ETV ভারত : হাবুল কেমন ?
শাশ্বত : হাবুল ছেলেটি শ্মশানে ছবি তোলে । আজকালকার দিনে শ্মশানে ছবি তোলার পেশাটা অনেকটাই পিছিয়ে পড়েছে । বাড়ির লোকেরা নিজেরাই নিজেদের ফোনে ছবি তুলে নিচ্ছেন । ফলে রোজগার কমে যাচ্ছে এই মানুষগুলোর । এই পরিস্থিতিতে হাবুলের জীবনে প্রেম আসে । সেই চরিত্রটিতে শ্রাবন্তীকে দেখতে পাবেন দর্শক । এই প্রেম আসায় নিজের পেশা থেকে অনেকটা সরে যায় হাবুল । সারাদিন সে স্টুডিয়োর মধ্যে বন্দি হয়ে থাকে । বন্ধু-বান্ধবদের থেকেও নিজেকে সরিয়ে নেয় । সেখান থেকে বন্ধুদের মনে আগ্রহ তৈরি হয় । তারা খোঁজ নেওয়ার চেষ্টা করে মেয়েটিকে । তারা যত জানার চেষ্টা করে হাবুল মেয়েটিকে ততই লুকিয়ে রাখে । সেখান থেকেই একটা অদ্ভুত গন্ডগোলের সৃষ্টি হয় । নিজের প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য হাবুল কতটা মরিয়া, সেটা নিয়েই এই গল্প ।
শ্মশানে গিয়ে ছবি তুলছেন শাশ্বত, ব্যাপারটা কী ?
বব বিশ্বাস হোক কিংবা হাত কাটা কার্তিক, এই অভিনেতা স্ক্রিন জুড়ে ম্যাজিক তৈরি করেন । কে বলুন তো ? ঠিক ধরেছেন, শাশ্বত চ্যাটার্জি । আবারও তিনি জাদু করতে চলেছেন হাবুল রূপে, 'ছবিয়াল' ছবিতে । 11 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ছবিটি । তার আগে ETV ভারতের সঙ্গে আড্ডায় মাতলেন শাশ্বত ।
ETV ভারত : হাবুল কেমন ?
শাশ্বত : হাবুল ছেলেটি শ্মশানে ছবি তোলে । আজকালকার দিনে শ্মশানে ছবি তোলার পেশাটা অনেকটাই পিছিয়ে পড়েছে । বাড়ির লোকেরা নিজেরাই নিজেদের ফোনে ছবি তুলে নিচ্ছেন । ফলে রোজগার কমে যাচ্ছে এই মানুষগুলোর । এই পরিস্থিতিতে হাবুলের জীবনে প্রেম আসে । সেই চরিত্রটিতে শ্রাবন্তীকে দেখতে পাবেন দর্শক । এই প্রেম আসায় নিজের পেশা থেকে অনেকটা সরে যায় হাবুল । সারাদিন সে স্টুডিয়োর মধ্যে বন্দি হয়ে থাকে । বন্ধু-বান্ধবদের থেকেও নিজেকে সরিয়ে নেয় । সেখান থেকে বন্ধুদের মনে আগ্রহ তৈরি হয় । তারা খোঁজ নেওয়ার চেষ্টা করে মেয়েটিকে । তারা যত জানার চেষ্টা করে হাবুল মেয়েটিকে ততই লুকিয়ে রাখে । সেখান থেকেই একটা অদ্ভুত গন্ডগোলের সৃষ্টি হয় । নিজের প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য হাবুল কতটা মরিয়া, সেটা নিয়েই এই গল্প ।