কলকাতা : যুক্তিবাদী, ছটফটে, সৃষ্টিশীলতায় ভরা ছেলেটার নাম ঋতব্রত মুখোপাধ্যায় । বাংলা সিনেমার ভবিষ্যৎ যে অন্ধকার নয় তার প্রমাণ ঋতব্রতর মতো পরবর্তী প্রজন্মের অভিনেতারা । অবশ্য তাঁকে ঠিক পরবর্তী প্রজন্মের অভিনেতা বলা যায় না । এরই মধ্যে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করে ফেলেছেন ।
সিনেমা, ওয়েব সিরিজ়ের পর এবার মিউজ়িক ভিডিয়োতে দেখা যাবে ঋতব্রতকে । এই সুখবরটি তিনিই দিলেন সোশাল মিডিয়ায় । 'একা মন' নামে সেই মিউজ়িক ভিডিয়ো নিয়ে দর্শকের সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত অভিনেতাও ।
এই দিওয়ালিতে আসছে 'একা মন' । গঙ্গার ধারে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন ঋতব্রত । এর থেকে বেশি ডিটেল দেননি তিনি ।
দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সৌকর্য ঘোষাল পরিচালিত 'রক্তরহস্য' ছবিটি মুক্তি পেয়েছে পুজোর সময় । সিনেমা হলে মুক্তি পাওয়া প্রথম বাংলা ছবিগুলির মধ্যে এই ছবি অন্যতম । সেখানে কোয়েল মল্লিকের ভাইয়ের চরিত্রে দেখা গেছে ঋতব্রতকে ।
এছাড়াও তাঁকে দেখা গেছে 'উৎসবের পরে' নামে এক ওয়েব সিরিজ়ে । আড্ডাটাইমসে এখন স্ট্রিম করছে এই সিরিজ় । আরও না জানি কত চমক দেবেন অভিনেতা ! প্রথম মিউজ়িক ভিডিয়োর জন্য ঋতব্রতকে অনেক শুভেচ্ছা ।