কলকাতা : 10 জুন থেকে শুরু হচ্ছে সিরিয়াল, সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিং । লকডাউনের জেরে প্রায় 3 মাস বন্ধ ছিল স্টুডিয়ো । সেগুলি পরিষ্কার করে ফের সেখানে শুরু হবে শুটিং । আবারও টলিপাড়ায় শোনা যাবে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের শব্দ । নড়ে উঠবে ক্ল্যাপস্টিক । ব্যস্ত-সমস্ত হয়ে উঠবে বাংলার বিনোদন জগৎ । আজ ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল টলিপাড়ার স্টুডিয়োগুলোয় । স্যানিটাইজ়েশনের কাজ কেমন চলছে সেখানে ? তারই ছবি ধরা পড়ল ক্যামেরায় ।
নবীনা সিনেমা হল সংলগ্ন ভারত লক্ষ্মী স্টুডিয়ো । সেখানে দু'দিন আগেই স্যানিটাইজ়েশন শুরু হয়েছে । নিয়মিত চলছে ফ্লোর সাফাইয়ের কাজ । আর্ট ডিপার্টমেন্ট এখন থেকেই কাজে লেগে পড়েছে । পরিষ্কার করা হচ্ছে আর্টিস্টদের পোশাকও ।
তবে ইন্দ্রপুরী স্টুডিয়োর চিত্র ছিল অন্য । সেখানে বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না । সুরক্ষায় কথা ভেবেই হয়তো এই পদক্ষেপ । টেকনিশিয়ন স্টুডিয়োতেও একই চিত্র । NT1 স্টুডিয়োতে গিয়ে জানা গেল, সেখানে ধোয়া-মোছার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । কী কী পদ্ধতি মেনে স্বাস্থ্য সুরক্ষার দিকটা ভাবা হবে তাই নিয়ে যথেষ্ট তৎপর মালিকপক্ষ । তিনি নিজেই আমাদের ঘুরিয়ে দেখালেন স্টুডিয়ো । আমফানের জেরে ক্ষতিগ্রস্ত ওই স্টুডিয়ো । কলকাতার এই স্টুডিয়োতেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক গাছ । প্রচুর গাছও ভেঙে পড়েছে সেখানে । মেরামত চলছে সেটের ।