ETV Bharat / sitara

KIFF-এর মঞ্চে শিল্পীদের ভাবপ্রকাশের স্বাধীনতার পক্ষে সওয়াল মমতা-শাবানার

author img

By

Published : Nov 15, 2019, 8:05 PM IST

শাবানা আজ়মি বলেন, "বৈচিত্রের মধ্যেই ঐক্য আমাদের ঐতিহ্য । আর সেই ঐতিহ্য তুলে ধরে সিনেমা ।"

dg

কলকাতা : শেষ হল 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপ্তি অনুষ্ঠান । বক্তব্য রাখেন শাবানা আজ়মি । এই উৎসবের আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি । ভাবপ্রকাশের স্বাধীনতা নিয়েও বক্তব্য রাখেন তিনি ।

বক্তব্য রাখতে গিয়ে শাবানা আজ়মি বলেন, "বৈচিত্রের মধ্যেই ঐক্য আমাদের ঐতিহ্য । আর সেই ঐতিহ্য তুলে ধরে সিনেমা । সিনেমার সেই শক্তি রয়েছে যার মাধ্যমে অন্যদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায় । আর KIFF ও বাংলা চলচ্চিত্র জগৎতে আলাদা জায়গায় নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ । আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে শিল্পকে সামাজ পরিবর্তনের জন্য ব্যবহার করতে শেখানো হয়েছে । আর তাই মনে করি শিল্পীদের ভাবপ্রকাশের স্বাধীনতা দেওয়া দরকার । শিল্প সমাজের অনেক ট্যাবু নিয়েও কথা বলে ।" পাশাপাশি চুপ না থেকে প্রতিবাদ করার পক্ষেও সওয়াল করেছেন তিনি ।

শুনুন শাবানা আজ়মির বক্তব্য

এরপরই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বক্তব্যর শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি । এমনকী, আগামী বছর চলচ্চিত্র উৎসবে কী হবে সে বিষয়ে এখন থেকেই চেয়ারম্যান রাজ চক্রবর্তীকে নির্দেশ দেন । পাশাপাশি শাবানা আজ়মির বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, "শিল্পীর ভাবপ্রকাশের স্বাধীনতা অবশ্যই দরকার । কলকাতা শহর শিল্পীদের সেই স্বাধীনতা দেয় । কলকাতায় সব জাতি ধর্মের মানুষকে স্বাগত ।"

শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য

কলকাতা : শেষ হল 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপ্তি অনুষ্ঠান । বক্তব্য রাখেন শাবানা আজ়মি । এই উৎসবের আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি । ভাবপ্রকাশের স্বাধীনতা নিয়েও বক্তব্য রাখেন তিনি ।

বক্তব্য রাখতে গিয়ে শাবানা আজ়মি বলেন, "বৈচিত্রের মধ্যেই ঐক্য আমাদের ঐতিহ্য । আর সেই ঐতিহ্য তুলে ধরে সিনেমা । সিনেমার সেই শক্তি রয়েছে যার মাধ্যমে অন্যদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায় । আর KIFF ও বাংলা চলচ্চিত্র জগৎতে আলাদা জায়গায় নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ । আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে শিল্পকে সামাজ পরিবর্তনের জন্য ব্যবহার করতে শেখানো হয়েছে । আর তাই মনে করি শিল্পীদের ভাবপ্রকাশের স্বাধীনতা দেওয়া দরকার । শিল্প সমাজের অনেক ট্যাবু নিয়েও কথা বলে ।" পাশাপাশি চুপ না থেকে প্রতিবাদ করার পক্ষেও সওয়াল করেছেন তিনি ।

শুনুন শাবানা আজ়মির বক্তব্য

এরপরই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বক্তব্যর শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি । এমনকী, আগামী বছর চলচ্চিত্র উৎসবে কী হবে সে বিষয়ে এখন থেকেই চেয়ারম্যান রাজ চক্রবর্তীকে নির্দেশ দেন । পাশাপাশি শাবানা আজ়মির বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, "শিল্পীর ভাবপ্রকাশের স্বাধীনতা অবশ্যই দরকার । কলকাতা শহর শিল্পীদের সেই স্বাধীনতা দেয় । কলকাতায় সব জাতি ধর্মের মানুষকে স্বাগত ।"

শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.