ETV Bharat / sitara

'ব্যাড বয়'-র গুরুত্বপূর্ণ চরিত্রে শাশ্বত - saswata chatterjee

কমেডি কিংবা সিরিয়াস, সিরিয়াল কিলিং কিংবা রোমহর্ষক রোমাঞ্চ যে ধরনের চরিত্রেই একেবারে সাবলীল শাশ্বত । 24 জুলাই ডিজিটালে মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'। সেখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে । তারপর রাজকুমার সন্তোষির এই ছবিতে কাজ করেছেন তিনি ।

োে্
োে্
author img

By

Published : Jun 29, 2020, 9:38 PM IST

Updated : Jun 29, 2020, 9:53 PM IST

কলকাতা : 'আন্দাজ় আপনা আপনা', 'ঘাতক', 'লজ্জা', 'পুকার', 'আজব প্রেম কি গজব কাহানি' ছবির লেখক এবং পরিচালক রাজকুমার সন্তোষির পরবর্তী ছবি 'ব্যাড বয়'। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় । আর এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন মিঠুন পুত্র নামাশি ।

কমেডি কিংবা সিরিয়াস, সিরিয়াল কিলিং কিংবা রোমহর্ষক রোমাঞ্চ যে ধরনের চরিত্রেই একেবারে সাবলীল শাশ্বত । যেমন, 'কাহানি'-তে বব বিশ্বাসের চরিত্রটিকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছিলেন শাশ্বত । চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল, যে ওই চরিত্রটি নিয়ে এবার আলাদা করে একটি ছবিও তৈরি করা হচ্ছে । এছাড়া বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি । 24 জুলাই ডিজিটালে মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'। সেখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে । তারপর রাজকুমার সন্তোষির এই ছবিতে কাজ করেছেন তিনি ।

asd
.

চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ছিল 'ব্যাড বয়'। তবে লকডাউনের জেরে এ বছর ছবিটি মুক্তি পাবে কি না তা অবশ্য স্পষ্ট নয় । এই ছবি প্রসঙ্গে শাশ্বত বলেন, "এখানে প্রধান চরিত্র আমার এবং মিঠুনদার ছোটো ছেলে নামাশির । একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জনি লিভারও । রাজকুমার সান্তোষি একজন অত্যন্ত সুদক্ষ পরিচালক । কী ভালো ভালো হিট ছবি দিয়েছেন তিনি । 'ব্যাড বয়' একটি রোম্যান্টিক কমেডি । 'গোলমাল' ছবিতে উৎপল দত্তের মতো অভিনেতারা যেরকম ধাঁচের চরিত্রে অভিনয় করতেন, এই ছবিতে আমার চরিত্রটি অনেকটা সেরকম ।"

কলকাতা : 'আন্দাজ় আপনা আপনা', 'ঘাতক', 'লজ্জা', 'পুকার', 'আজব প্রেম কি গজব কাহানি' ছবির লেখক এবং পরিচালক রাজকুমার সন্তোষির পরবর্তী ছবি 'ব্যাড বয়'। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় । আর এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন মিঠুন পুত্র নামাশি ।

কমেডি কিংবা সিরিয়াস, সিরিয়াল কিলিং কিংবা রোমহর্ষক রোমাঞ্চ যে ধরনের চরিত্রেই একেবারে সাবলীল শাশ্বত । যেমন, 'কাহানি'-তে বব বিশ্বাসের চরিত্রটিকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছিলেন শাশ্বত । চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল, যে ওই চরিত্রটি নিয়ে এবার আলাদা করে একটি ছবিও তৈরি করা হচ্ছে । এছাড়া বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি । 24 জুলাই ডিজিটালে মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি 'দিল বেচারা'। সেখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে । তারপর রাজকুমার সন্তোষির এই ছবিতে কাজ করেছেন তিনি ।

asd
.

চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ছিল 'ব্যাড বয়'। তবে লকডাউনের জেরে এ বছর ছবিটি মুক্তি পাবে কি না তা অবশ্য স্পষ্ট নয় । এই ছবি প্রসঙ্গে শাশ্বত বলেন, "এখানে প্রধান চরিত্র আমার এবং মিঠুনদার ছোটো ছেলে নামাশির । একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জনি লিভারও । রাজকুমার সান্তোষি একজন অত্যন্ত সুদক্ষ পরিচালক । কী ভালো ভালো হিট ছবি দিয়েছেন তিনি । 'ব্যাড বয়' একটি রোম্যান্টিক কমেডি । 'গোলমাল' ছবিতে উৎপল দত্তের মতো অভিনেতারা যেরকম ধাঁচের চরিত্রে অভিনয় করতেন, এই ছবিতে আমার চরিত্রটি অনেকটা সেরকম ।"

Last Updated : Jun 29, 2020, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.