ETV Bharat / sitara

Sanya Malhotra Upcoming Film : আসন্ন ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে বলিসুন্দরী সানায়া - Sanya Malhotra To Play Cop in Kathal

নেটফ্লিক্সের নতুন ছবি 'কাঁঠাল'-এ কড়া পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন সানায়া মালহোত্রা (Sanya Malhotra To Play Cop in Kathal ) ৷ শনিবার সামনে এল তাঁর নতুন লুক ৷

Sanya Malhotra To Play Cop in Kathal
আসন্ন ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে বলি সুন্দরী সানায়া
author img

By

Published : Mar 5, 2022, 3:14 PM IST

মুম্বই, 5 মার্চ: নেটফ্লিক্সের নতুন ছবি 'কাঁঠাল'-এর জন্য় বেছে নেওয়া হয়েছে বলিসুন্দরী সানায়া মালহোত্রাকে ৷ শনিবার সানায়ার নতুন অবতারের ছবি প্রকাশ করে একথাই জানিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ ৷ একই সঙ্গে এই ছবির হাত ধরে পরিচালনায় অভিষেক করতে চলেছেন যশবর্ধন মিশ্রও ৷ বর্ষীয়ান লেখক আশিস মিশ্রর সঙ্গে ছবির কাহিনি রচনাতেও সঙ্গী হয়েছেন এই নবাগত পরিচালক ৷

ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন সানায়া (Sanya Malhotra To Play Cop in Kathal) ৷ ছোট্ট একটি শহরের কাহিনি উঠে আসতে চলেছে এই নতুন ছবিতে ৷ একজন রাজনীতিবিদ যাঁর একটি পুরস্কারের কাঁঠাল হারিয়ে গিয়েছে, তাঁকে ঘিরেই আবর্তিত হয় কাহিনি ৷ আর এই ঘটনার হাত ধরেই কাহিনিতে প্রবেশ করেন তরুণী পুলিশ অফিসার মহিমা মালহোত্রা ৷ তিনি এই উদ্ভট কেসটি হাতে তুলে নেন নিজেকে প্রমাণ করতে ৷ ছবিটি নেটফ্লিক্স, প্রযোজক গুনীত মঙ্গার শিখা এন্টারটেইনমেন্ট এবং বালাজি টেলিফিল্ম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মুক্তি পেতে চলেছে ।

আরও পড়ুন: সলমনের আঁকা ছবির একক প্রদর্শনী

গুনীত বলেন, " কাঁঠাল-এর লেখক যশবর্ধন এবং অশোক মিশ্র আমাদের জাদুবাস্তবতার দুনিয়ায় নিয়ে যান ৷ এই ছবিটি মুক্তি পাওয়ার জন্য় আমরা আর অপেক্ষা করতে পারছি না ৷ চাই যাতে সবাই তাড়াতাড়ি এটা উপভোগ করতে পারে ৷" একইসঙ্গে সানায়াকে নিয়েও তিনি খুবই আশাবাদী ৷ 'কাঁঠাল'-এ সানায়ার সঙ্গে পর্দায় দেখা যাবে অনন্ত যোশিকেও ৷ যিনি এর আগে তাঁর ভাস্কর ত্রিপাঠী চরিত্রটির জন্য় জনপ্রিয় হয়ে উঠেছেন ৷

মুম্বই, 5 মার্চ: নেটফ্লিক্সের নতুন ছবি 'কাঁঠাল'-এর জন্য় বেছে নেওয়া হয়েছে বলিসুন্দরী সানায়া মালহোত্রাকে ৷ শনিবার সানায়ার নতুন অবতারের ছবি প্রকাশ করে একথাই জানিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ ৷ একই সঙ্গে এই ছবির হাত ধরে পরিচালনায় অভিষেক করতে চলেছেন যশবর্ধন মিশ্রও ৷ বর্ষীয়ান লেখক আশিস মিশ্রর সঙ্গে ছবির কাহিনি রচনাতেও সঙ্গী হয়েছেন এই নবাগত পরিচালক ৷

ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন সানায়া (Sanya Malhotra To Play Cop in Kathal) ৷ ছোট্ট একটি শহরের কাহিনি উঠে আসতে চলেছে এই নতুন ছবিতে ৷ একজন রাজনীতিবিদ যাঁর একটি পুরস্কারের কাঁঠাল হারিয়ে গিয়েছে, তাঁকে ঘিরেই আবর্তিত হয় কাহিনি ৷ আর এই ঘটনার হাত ধরেই কাহিনিতে প্রবেশ করেন তরুণী পুলিশ অফিসার মহিমা মালহোত্রা ৷ তিনি এই উদ্ভট কেসটি হাতে তুলে নেন নিজেকে প্রমাণ করতে ৷ ছবিটি নেটফ্লিক্স, প্রযোজক গুনীত মঙ্গার শিখা এন্টারটেইনমেন্ট এবং বালাজি টেলিফিল্ম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মুক্তি পেতে চলেছে ।

আরও পড়ুন: সলমনের আঁকা ছবির একক প্রদর্শনী

গুনীত বলেন, " কাঁঠাল-এর লেখক যশবর্ধন এবং অশোক মিশ্র আমাদের জাদুবাস্তবতার দুনিয়ায় নিয়ে যান ৷ এই ছবিটি মুক্তি পাওয়ার জন্য় আমরা আর অপেক্ষা করতে পারছি না ৷ চাই যাতে সবাই তাড়াতাড়ি এটা উপভোগ করতে পারে ৷" একইসঙ্গে সানায়াকে নিয়েও তিনি খুবই আশাবাদী ৷ 'কাঁঠাল'-এ সানায়ার সঙ্গে পর্দায় দেখা যাবে অনন্ত যোশিকেও ৷ যিনি এর আগে তাঁর ভাস্কর ত্রিপাঠী চরিত্রটির জন্য় জনপ্রিয় হয়ে উঠেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.