মুম্বই, 2 ফেব্রুয়ারি : গায়িকা, অভিনেত্রী তথা 'বিগ বস 13' জয়ী শেহনাজ গিল নিজের অদ্ভুত ব্য়ক্তিত্বের জন্যই জনপ্রিয় ৷ আর তাঁর প্রশ্নের কারণেই 'বিগ বস-15' এর ফাইনালে সামনে এল এক বড় খবর ৷ কয়েকদিন আগেই ভিকি কৌশলের হাত ধরেছেন বলি সুন্দরী ক্যাটরিনা কাইফ ৷ ক্যাটরিনার সঙ্গে সলমন খানের সম্পর্কের কথা সকলেই জানেন ৷ একসঙ্গে 'পার্টনার', 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া'-সহ একাধিক ছবিতে তো তাঁরা কাজ করেছেনই আগামিদিনেও আসতে চলেছে এই জুটির নতুন ছবি 'টাইগার 3' ৷ তবে পর্দার বাইরে যথেষ্ট ভাল সম্পর্ক ছিল ক্যাটরিনা এবং ভাইজানের ৷ অনেকের মতে, ডেটিংও করতেন তাঁরা ৷
এমতাবস্থায় বিগ বস-15 এর ফাইনালে পঞ্জাবের ক্যাটরিনা হিসাবে পরিচিত শেহনাজ বলেন, "আমি তো পঞ্জাবের ক্যাটরিনা থেকে ভারতের শেহনাজ গিল হয়ে গেলাম, কারণ ক্যাটরিনা কাইফই তো এখন পঞ্জাবের ক্যাটরিনা হয়ে গিয়েছেন ৷" এতে সলমন হাসতে থাকলে শেহনাজ আরও বলেন, "স্যর আপনি শুধু খুশি থাকুন ৷" সঙ্গে সঙ্গেই নিজেকে থামিয়ে ক্ষমাও চেয়ে নেন অভিনেত্রী ৷ তিনি বলেন, "সরি স্যর আমি কিছু বেশি বলে ফেললাম না তো ! তবে আপনাকে কিন্তু সিঙ্গলই বেশি ভাল লাগে ৷"
আরও পড়ুন: নিজের ক্ষমতায় জিতেছি, বিগ বস জয় নিয়ে মুখ খুললেন তেজস্বী
এরপরেই সকলকে চমকে দিয়ে চমকে বলিউডের ভাইজান বলেন, "যখন হয়ে যাব তখন আরও ভাল লাগবে ৷" অর্থাৎ তিনি যে আর সিঙ্গল নেই তা একপ্রকার জানিয়েই দেন তিনি (Salman Khan on his relationship status ) ৷ শেহনাজ অবশ্য় প্রশ্ন করেছিলেন কিন্তু কোনও সম্পর্কে জড়িয়ে রয়েছেন কি না, তা নিয়ে খুলে কিছুই বলেননি ভাইজান ৷ বরং তাঁর পরিচিত হাসি দিয়েই এড়িয়ে গেছেন সমস্তটা ৷ তবে কানাঘুষো শোনা যায়, রোমানিয়ান অভিনেত্রী ইউলিয়া ভান্টুরের সঙ্গে ডেটিং চলছে সলমনের ৷ অনেকের মতে এবার সেই খবরেই এবার হয়তো সিলমোহর পড়ল ৷