ETV Bharat / sitara

Shagufta Ali: জিনিসপত্র বেচে দিন চলছে, সাহায্য চেয়ে আকুতি অসুস্থ অভিনেত্রীর - শগুফতা আলির খবর

হাতে কাজ নেই, জিনিসপত্র বেচে কোনওক্রমে দিনযাপন করছেন ৷ তাই এ বার আর্থিক সাহায্য চেয়ে কাতর আকুতি জানালেন অসুস্থ অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali) ৷

Shagufta Ali Reveals She's Ill And Broke and need financial help
জিনিসপত্র বেচে দিন চলছে, সাহায্য চেয়ে আকুতি অসুস্থ অভিনেত্রীর
author img

By

Published : Jul 6, 2021, 6:03 PM IST

মুম্বই, 6 জুলাই : এক সময়ে দাপিয়ে অভিনয় করেছেন ৷ বেপন্নাহ, সাথ নিভানা-সহ নানা টিভি শোতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের ৷ অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali)৷ তবে এখন তাঁর হাতে কোনও কাজ নেই ৷ গত চার বছর ধরে এ ভাবেই চলছে ৷ জিনিসপত্র বেচে দিয়ে করছেন দিন গুজরান ৷ তবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এ বার তিনি সাহায্য চেয়ে আবেদন করলেন ৷

একটি প্রকাশককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "আমি জানি না কেন, তবে গত চার বছর ধরে আমার হাতে কাজ প্রায় নেই ৷ যেটুকু কাজ আসছে, শেষ মুহূর্তে তা ভেস্তে যাচ্ছে ৷ অনেকেই হয়তো জানেন না আমি প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে আছি ৷ বেঁচে থাকার জন্য আমায় অনেক কিছু বিক্রি করে দিতে হয়েছে ৷" নিজেকে সেলফ-মেড পার্সন হিসেবে বর্ণনা করে অভিনেত্রী আর্থিক সাহায্য চেয়ে আকুতি জানিয়েছেন ৷ বেঁচে থাকার জন্য কাজও চেয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "আমি সত্যিই বুঝতে পারছিলাম না ৷ আমার কি সাহায্য চাওয়া উচিত ? তবে আমার বিক্রি করার মতো আর কিছু নেই, তাই খুব কষ্টে আছি ৷"

আরও পড়ুন: আমার রাজি , স্বামীর প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার

তিনি ও তাঁর 73 বছরের মা খুবই অসুস্থ বলেও জানিয়েছেন শগুফতা ৷ তিনি জানান, "আমার মায়ের অবিলম্বে চিকিত্সা প্রয়োজন ৷ তাঁর ডায়াবিটিজ, আর্থারাইটিস ও হাঁটুর সমস্যা আছে ৷ তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না ৷ আমার পরিচিত ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলে তাঁর চিকিৎসা করাচ্ছি ৷ আমারও চোখের ও ডায়াবিটিজের চিকিৎসা চলছে ৷ কিন্তু যথাযথ চিকিৎসার জন্য আমার কাছে কোনও টাকা নেই ৷ এক দেড় বছর ধরে অতিমারির কারণে লকডাউনে মানুষ সমস্যায় রয়েছে ৷ কিন্তু আমাকে গত চার বছর ধরে এই কষ্ট সহ্য করতে হচ্ছে ৷"

আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

অভিনেতা সুশান্ত সিং ও সহ-অভিনেত্রী নীনা গুপ্তা তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী ৷ ক্যানসার জয় করে ওঠা শগুফতা সাস, দিশায়েঁ, সঞ্জীবনী, পুনর্বিবাহ ও জারার মতো বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন ৷ শেষবার তাঁকে দেখা গিয়েছে 2018 সালের শো বেপন্নাহতে ৷ শুধু টেলিভিশন নয়, হিরো নাম্বার ওয়ান, ইন্টারন্যাশনাল খিলাড়ি, লায়লা মজনু অ্যান্ড আজুবার মতো ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী ৷

মুম্বই, 6 জুলাই : এক সময়ে দাপিয়ে অভিনয় করেছেন ৷ বেপন্নাহ, সাথ নিভানা-সহ নানা টিভি শোতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের ৷ অভিনেত্রী শগুফতা আলি (Shagufta Ali)৷ তবে এখন তাঁর হাতে কোনও কাজ নেই ৷ গত চার বছর ধরে এ ভাবেই চলছে ৷ জিনিসপত্র বেচে দিয়ে করছেন দিন গুজরান ৷ তবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এ বার তিনি সাহায্য চেয়ে আবেদন করলেন ৷

একটি প্রকাশককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "আমি জানি না কেন, তবে গত চার বছর ধরে আমার হাতে কাজ প্রায় নেই ৷ যেটুকু কাজ আসছে, শেষ মুহূর্তে তা ভেস্তে যাচ্ছে ৷ অনেকেই হয়তো জানেন না আমি প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে আছি ৷ বেঁচে থাকার জন্য আমায় অনেক কিছু বিক্রি করে দিতে হয়েছে ৷" নিজেকে সেলফ-মেড পার্সন হিসেবে বর্ণনা করে অভিনেত্রী আর্থিক সাহায্য চেয়ে আকুতি জানিয়েছেন ৷ বেঁচে থাকার জন্য কাজও চেয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "আমি সত্যিই বুঝতে পারছিলাম না ৷ আমার কি সাহায্য চাওয়া উচিত ? তবে আমার বিক্রি করার মতো আর কিছু নেই, তাই খুব কষ্টে আছি ৷"

আরও পড়ুন: আমার রাজি , স্বামীর প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার

তিনি ও তাঁর 73 বছরের মা খুবই অসুস্থ বলেও জানিয়েছেন শগুফতা ৷ তিনি জানান, "আমার মায়ের অবিলম্বে চিকিত্সা প্রয়োজন ৷ তাঁর ডায়াবিটিজ, আর্থারাইটিস ও হাঁটুর সমস্যা আছে ৷ তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না ৷ আমার পরিচিত ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলে তাঁর চিকিৎসা করাচ্ছি ৷ আমারও চোখের ও ডায়াবিটিজের চিকিৎসা চলছে ৷ কিন্তু যথাযথ চিকিৎসার জন্য আমার কাছে কোনও টাকা নেই ৷ এক দেড় বছর ধরে অতিমারির কারণে লকডাউনে মানুষ সমস্যায় রয়েছে ৷ কিন্তু আমাকে গত চার বছর ধরে এই কষ্ট সহ্য করতে হচ্ছে ৷"

আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

অভিনেতা সুশান্ত সিং ও সহ-অভিনেত্রী নীনা গুপ্তা তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী ৷ ক্যানসার জয় করে ওঠা শগুফতা সাস, দিশায়েঁ, সঞ্জীবনী, পুনর্বিবাহ ও জারার মতো বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন ৷ শেষবার তাঁকে দেখা গিয়েছে 2018 সালের শো বেপন্নাহতে ৷ শুধু টেলিভিশন নয়, হিরো নাম্বার ওয়ান, ইন্টারন্যাশনাল খিলাড়ি, লায়লা মজনু অ্যান্ড আজুবার মতো ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.