্য কুকুরের কামড়ে সে মারা যায় । কিন্তু এই খবর শশাঙ্ক চেপে যেতে চেয়েছিলেন বলে অভিযোগ ৷ বুধবার পিপল ফর অ্যানিম্যালস-এর সদস্যরা শশাঙ্কর আড়িয়াদহের বাড়িতে চড়াও হন ৷ সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় ৷ চলে চড়, লাথি, ঘুষি ৷ কান ধরে ওঠবোস করানো হয় ৷
আরও পড়ুন: Sreelekha Mitra: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷ শশাঙ্ককে এ ভাবে কেন মারা হচ্ছে সেই প্রশ্নে সরব হন স্থানীয়রা ৷ এই নিয়ে থানায় অভিযোগও জানিয়েছেন শশাঙ্ক ৷ যদিও তাঁদের চক্রান্ত করে স্থানীয়দের দিয়ে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফোরামের সদস্যরা ৷ শশাঙ্কের বিরুদ্ধে তাঁরাও থানায় অভিযোগ দায়ের করেছেন ৷
আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার
শ্রীলেখা মিত্রের জন্যই এত কিছু হয়েছে বলে অনেকে অভিযোগ করলেও সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে তাঁর কারওকে কোনও কৈফিয়ৎ দেওয়ার নেই ৷ তিনি ফেসবুকে লিখেছেন, কারও নিজের বাচ্চা মারা গেলে সে মাথা ঠান্ডা রাখতে পারে না ৷ রাস্তার কুকুরগুলো তাঁদের কাছে সন্তানের মতো ৷ সন্তানের মৃত্যুতে ফোরামের সদস্যরা জ্ঞানশূন্য হয়েই এই ঘটনা ঘটিয়েছেন বলে সাফাই দেন তিনি ৷ তবে কোনও প্রমাণ ছাড়া শশাঙ্ককে এ ভাবে প্রকাশ্যে মারধর করা নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরাও ৷
আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর