কলকাতা : ক্যারিয়ারের শুরু থেকেই দেব ছাড়া অন্য অভিনেতার সঙ্গে স্ক্রিনশেয়ার করেননি রুক্মিনী । সেই নিয়ে টলিপাড়ায় একটা দুর্নামও ছিল তাঁর । অবশেষে সেই কমফর্ট জ়োন ভাঙতে চলেছেন রুক্মিনী । আবিরের সঙ্গে হাত মিলিয়েছেন 'সুইৎজ়ারল্যান্ড' ছবিতে ।
সৌভিক কুন্ডু পরিচালিত এই ছবির ফার্স্ট পোস্টার সামনে এল । সেটা দেখে বেশ বোঝা যাচ্ছে যে, একটি পরিবারের গল্প বলবে 'সুইৎজ়ারল্যান্ড' । আবির আর রুক্মিনীকে দেখা গেল একেবারে সিম্পল লুকে । সঙ্গে তাদের দুই মেয়ে । মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এরোপ্লেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
জিতের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে 'সুইৎজ়ারল্যান্ড' । কয়েকদিন আগেই তাঁর প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছেল 'অসুর' । সেখানে অবশ্য জিৎ নিজেও অভিনয় করেছিলেন । ছবিটি বক্স অফিসে সেরকম বাণিজ্য করতে পারেনি ।
'সুইৎজ়ারল্যান্ড' ছবির শুটিং থেকে একটি স্টিল ছবিও শেয়ার করেছিলেন আবির । ক্যাপশনে লেখা ছিল, "স্বপ্ন ছাড়া কীসের জীবন ?"
নতুন এই জুটি আর ছবি নিয়ে বেশ অনেকটা প্রত্য়াশা রয়েছে বাঙালি দর্শকেরও ।