ETV Bharat / sitara

Jhara Palak: কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঝরা পালক - Rahul Banerjee

আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের (Sayantan Mukherjee) ছবি ‘ঝরা পালক’ প্রদর্শিত হবে ।

Sayantan Mukherjees Jhara Palak likely to be screened at Kolkata International Film Festival
কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঝরা পালক
author img

By

Published : Dec 24, 2021, 4:07 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের (Sayantan Mukherjee) ছবি 'ঝরা পালক' (Jhara Palak)। 25 ডিসেম্বর, বড়দিনে ছবি মুক্তির কথা ঘোষণা করবেন পরিচালক । ওইদিনই মুক্তি পাবে ছবির ট্রেলার । জানা গিয়েছে, আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) প্রদর্শিত হবে ‘ঝরা পালক’।

এই ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশ । কবির জীবনগাথা নিয়েই ছবির প্রেক্ষাপট । দুই বয়সের কবির চরিত্রে আছেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। কবির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে । এ ছাড়াও, অন্যান্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: Sushmita Sen love life : রোহমানই প্রথম নন, অতীতে বহুবার হৃদয় ভেঙেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর

2017 সালের নভেম্বরে শুটিং শুরু হয় এই ছবির । নানা কারণে পিছিয়েছে ছবির মুক্তি । এর পরেই করোনার হানা । ফলে ছবির মুক্তি পিছয় আরও । অবশেষে 2022-এর ফেব্রুয়ারিতে ছবির মুক্তির সম্ভাবনা বলে জানা গিয়েছে ।

এই ছবিতে দুই বয়সের কবির পত্নীরূপেই পাওয়া যাবে জয়া আহসানকে । 25 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার । ওইদিনই ছবি নিয়ে বিস্তারিত জানাবেন পরিচালক ৷ 'আভা ফিল্ম প্রোডাকশন্স'-এর ব্যানারে এই ছবির প্রযোজনায় রয়েছেন পবন কানোড়িয়া । তাঁর লেখা একটি বইও মুক্তি পাবে ওইদিন ।

আরও পড়ুন: Bengali film Kuler Achar: 5 বছর পর ফের বড় পর্দায় ইন্দ্রাণী, বিক্রমের নতুন জুটি মধুমিতা

কলকাতা, 24 ডিসেম্বর: ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের (Sayantan Mukherjee) ছবি 'ঝরা পালক' (Jhara Palak)। 25 ডিসেম্বর, বড়দিনে ছবি মুক্তির কথা ঘোষণা করবেন পরিচালক । ওইদিনই মুক্তি পাবে ছবির ট্রেলার । জানা গিয়েছে, আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) প্রদর্শিত হবে ‘ঝরা পালক’।

এই ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশ । কবির জীবনগাথা নিয়েই ছবির প্রেক্ষাপট । দুই বয়সের কবির চরিত্রে আছেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। কবির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে । এ ছাড়াও, অন্যান্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: Sushmita Sen love life : রোহমানই প্রথম নন, অতীতে বহুবার হৃদয় ভেঙেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর

2017 সালের নভেম্বরে শুটিং শুরু হয় এই ছবির । নানা কারণে পিছিয়েছে ছবির মুক্তি । এর পরেই করোনার হানা । ফলে ছবির মুক্তি পিছয় আরও । অবশেষে 2022-এর ফেব্রুয়ারিতে ছবির মুক্তির সম্ভাবনা বলে জানা গিয়েছে ।

এই ছবিতে দুই বয়সের কবির পত্নীরূপেই পাওয়া যাবে জয়া আহসানকে । 25 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার । ওইদিনই ছবি নিয়ে বিস্তারিত জানাবেন পরিচালক ৷ 'আভা ফিল্ম প্রোডাকশন্স'-এর ব্যানারে এই ছবির প্রযোজনায় রয়েছেন পবন কানোড়িয়া । তাঁর লেখা একটি বইও মুক্তি পাবে ওইদিন ।

আরও পড়ুন: Bengali film Kuler Achar: 5 বছর পর ফের বড় পর্দায় ইন্দ্রাণী, বিক্রমের নতুন জুটি মধুমিতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.