ETV Bharat / sitara

রাধে নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সলমান, নোটিস পেলেন কেআরকে

ভিডিয়োতে কুম্ভীরাশ্রু ঝরিয়ে অভিনেতা বলেন, “আমার ভয় করছে বিরতির পর আবার থিয়েটারের ভেতরে ঢুকতে হবে। আমার মাথা পুরো ঘুরে গেছে।“ এরপর ছবিটি দেখা হয়ে গেলে কেআরকে টুইটে করেন, “ছবির রিভিউ দিতে গেলে আমার মাথা ব্যথার ওষুধ ও অন্তত 2-3 ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।“

রাধে নিয়ে মন্তব্যে ক্ষু্ব্ধ সলমান, নোটিস পেলেন কেআরকে
রাধে নিয়ে মন্তব্যে ক্ষু্ব্ধ সলমান, নোটিস পেলেন কেআরকে
author img

By

Published : May 27, 2021, 10:27 AM IST

মুম্বই, 27 মে : “সলমানের কেরিয়ার নষ্ট করতে আমি এখানে আসিনি।” মানহানির নোটিস পেয়ে টুইটারে মুখ খুললেন অভিনেতা কামাল রশিদ খান । চলতি মাসের শুরুতে সলমান খানের রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাইয়ের সমালোচনা করে একটি ভিডিয়ো প্রকাশ করেন কেআরকে। দুবাইয়ের একটি সিনেমা হলে রাধের প্রথম পর্বে পর বিরতির সময় এটি শুট করছেন বলে ভিডিয়োতে জানান তিনি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভিডিয়োতে কুম্ভীরাশ্রু ঝরিয়ে অভিনেতা বলেন, “আমার ভয় করছে বিরতির পর আবার থিয়েটারের ভেতরে ঢুকতে হবে। আমার মাথা পুরো ঘুরে গেছে।“ এরপর ছবিটি দেখা হয়ে গেলে কেআরকে টুইটে করেন, “ছবির রিভিউ দিতে গেলে আমার মাথা ব্যথার ওষুধ ও অন্তত 2-3 ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।“

রাধে নিয়ে এইধরনের নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ সলমান মানহানির মামলা করেন কেআরকের বিরুদ্ধে । এই নিয়ে তাঁকে নোটিস পাঠানো হলে সেই নোটিসের কপি টুইটার শেয়ার করেন কামাল।

তবে সলমানের আইনি নোটিসও দমাতে পারেনি তাঁকে, মানহানির নোটিসের জবাবে তিনি বলেন, “ এই আইনি নোটিস আপনার হতাশা ও নিরাশার প্রমাণ। আমি আমার অনুগামীদের জন্য ছবির সমালোচনা করি এবং নিজের কাজ করি। আমাকে বাধা দেওয়ার বদলে আপনার উচিত ভাল ছবি তৈরি করা। আমি সত্যের জন্য লড়াই চালিয়ে যাব। এই মামলাটির জন্য ধন্যবাদ।"

  • Dear #Salmankhan Ye defamation case Aapki Hataasha Aur Niraasha Ka Saboot Hai. I am giving review for my followers and doing my job. You should make better films instead of stopping me from reviewing your films. Main Sacchi Ke Liye Ladta Rahunga! Thank you for the case. 🙏🌹 pic.twitter.com/iwYis64rLd

    — KRK (@kamaalrkhan) May 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এখানেই শেষ নয়। প্রথম টুইটের পর ফের সলমানকে খোঁচা দিয়ে টুইট করেন কামাল। লেখেন, “আমি অনেকবার বলেছি কোনও পরিচালক বা অভিনেতা তাঁদের ছবি প্রসঙ্গে আমায় বলতে মানা করলে, আমি তা করি না। আর রাধে নিয়ে যখন সলমান খান মানহানির নোটিস পাঠালেন তখন বুঝতে পারছি আমার সমালোচনায় খুবই প্রভাবিত হয়েছেন তিনি। তাই সলমানের ছবির সমালোচনা আমি আর করব না। এটাই আমার শেষ ভিডিয়ো।

আরও পড়ুন : তোমাদের সমস্যায় পড়তে হবে, রাধে নিয়ে পাইরেটেড সাইটদের হুমকি সলমনের

প্রত্যেক বছরই ইদে ভক্তদের তাঁর নতুন ছবি উপহার দেন সলমান। গত বার করোনা মহামারিতে তা সম্ভব হয়নি। পিছিয়ে যায় রাধের মুক্তির দিন। তাই এবছর রাধের মুক্তি নিয়ে ফ্যানেদের মধ্যে উৎসাহ ছিল দ্বিগুণ। এই ইদে ভারত সহ বিশ্বের চল্লিশটি দেশে মু্ক্তি পায় রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই।

আরও পড়ুন : বিবর্ণ বলিউডে কি রং ফেরাবে সলমানের রাধে?

কিন্তু দর্শকদের মন পেতে ব্যর্থ হন সলমান ও তাঁর ছবি রাধে। প্রথমবার ভারতে পে পার ভিউ মডেলে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পায় রাধে। তাই ওটিটি প্ল্যাটফর্মের সাবক্রিপশন থাকলেও শুধুমাত্র রাধে দেখার জন্য 249 টাকা খরচ করতে হয় ব্যবহারকারীদের। এর বিনিময়ে, বিনোদনের বদলে নাকি বস্তা পচা গল্প, সলমানের অভিনয়, সংলাপ সবকিছুই হতাশ করেছে বলে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অনেকেই।

মুম্বই, 27 মে : “সলমানের কেরিয়ার নষ্ট করতে আমি এখানে আসিনি।” মানহানির নোটিস পেয়ে টুইটারে মুখ খুললেন অভিনেতা কামাল রশিদ খান । চলতি মাসের শুরুতে সলমান খানের রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাইয়ের সমালোচনা করে একটি ভিডিয়ো প্রকাশ করেন কেআরকে। দুবাইয়ের একটি সিনেমা হলে রাধের প্রথম পর্বে পর বিরতির সময় এটি শুট করছেন বলে ভিডিয়োতে জানান তিনি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভিডিয়োতে কুম্ভীরাশ্রু ঝরিয়ে অভিনেতা বলেন, “আমার ভয় করছে বিরতির পর আবার থিয়েটারের ভেতরে ঢুকতে হবে। আমার মাথা পুরো ঘুরে গেছে।“ এরপর ছবিটি দেখা হয়ে গেলে কেআরকে টুইটে করেন, “ছবির রিভিউ দিতে গেলে আমার মাথা ব্যথার ওষুধ ও অন্তত 2-3 ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।“

রাধে নিয়ে এইধরনের নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ সলমান মানহানির মামলা করেন কেআরকের বিরুদ্ধে । এই নিয়ে তাঁকে নোটিস পাঠানো হলে সেই নোটিসের কপি টুইটার শেয়ার করেন কামাল।

তবে সলমানের আইনি নোটিসও দমাতে পারেনি তাঁকে, মানহানির নোটিসের জবাবে তিনি বলেন, “ এই আইনি নোটিস আপনার হতাশা ও নিরাশার প্রমাণ। আমি আমার অনুগামীদের জন্য ছবির সমালোচনা করি এবং নিজের কাজ করি। আমাকে বাধা দেওয়ার বদলে আপনার উচিত ভাল ছবি তৈরি করা। আমি সত্যের জন্য লড়াই চালিয়ে যাব। এই মামলাটির জন্য ধন্যবাদ।"

  • Dear #Salmankhan Ye defamation case Aapki Hataasha Aur Niraasha Ka Saboot Hai. I am giving review for my followers and doing my job. You should make better films instead of stopping me from reviewing your films. Main Sacchi Ke Liye Ladta Rahunga! Thank you for the case. 🙏🌹 pic.twitter.com/iwYis64rLd

    — KRK (@kamaalrkhan) May 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এখানেই শেষ নয়। প্রথম টুইটের পর ফের সলমানকে খোঁচা দিয়ে টুইট করেন কামাল। লেখেন, “আমি অনেকবার বলেছি কোনও পরিচালক বা অভিনেতা তাঁদের ছবি প্রসঙ্গে আমায় বলতে মানা করলে, আমি তা করি না। আর রাধে নিয়ে যখন সলমান খান মানহানির নোটিস পাঠালেন তখন বুঝতে পারছি আমার সমালোচনায় খুবই প্রভাবিত হয়েছেন তিনি। তাই সলমানের ছবির সমালোচনা আমি আর করব না। এটাই আমার শেষ ভিডিয়ো।

আরও পড়ুন : তোমাদের সমস্যায় পড়তে হবে, রাধে নিয়ে পাইরেটেড সাইটদের হুমকি সলমনের

প্রত্যেক বছরই ইদে ভক্তদের তাঁর নতুন ছবি উপহার দেন সলমান। গত বার করোনা মহামারিতে তা সম্ভব হয়নি। পিছিয়ে যায় রাধের মুক্তির দিন। তাই এবছর রাধের মুক্তি নিয়ে ফ্যানেদের মধ্যে উৎসাহ ছিল দ্বিগুণ। এই ইদে ভারত সহ বিশ্বের চল্লিশটি দেশে মু্ক্তি পায় রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই।

আরও পড়ুন : বিবর্ণ বলিউডে কি রং ফেরাবে সলমানের রাধে?

কিন্তু দর্শকদের মন পেতে ব্যর্থ হন সলমান ও তাঁর ছবি রাধে। প্রথমবার ভারতে পে পার ভিউ মডেলে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পায় রাধে। তাই ওটিটি প্ল্যাটফর্মের সাবক্রিপশন থাকলেও শুধুমাত্র রাধে দেখার জন্য 249 টাকা খরচ করতে হয় ব্যবহারকারীদের। এর বিনিময়ে, বিনোদনের বদলে নাকি বস্তা পচা গল্প, সলমানের অভিনয়, সংলাপ সবকিছুই হতাশ করেছে বলে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অনেকেই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.