নয়াদিল্লি, 14 জুলাই : লাভ ইজ ইন দ্য এয়ার ৷ নতুন প্রেমের গুঞ্জন ৷ বলিউড ও ক্রীড়াজগতের প্রেমের সম্পর্কে প্রথম নয় ৷ সেই তালিকায় কি নতুন সংযোজন কিম শর্মা ও লিয়েন্ডার পেজ ? গুঞ্জন তেমনই ৷ সৈকত শহর গোয়ায় একান্তে সময় কাটাচ্ছেন কিম ও লিয়েন্ডার ৷ গোয়ার একটি রেস্তরাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে দুজনের কিছু ছবি পোস্ট করা হয়েছে ৷ কিম-লিয়েন্ডারের ঘনিষ্ঠ ছবি দেখে প্রেমটা আন্দাজ করাই যায় ৷
একটি ছবিতে দেখা যাচ্ছে সাদা শার্ট ও শর্টস পরিহিতা কিমকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন লি ৷ সঙ্গে কিমের দুই পোষ্যও রয়েছে ৷ হাসিমুখে ছবিতে পোজ দিয়েছেন দুজনে ৷ অন্য একটি ছবি মধ্যাহ্নভোজের ৷ টেবিলে সুস্বাদু খাবার সামনে কিম-লিয়েন্ডারের সেই ছবি ভাইরাল হয়েছে ৷ একই পোশাক পরে নিজের ইনস্টাগ্রাম পেজে ছবি আপলোড করেছেন কিম ৷ দেখেই বোঝা যাচ্ছে ছবিটি সেদিনকার ৷ ছবি সৌজন্যে লেখা রয়েছে 'মিস্টার পি' ৷ পি মানে পেজ-এর কথাই যে বলা হচ্ছে তা আন্দাজ করা যায় ৷ আটচল্লিশের লিয়েন্ডারের সঙ্গে 41-এর কিমের সম্পর্ক এখন টক অব দ্য টাউন ৷
তবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত কারও সঙ্গে টেনিস তারকা লিয়েন্ডারের সম্পর্ক এই প্রথম নয় ৷ মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে 2005 সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন লি ৷ দুজনের এক মেয়ে রয়েছে ৷ তবে লি-রিয়ার সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে যায় ৷ তারপর লিয়েন্ডারের সঙ্গে আর কারও সম্পর্কের কথা তেমন শোনা যায়নি ৷ মনে হচ্ছে আটচল্লিশের ভারতীয় টেনিস তারকা মহব্বতে তারকা কিম শর্মার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছেন ৷
আরও পড়ুন : Messi Biri : রোনাল্ডোর পর মেসি ! লড়াই এবার ধূমপায়ীদের মধ্যে
অন্যদিকে কিম শর্মার সঙ্গে ভারতীয় ক্রিকেটের তারকা যুবরাজ সিংয়ের প্রেম একসময় বহুল চর্চিত ছিল ৷ শোনা যায়, কিমকে পছন্দ ছিল না যুবির মায়ের ৷ দুজনের সম্পর্ক নাকি সে কারণেই ভেঙে যায় ৷ কিছুদিন হর্ষবর্ধন রানের সঙ্গে কিমকে দেখা যাচ্ছিল ৷ সে সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি ৷ ব্লকবাস্টার সিনেমা মহব্বতে দিয়ে বলিউডে পা রাখলেও কিমের কেরিয়ার সেভাবে এগোয়নি ৷ ভারতীয় টেনিস নক্ষত্র লিয়েন্ডার পেজের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ফের শিরোনামে কিম ৷