ETV Bharat / sitara

Sandhya Mukhopadhyay stable: সন্ধ্যা মুখোপাধ্যায় স্থিতিশীল, সকালে খেয়েছেন চা-বিস্কুট

author img

By

Published : Jan 28, 2022, 4:33 PM IST

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল (Sandhya Mukhopadhyay stable) ৷ তিনি সকালে চা-বিস্কুট খেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷

Sandhya Mukhopadhyay stable, takes tea biscuit in the morning
স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সকালে খেলেন চা-বিস্কুট

কলকাতা, 28 জানুয়ারি: আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay stable)। শুক্রবার সকালে হাসপাতালে চা-বিস্কুট খেয়েছেন তিনি ।

গতকাল গায়ে জ্বর, ফুসফুসের সংক্রমণ ও কোমরে চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay in hospital)। সেখানে করোনা পরীক্ষা করানো হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷ হার্টের অবস্থাও ভাল নয় শিল্পীর । এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

তবে সূত্রের মারফৎ জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি (Sandhya Mukhopadhyay health update) আপাতত স্থিতিশীল । গতকাল রাতের তুলনায় এখন ভাল আছেন তিনি । রক্ত পরীক্ষার রিপোর্টও ভাল । এখন গায়ে জ্বর নেই । তাপমাত্রার পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক হয়েছে । গতকাল রাতে রাইলস টিউবে করে খাওয়ানো হয় তাঁকে । তবে শুক্রবার সকালে সেই টিউব খুলে দেওয়া হয় । সকালে তিনি চা-বিস্কুট খেয়েছেন ।

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay : সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড, রয়েছেন অক্সিজেন সাপোর্টে

জেনারেল কোভিড বেডেই রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় । ফুসফুসে সংক্রমণ রয়েছে । লিভারেও এনজাইম তুলনামূলক ভাবে বেশি । দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন । দিনকয়েক আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পান শিল্পী । সেই চিকিৎসাও চলছে তাঁর ।

গীতশ্রী গুপ্ত নামে হাসপাতালে ভর্তি হয়েছেন শিল্পী । তাঁর স্বামী ছিলেন গীতিকার শ্যামল গুপ্ত । সেই পদবীতেই ভর্তি আছেন তিনি । গায়িকার দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন তাঁর অগণিত ভক্ত, পরিবার এবং পরিজনেরা । বৃহস্পতিবার এসএসকেএম-এ দাঁড়িয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন হিসেবে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : পদ্মশ্রী ফেরালেন সন্ধ্যা মুখোপাধ্যায়

কলকাতা, 28 জানুয়ারি: আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay stable)। শুক্রবার সকালে হাসপাতালে চা-বিস্কুট খেয়েছেন তিনি ।

গতকাল গায়ে জ্বর, ফুসফুসের সংক্রমণ ও কোমরে চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay in hospital)। সেখানে করোনা পরীক্ষা করানো হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷ হার্টের অবস্থাও ভাল নয় শিল্পীর । এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

তবে সূত্রের মারফৎ জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি (Sandhya Mukhopadhyay health update) আপাতত স্থিতিশীল । গতকাল রাতের তুলনায় এখন ভাল আছেন তিনি । রক্ত পরীক্ষার রিপোর্টও ভাল । এখন গায়ে জ্বর নেই । তাপমাত্রার পাশাপাশি রক্তচাপও স্বাভাবিক হয়েছে । গতকাল রাতে রাইলস টিউবে করে খাওয়ানো হয় তাঁকে । তবে শুক্রবার সকালে সেই টিউব খুলে দেওয়া হয় । সকালে তিনি চা-বিস্কুট খেয়েছেন ।

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay : সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড, রয়েছেন অক্সিজেন সাপোর্টে

জেনারেল কোভিড বেডেই রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় । ফুসফুসে সংক্রমণ রয়েছে । লিভারেও এনজাইম তুলনামূলক ভাবে বেশি । দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন । দিনকয়েক আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পান শিল্পী । সেই চিকিৎসাও চলছে তাঁর ।

গীতশ্রী গুপ্ত নামে হাসপাতালে ভর্তি হয়েছেন শিল্পী । তাঁর স্বামী ছিলেন গীতিকার শ্যামল গুপ্ত । সেই পদবীতেই ভর্তি আছেন তিনি । গায়িকার দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন তাঁর অগণিত ভক্ত, পরিবার এবং পরিজনেরা । বৃহস্পতিবার এসএসকেএম-এ দাঁড়িয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন হিসেবে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : পদ্মশ্রী ফেরালেন সন্ধ্যা মুখোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.