ETV Bharat / sitara

Bachchan Pandey Song Release : মুক্তি পেল অক্ষয়ের 'বচ্চন পান্ডে'-র নতুন গান ‘সারে বোলো বেওয়াফা’ - Saare Bolo Bewafa Song Releases

ইতিমধ্য়েই সামনে এসেছে অক্ষয়ের নতুন ছবি 'বচ্চন পান্ডে'-র দুটি গান 'মার খায়েগা' এবং 'মেরি জান মেরি' ৷ এবার মুক্তি পেল ছবির আরেকটি নতুন গান ‘সারে বোলো বেওয়াফা’ (Saare Bolo Bewafa Song Releases) ৷

Bachchan Pandey Song Release
মুক্তি পেল অক্ষয়ের 'বচ্চন পাণ্ডে'-র নতুন গান ‘সারে বোলো বেওয়াফা’
author img

By

Published : Mar 7, 2022, 1:36 PM IST

হায়দরাবাদ, 7 মার্চ : বাকি আর মাত্র 11 দিন, 18 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বক্স অফিসের খিলাড়ি কুমারের নতুন ছবি 'বচ্চন পান্ডে'৷ ইতিমধ্য়েই সামনে এসেছে ছবির ট্রেলার এবং দুটি গান 'মার খায়েগা' এবং 'মেরি জান মেরি' ৷ এবার মুক্তি পেল ছবির আরেকটি নতুন গান ৷ ‘সারে বোলো বেওয়াফা’ এই গানটিতে গলা দিয়েছেন বিপ্রাক এবং এটি রচনা করেছেন জনি (Saare Bolo Bewafa Song Releases) ৷ অক্ষয়ের নতুন ছবির আগের দু‘টি গানও যথেষ্ট সাড়া ফেলেছিল ৷ একইভাবে মন মাতাল ‘সারে বোলো বেওয়াফা’-ও ৷

ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। 'বচ্চন পান্ডে' ছবিটি তামিল ছবি 'জিগারথান্ডা'-এর হিন্দি রিমেক। এই ছবিটি অবশ্য় আগে কোরিয়ান ভাষায়ও তৈরি হয়েছে ৷ ছবিটির নাম ছিল 'ডার্টি কার্নিভাল'৷ হোলির দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷ ছবিতে একজন গ্য়াংস্টারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে ৷ এছাড়াও ছবিতে থাকছেন পঙ্কজ ত্রিপাঠী, আরশাদ ওয়ারশি, সঞ্জয় মিশ্র, জ্যাকলিন ফার্নান্ডেজের মত অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন : এবার সাবাকে ‘অসামান্য মানুষ’-এর তকমা দিয়ে জল্পনা বাড়ালেন হৃতিক

'মার খায়েগা'-এর মতই ‘সারে বোলো বেওয়াফা’ গানেও ধরা পড়েছে ছবির হালকা চালটি ৷ এটিও আদ্যপ্রান্ত একটি নাচের গান ৷ হোলির দিনে কিন্তু পা নেচে উঠতেই পারে এই গানের তালে তালে ৷ 'বচ্চন পান্ডে'র পর বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে অক্ষয়কে ৷ এর মধ্য়ে রয়েছে 'রক্ষাবন্ধন', 'পৃথ্বীরাজ', 'গোর্খা', 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ', 'রাম সেতু', 'ওহ মাই গড 2', 'মিশন সিন্ডারেলা'-এর মতো ছবিগুলি ৷

হায়দরাবাদ, 7 মার্চ : বাকি আর মাত্র 11 দিন, 18 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বক্স অফিসের খিলাড়ি কুমারের নতুন ছবি 'বচ্চন পান্ডে'৷ ইতিমধ্য়েই সামনে এসেছে ছবির ট্রেলার এবং দুটি গান 'মার খায়েগা' এবং 'মেরি জান মেরি' ৷ এবার মুক্তি পেল ছবির আরেকটি নতুন গান ৷ ‘সারে বোলো বেওয়াফা’ এই গানটিতে গলা দিয়েছেন বিপ্রাক এবং এটি রচনা করেছেন জনি (Saare Bolo Bewafa Song Releases) ৷ অক্ষয়ের নতুন ছবির আগের দু‘টি গানও যথেষ্ট সাড়া ফেলেছিল ৷ একইভাবে মন মাতাল ‘সারে বোলো বেওয়াফা’-ও ৷

ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। 'বচ্চন পান্ডে' ছবিটি তামিল ছবি 'জিগারথান্ডা'-এর হিন্দি রিমেক। এই ছবিটি অবশ্য় আগে কোরিয়ান ভাষায়ও তৈরি হয়েছে ৷ ছবিটির নাম ছিল 'ডার্টি কার্নিভাল'৷ হোলির দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷ ছবিতে একজন গ্য়াংস্টারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে ৷ এছাড়াও ছবিতে থাকছেন পঙ্কজ ত্রিপাঠী, আরশাদ ওয়ারশি, সঞ্জয় মিশ্র, জ্যাকলিন ফার্নান্ডেজের মত অভিনেতা-অভিনেত্রীরা ৷

আরও পড়ুন : এবার সাবাকে ‘অসামান্য মানুষ’-এর তকমা দিয়ে জল্পনা বাড়ালেন হৃতিক

'মার খায়েগা'-এর মতই ‘সারে বোলো বেওয়াফা’ গানেও ধরা পড়েছে ছবির হালকা চালটি ৷ এটিও আদ্যপ্রান্ত একটি নাচের গান ৷ হোলির দিনে কিন্তু পা নেচে উঠতেই পারে এই গানের তালে তালে ৷ 'বচ্চন পান্ডে'র পর বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে অক্ষয়কে ৷ এর মধ্য়ে রয়েছে 'রক্ষাবন্ধন', 'পৃথ্বীরাজ', 'গোর্খা', 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ', 'রাম সেতু', 'ওহ মাই গড 2', 'মিশন সিন্ডারেলা'-এর মতো ছবিগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.