ETV Bharat / sitara

Nitishastra: চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

চারটি ছোটগল্প নিয়ে অরুণাভ খাসনবিশ তৈরি করছেন নীতিশাস্ত্র ৷ এই ছবিতে দেখা যাবে ইমন চক্রবর্তী (Iman Chakraborty), মিথিলা (Rafiath Rashid Mithila) ও ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee) ৷

author img

By

Published : Sep 10, 2021, 4:35 PM IST

Rwitobroto Mukherjee, Mithila and Iman Chakraborty is in arunava khasnobis's nitishastra
চারটি ছোটগল্পের সমষ্টি নীতিশাস্ত্র, থাকছেন ইমন-মিথিলা-ঋতব্রত

কলকাতা, 10 সেপ্টেম্বর: চারটি ছোট ছোট গল্পের সমষ্টিতে অরুণাভ খাসনবিশের পরিচালনায় তৈরি হচ্ছে বাংলা ছবি 'নীতিশাস্ত্র'। দুরন্ত স্টার কাস্ট নিয়ে আসছে এই ছবি । থাকছেন ইমন চক্রবর্তী, মিথিলা ও ঋতব্রত মুখোপাধ্যায় ৷

'মোক্ষ' নামক গল্পে অভিনয় করছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং বিদীপ্তা চক্রবর্তী । ইমন এর আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন । করেছেন শর্ট ফিল্মও । তবে এ বার বড়পর্দায় বড় ভূমিকায় দেখা যাবে তাঁকে । ইমনের অভিনয়ের প্রতি শখ অনেকদিন থেকেই। অফারও আসে তাঁর কাছে । পছন্দের চরিত্র না-পাওয়ায় এতদিন সে ভাবে পা বাড়াননি । এ বার হতে চলেছে তাঁর সাধপূরণ । শুভেচ্ছা জানানোয় সময়ই বোঝা গেল তিনি আপ্লুত ৷ তবে চরিত্র প্রসঙ্গে এখনই কিছু বলতে না-চাইলেও পরে এ বিষয়ে সবিস্তার জানাবেন বলে জানিয়েছেন ।

দ্বিতীয় গল্পটি হল 'ধী'৷ এই গল্পে ডাক্তারের ভূমিকায় অভিনয় করবেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। তাঁর সঙ্গে থাকবেন বাসবদত্তা চট্টোপাধ্যায় । একজন ডাক্তার আর আরেকজন রোগীর মধ্যের দ্বন্দ্ব এই গল্পের অঙ্গ ।

আরও পড়ুন: Sreelekha Mitra: ভেনিসের রেড কার্পেটে শাড়িতে মোহময়ী শ্রীলেখা

তৃতীয় গল্প 'বাৎসল্য' গল্পে পিতা-পুত্র জুটি শান্তিলাল মুখোপাধ্যায় এবং ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee) দেখা যাবে । এর আগে 'গোয়েন্দা জুনিয়র' এবং 'জেনারেশন আমি'-তে একসঙ্গে কাজ করেছেন পিতা-পুত্র ৷ 'নীতিশাস্ত্র'-তে বাবা ও ছেলের চরিত্রের মধ্যে একটা টানাপোড়েন রয়েছে । আর সেটাই ঋতব্রতকে এই কাজে উৎসাহ জুগিয়েছে । আর চতুর্থ গল্প 'অস্তিত্ব'-এ রয়েছেন রজতাভ দত্ত ।

আরও পড়ুন: Ritwick Ditipriya: ওয়েবে যাত্রা শুরু ঋত্বিকের, জুটি বাঁধছেন দিতিপ্রিয়া

মুখার্জি ফিল্মস-এর ব্যানারে 'নীতিশাস্ত্র' ছবির 'বাৎসল্য' গল্পের শুটিং হবে বোলপুরে । বাকি সবক'টির শ্যুটিং হবে কলকাতায় । পরিচালক অরুণাভ খাসনবিশ বিগত 13 বছর ধরে নানা ভাবে জড়িত ইন্ডাস্ট্রির সঙ্গে । পরমব্রত চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি । এ বার তাঁর হাত ধরে নীতিশাস্ত্রের পাঠ নেবেন দর্শকরা ৷

আরও পড়ুন: Koneenica Banerjee: সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা

কলকাতা, 10 সেপ্টেম্বর: চারটি ছোট ছোট গল্পের সমষ্টিতে অরুণাভ খাসনবিশের পরিচালনায় তৈরি হচ্ছে বাংলা ছবি 'নীতিশাস্ত্র'। দুরন্ত স্টার কাস্ট নিয়ে আসছে এই ছবি । থাকছেন ইমন চক্রবর্তী, মিথিলা ও ঋতব্রত মুখোপাধ্যায় ৷

'মোক্ষ' নামক গল্পে অভিনয় করছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং বিদীপ্তা চক্রবর্তী । ইমন এর আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন । করেছেন শর্ট ফিল্মও । তবে এ বার বড়পর্দায় বড় ভূমিকায় দেখা যাবে তাঁকে । ইমনের অভিনয়ের প্রতি শখ অনেকদিন থেকেই। অফারও আসে তাঁর কাছে । পছন্দের চরিত্র না-পাওয়ায় এতদিন সে ভাবে পা বাড়াননি । এ বার হতে চলেছে তাঁর সাধপূরণ । শুভেচ্ছা জানানোয় সময়ই বোঝা গেল তিনি আপ্লুত ৷ তবে চরিত্র প্রসঙ্গে এখনই কিছু বলতে না-চাইলেও পরে এ বিষয়ে সবিস্তার জানাবেন বলে জানিয়েছেন ।

দ্বিতীয় গল্পটি হল 'ধী'৷ এই গল্পে ডাক্তারের ভূমিকায় অভিনয় করবেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। তাঁর সঙ্গে থাকবেন বাসবদত্তা চট্টোপাধ্যায় । একজন ডাক্তার আর আরেকজন রোগীর মধ্যের দ্বন্দ্ব এই গল্পের অঙ্গ ।

আরও পড়ুন: Sreelekha Mitra: ভেনিসের রেড কার্পেটে শাড়িতে মোহময়ী শ্রীলেখা

তৃতীয় গল্প 'বাৎসল্য' গল্পে পিতা-পুত্র জুটি শান্তিলাল মুখোপাধ্যায় এবং ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee) দেখা যাবে । এর আগে 'গোয়েন্দা জুনিয়র' এবং 'জেনারেশন আমি'-তে একসঙ্গে কাজ করেছেন পিতা-পুত্র ৷ 'নীতিশাস্ত্র'-তে বাবা ও ছেলের চরিত্রের মধ্যে একটা টানাপোড়েন রয়েছে । আর সেটাই ঋতব্রতকে এই কাজে উৎসাহ জুগিয়েছে । আর চতুর্থ গল্প 'অস্তিত্ব'-এ রয়েছেন রজতাভ দত্ত ।

আরও পড়ুন: Ritwick Ditipriya: ওয়েবে যাত্রা শুরু ঋত্বিকের, জুটি বাঁধছেন দিতিপ্রিয়া

মুখার্জি ফিল্মস-এর ব্যানারে 'নীতিশাস্ত্র' ছবির 'বাৎসল্য' গল্পের শুটিং হবে বোলপুরে । বাকি সবক'টির শ্যুটিং হবে কলকাতায় । পরিচালক অরুণাভ খাসনবিশ বিগত 13 বছর ধরে নানা ভাবে জড়িত ইন্ডাস্ট্রির সঙ্গে । পরমব্রত চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি । এ বার তাঁর হাত ধরে নীতিশাস্ত্রের পাঠ নেবেন দর্শকরা ৷

আরও পড়ুন: Koneenica Banerjee: সর্বজয়াকে টেক্কা দেবে সহচরী ? আশায় দেবশ্রীভক্ত কণীনিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.