ETV Bharat / sitara

Sabyasachi's Mangalsutra Ad: এটা কি অন্তর্বাসের বিজ্ঞাপন ? সব্যসাচীর মঙ্গলসূত্রের প্রচারে রুষ্ট নেটিজেনরা

এটা কি অন্তর্বাসের বা কন্ডোমের বিজ্ঞাপন ? মঙ্গলসূত্রের প্রচারে (Mangalsutra Ad) ব্যবহৃত ছবির জন্য নেটিজেনদের এই প্রশ্নের মুখে পড়লেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) ৷

Sabyasachi trolled for viral mangalsutra ad, Is it a lingerie ad, asks netizen
এটা কি অন্তর্বাসের বিজ্ঞাপন ? সব্যসাচীর মঙ্গলসূত্রের প্রচারে রুষ্ট নেটিজেনরা
author img

By

Published : Oct 28, 2021, 7:26 PM IST

কলকাতা, 28 অক্টোবর : একটি বিজ্ঞাপনের জন্য সোশ্যাল মিডিয়ার রোষের মুখে পড়লেন প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) ৷ তাঁর নকশা করা গয়নার প্রচারে তিনি যে ছবি ব্যবহার করেছেন, তা নিয়েই আপত্তি নেট নাগরিকদের ৷ সেই ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে ৷ উঠেছে নিন্দার ঝড় ৷

কী নিয়ে বিতর্ক ?

বিতর্কের সূত্রপাত সব্যসাচী মুখোপাধ্যায়ের নয়া কালেকশন ইন্টিমেট ফাইন জুয়েলারি নিয়ে ৷ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ব্র্যান্ডের নতুন মঙ্গলসূত্রের প্রচারে (Mangalsutra Ad) কয়েকটি ছবি পোস্ট করেছেন এই ডিজাইনার ৷ সেই ছবিতে দ্য রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র পরে পোজ দিয়েছেন সমকামী ও বিষমকামী যুগলেরা ৷ তবে মডেলরা যে পোশাক পরেছেন তারই সমালোচনায় মুখর হয়েছেন নেট নাগরিকরা ৷ মঙ্গলসূত্রের প্রচারে যে মডেলদের ব্যবহার করা হয়েছে, তাঁদের অন্তর্বাস পরা ছবি নিয়েই আপত্তি ৷ একে অশ্লীল বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে ৷ কেউ লিখেছেন, "আপনি ঠিক কোন জিনিসটার বিজ্ঞাপন দিচ্ছেন ?" অনেকে আবার অভিযোগ করেছেন যে, মঙ্গলসূত্রের এমন বিজ্ঞাপন দিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ একজন লিখেছেন,"এটা লজ্জাজনক ৷ নগ্ন ও অশ্লীল কনটেন্টের মাধ্যমে প্রচার চালিয়ে আপনি মঙ্গলসূত্রের বিজ্ঞাপন করছেন ৷ এটা ইচ্ছেকৃত ভাবে হিন্দু ভাবাবেগে আঘাত ৷ অবিলম্বে এটা মুছে ফেলুন ৷"

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

আবার একজন লিখেছেন, "সত্যিই সব্যসাচী ? আজকাল আপনার কী হয়েছে ? এ ভাবে কেউ মঙ্গলসূত্র বিক্রি করে ? আপনার সাহস থাকলে এভাবে বোরখা বা তাবিজ বিক্রি করে দেখান ?"

একজন আবার কটাক্ষ করে লিখেছেন, "না, এটা অন্তর্বাস বা কন্ডোমের বিজ্ঞাপন নয় ৷ এটা সব্যসাচীর মঙ্গলসূত্র ৷ অতি আধুনিক সব্যসাচী এতটাই সৃজনশীল যে তাঁকে তাঁর মঙ্গলসূত্রের বিজ্ঞাপনের জন্য অর্ধনগ্ন মডেলদের ব্যবহার করতে হচ্ছে ৷"

আরও পড়ুন: Alia Ranbir Marriage : ডিসেম্বরেই বিয়ে আলিয়া-রণবীরের ? বিরুষ্কার পথে ডেস্টিনেশন ইতালি ?

যদিও এ বিষয়ে সব্যসাচীর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন: Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

কলকাতা, 28 অক্টোবর : একটি বিজ্ঞাপনের জন্য সোশ্যাল মিডিয়ার রোষের মুখে পড়লেন প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee) ৷ তাঁর নকশা করা গয়নার প্রচারে তিনি যে ছবি ব্যবহার করেছেন, তা নিয়েই আপত্তি নেট নাগরিকদের ৷ সেই ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে ৷ উঠেছে নিন্দার ঝড় ৷

কী নিয়ে বিতর্ক ?

বিতর্কের সূত্রপাত সব্যসাচী মুখোপাধ্যায়ের নয়া কালেকশন ইন্টিমেট ফাইন জুয়েলারি নিয়ে ৷ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ব্র্যান্ডের নতুন মঙ্গলসূত্রের প্রচারে (Mangalsutra Ad) কয়েকটি ছবি পোস্ট করেছেন এই ডিজাইনার ৷ সেই ছবিতে দ্য রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র পরে পোজ দিয়েছেন সমকামী ও বিষমকামী যুগলেরা ৷ তবে মডেলরা যে পোশাক পরেছেন তারই সমালোচনায় মুখর হয়েছেন নেট নাগরিকরা ৷ মঙ্গলসূত্রের প্রচারে যে মডেলদের ব্যবহার করা হয়েছে, তাঁদের অন্তর্বাস পরা ছবি নিয়েই আপত্তি ৷ একে অশ্লীল বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে ৷ কেউ লিখেছেন, "আপনি ঠিক কোন জিনিসটার বিজ্ঞাপন দিচ্ছেন ?" অনেকে আবার অভিযোগ করেছেন যে, মঙ্গলসূত্রের এমন বিজ্ঞাপন দিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ একজন লিখেছেন,"এটা লজ্জাজনক ৷ নগ্ন ও অশ্লীল কনটেন্টের মাধ্যমে প্রচার চালিয়ে আপনি মঙ্গলসূত্রের বিজ্ঞাপন করছেন ৷ এটা ইচ্ছেকৃত ভাবে হিন্দু ভাবাবেগে আঘাত ৷ অবিলম্বে এটা মুছে ফেলুন ৷"

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

আবার একজন লিখেছেন, "সত্যিই সব্যসাচী ? আজকাল আপনার কী হয়েছে ? এ ভাবে কেউ মঙ্গলসূত্র বিক্রি করে ? আপনার সাহস থাকলে এভাবে বোরখা বা তাবিজ বিক্রি করে দেখান ?"

একজন আবার কটাক্ষ করে লিখেছেন, "না, এটা অন্তর্বাস বা কন্ডোমের বিজ্ঞাপন নয় ৷ এটা সব্যসাচীর মঙ্গলসূত্র ৷ অতি আধুনিক সব্যসাচী এতটাই সৃজনশীল যে তাঁকে তাঁর মঙ্গলসূত্রের বিজ্ঞাপনের জন্য অর্ধনগ্ন মডেলদের ব্যবহার করতে হচ্ছে ৷"

আরও পড়ুন: Alia Ranbir Marriage : ডিসেম্বরেই বিয়ে আলিয়া-রণবীরের ? বিরুষ্কার পথে ডেস্টিনেশন ইতালি ?

যদিও এ বিষয়ে সব্যসাচীর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন: Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.