ETV Bharat / sitara

লন্ডনের শৌচালয় দেখে রুদ্রনীলের মাথায় হাত ! - রুদ্রনীল

লন্ডনের সব শৌচালয়ই 'ইউনিসেক্স' অর্থাৎ মহিলা ও পুরুষ উভয়ই একই শৌচাগার ব্যবহার করতে পারবেন । শৌচালয়ের বাইরে লেখা 'ইউনিসেক্স টয়লেট'। যা দেখে রুদ্রনীলের মাথায় হাত পড়ে যায় । ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, "লন্ডন ও নিরীহ বাংগালী"।

d
zsdf
author img

By

Published : Oct 11, 2020, 9:54 AM IST

লন্ডন : আপকামিং ছবি 'স্বস্তিক সংকেত'-এর শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন রুদ্রনীল ঘোষ । আপাতত লন্ডনে চলছে ছবির শুটিং । তবে শুটিংয়ের ফাঁকে চুটিয়ে লন্ডন ভ্রমণ করছেন তিনি । আর সেখানে গিয়ে তাঁর যেসব অভিজ্ঞতা হচ্ছে, তা সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ।

লন্ডনে পৌঁছানোর পর থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন রুদ্রনীল । কখনও সেই শহরের ঠান্ডায় গা ভাসিয়ে দিয়েছেন । আবার কখনও কাঁধে ঝোলা নিয়ে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছেন তিনি । কখনও আবার সিনেমা হলে গিয়ে সিনেমাও দেখেছেন । আবার শুটিংয়ের ফাঁকে দেখা করে নিয়েছেন পুরোনো বন্ধুর সঙ্গেও । সব মিলিয়ে বেশ ভালোই চলছিল । বাধ সাধল সেই দেশের শৌচালয় দেখে ।

ওই দেশের শৌচালয় দেখে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছিল রুদ্রনীলের । আসলে সেখানে সব শৌচালয়ই 'ইউনিসেক্স' অর্থাৎ মহিলা ও পুরুষ উভয়ই একই শৌচাগার ব্যবহার করতে পারবেন । শৌচালয়ের বাইরে লেখা 'ইউনিসেক্স টয়লেট'। যা দেখে রুদ্রনীলের মাথায় হাত পড়ে যায় । ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, "লন্ডন ও নিরীহ বাংগালী"।

আসলে ভারত সহ একাধিক দেশে এখনও পর্যন্ত 'ইউনিসেক্স টয়লেট'-এর রীতি চালু হয়নি । সেই কারণে লন্ডনে ওই ধরনের শৌচালয় দেখে অবাক হয়ে গিয়েছিলেন রুদ্রনীল ।

'স্বস্তিক সংকেত'-এর মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নুসরত জাহান, গৌরব চক্রবর্তী । এছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ।

লন্ডন : আপকামিং ছবি 'স্বস্তিক সংকেত'-এর শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন রুদ্রনীল ঘোষ । আপাতত লন্ডনে চলছে ছবির শুটিং । তবে শুটিংয়ের ফাঁকে চুটিয়ে লন্ডন ভ্রমণ করছেন তিনি । আর সেখানে গিয়ে তাঁর যেসব অভিজ্ঞতা হচ্ছে, তা সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ।

লন্ডনে পৌঁছানোর পর থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন রুদ্রনীল । কখনও সেই শহরের ঠান্ডায় গা ভাসিয়ে দিয়েছেন । আবার কখনও কাঁধে ঝোলা নিয়ে ভ্রমণ করতে বেরিয়ে পড়েছেন তিনি । কখনও আবার সিনেমা হলে গিয়ে সিনেমাও দেখেছেন । আবার শুটিংয়ের ফাঁকে দেখা করে নিয়েছেন পুরোনো বন্ধুর সঙ্গেও । সব মিলিয়ে বেশ ভালোই চলছিল । বাধ সাধল সেই দেশের শৌচালয় দেখে ।

ওই দেশের শৌচালয় দেখে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছিল রুদ্রনীলের । আসলে সেখানে সব শৌচালয়ই 'ইউনিসেক্স' অর্থাৎ মহিলা ও পুরুষ উভয়ই একই শৌচাগার ব্যবহার করতে পারবেন । শৌচালয়ের বাইরে লেখা 'ইউনিসেক্স টয়লেট'। যা দেখে রুদ্রনীলের মাথায় হাত পড়ে যায় । ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, "লন্ডন ও নিরীহ বাংগালী"।

আসলে ভারত সহ একাধিক দেশে এখনও পর্যন্ত 'ইউনিসেক্স টয়লেট'-এর রীতি চালু হয়নি । সেই কারণে লন্ডনে ওই ধরনের শৌচালয় দেখে অবাক হয়ে গিয়েছিলেন রুদ্রনীল ।

'স্বস্তিক সংকেত'-এর মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নুসরত জাহান, গৌরব চক্রবর্তী । এছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.