ETV Bharat / sitara

রবিঠাকুর কি শুধু চলে যাওয়ার কথা বলেন? উত্তর দেবে 'শেষের গল্প' - মমতা শংকর

অমিত-লাবণ্যের দেখা হল যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে, একটা বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই শুরু হল আর একটা গল্প। গল্পটা লিখলেন জিৎ চক্রবর্তী।

শেষের গল্প
author img

By

Published : Jul 2, 2019, 11:29 PM IST

কলকাতা : মুক্তি পেল 'শেষের গল্প'-র ট্রেলার। সেখানে বৃদ্ধ অমিতের ভূমিকায় রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি আর বিগতযৌবনা লাবণ্যের চরিত্রে রয়েছে মমতা শংকর।

ছবির ট্রেলার দেখেই বোঝা গেল, বয়স পেরিয়ে গেলেও চোখের ভাষা বদলায়নি অমিতের। বদলাননি লাবণ্যও। হয়তো বিচ্ছেদ পরবর্তী মিলনে লাবণ্য আরও বেশি লাবণ্যময়ী।

অমিত-লাবণ্যের প্রেম যেন এক নতুন মাত্রা পেতে চলেছে এই ছবিতে। যেই প্রেমে কোনও প্রত্যাশা নেই, শুধু রয়েছে এক ভালো লাগা। অতীতের সমস্ত খারাপ লাগা ভুলে দু'জনে যেন এক নতুন জীবন শুরু করলেন এই ছবির মাধ্যমে।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : মুক্তি পেল 'শেষের গল্প'-র ট্রেলার। সেখানে বৃদ্ধ অমিতের ভূমিকায় রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি আর বিগতযৌবনা লাবণ্যের চরিত্রে রয়েছে মমতা শংকর।

ছবির ট্রেলার দেখেই বোঝা গেল, বয়স পেরিয়ে গেলেও চোখের ভাষা বদলায়নি অমিতের। বদলাননি লাবণ্যও। হয়তো বিচ্ছেদ পরবর্তী মিলনে লাবণ্য আরও বেশি লাবণ্যময়ী।

অমিত-লাবণ্যের প্রেম যেন এক নতুন মাত্রা পেতে চলেছে এই ছবিতে। যেই প্রেমে কোনও প্রত্যাশা নেই, শুধু রয়েছে এক ভালো লাগা। অতীতের সমস্ত খারাপ লাগা ভুলে দু'জনে যেন এক নতুন জীবন শুরু করলেন এই ছবির মাধ্যমে।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.