কলকাতা : নেতাজির 125 তম জন্মদিবস উপলক্ষ্যে গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে ছিলেন সাংস্কৃতিক জগতের একাধিক তারকা । ছিলেন রুদ্রনীল ঘোষও । আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুলে তা পোস্ট করেন সোশাল মিডিয়ায় । সঙ্গে বাড়ান জল্পনা ।
ওই অনুষ্ঠানে যোগ দিতে গতকাল একদিনের রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী । যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এছাড়া বাংলার সাংস্কৃতিক জগতের একাধিক তারকা উপস্থিত ছিলেন সেখানে । চা-চক্রে তাঁদের সঙ্গে আলাপ করেন প্রধানমন্ত্রী । সবার কাছে গিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে । ঠিক সেই সময় তাঁর সঙ্গে সেলফি তোলেন রুদ্রনীল । এরপর তা পোস্ট করেন সোশাল মিডিয়ায় । সেই ছবিতে দেখা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আর এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার পরই নেটিজ়েনদের কটাক্ষের মুখে পড়েন রুদ্রনীল । তাঁরই কবিতার একটি লাইন তুলে কটাক্ষ করে একজন লেখেন, "দাদা আমি সাতে পাঁচে থাকি না শুধু দলবদলের সুবিধাটুকু নিয়েনি"। কেউ লেখেন, "বড় ভক্ত...আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না...কিন্তু, এখানে কমেন্ট করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না...এই লোকটা আমাদের দেশকে শেষ করে দেবে ।"
আরও একজন লেখেন, "দাদা আপনি তো দেখছি সাথেও আছেন পাঁচেও আছেন"। আবার কেউ লেখেন, "আপনার অভিনয়ের ভক্ত ছিলাম, বাংলা সিনেমার দর্শক হয়ে এখনও হয়তো আপনার অভিনীত সিনেমা দেখব । কিন্তু আপনি শেষমেশ ভক্ত হয়ে পড়লেন দেখে আপনাকে আনফলো করলাম ।"
কয়েকদিন ধরেই বেসুরো বাজছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল । প্রকাশ্যে তৃণমূলের একাধিক প্রকল্পের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে । এরপর জন্মদিনে তাঁর বাড়িতে যান বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা । টেলিফোনে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গেও কথা হয় তাঁর । সেই থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল । এরপর শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিলেন তিনি ।
এরই মাঝে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন । যদিও বিষয়টি মোটেই ভালোভাবে নেননি নেটিজ়েনদের একাংশ । ওই ছবির কমেন্ট বক্সে তাঁর দিকে কটাক্ষ ছুড়ে দেন অনেকেই ।