কলকাতা : মুক্তি পেল 'শেষের গল্প'-র ট্রেলার। সেখানে বৃদ্ধ অমিতের ভূমিকায় রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি আর বিগতযৌবনা লাবণ্যের চরিত্রে রয়েছে মমতা শংকর।
ছবির ট্রেলার দেখেই বোঝা গেল, বয়স পেরিয়ে গেলেও চোখের ভাষা বদলায়নি অমিতের। বদলাননি লাবণ্যও। হয়তো বিচ্ছেদ পরবর্তী মিলনে লাবণ্য আরও বেশি লাবণ্যময়ী।
অমিত-লাবণ্যের প্রেম যেন এক নতুন মাত্রা পেতে চলেছে এই ছবিতে। যেই প্রেমে কোনও প্রত্যাশা নেই, শুধু রয়েছে এক ভালো লাগা। অতীতের সমস্ত খারাপ লাগা ভুলে দু'জনে যেন এক নতুন জীবন শুরু করলেন এই ছবির মাধ্যমে।
দেখে নিন ট্রেলার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">