ETV Bharat / sitara

'এবার কি জিশুর পালা?', ছবি শেয়ার রুদ্রনীলের - জিশু সেনগুপ্তর খবর

মিঠুন চক্রবর্তী আর জিশু সেনগুপ্তর সঙ্গে ছবি শেয়ার করলেন রুদ্রনীল ঘোষ । ছবিতে তিনজনের মধ্যে অলরেডি দু'জন বিজেপিতে যোগদান করেছেন । এবার কি তাহলে জিশুর পালা ? প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

rudranil ghosh with jisshu sengupta and mithun chakrabarty
rudranil ghosh with jisshu sengupta and mithun chakrabarty
author img

By

Published : Mar 9, 2021, 6:43 PM IST

কলকাতা : এখন মানুষের ড্রয়িংরুম থেকে শুরু করে মুঠোফোন, সব জায়গাতেই রাজনৈতিক চর্চা । জেনে বা না জেনে, সবাই নিজেদের রাজনৈতিক মতামত দিতে ব্যস্ত । আর তার মধ্যে রুদ্রনীলের শেয়ার করা একটি ছবি আগুনে ঘিয়ের মতো কাজ করল ।

একই ফ্রেমে মিঠুন আর রুদ্রনীলের সঙ্গে জিশু সেনগুপ্ত । ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন মিঠুন আর রুদ্রনীল । এখনও অবধি কোনও রাজনৈতিক দলাদলিতে দেখা যায়নি জিশুকে । তবে নির্বাচনের আগে একসঙ্গে ছবি তোলার কি কোনও কারণ রয়েছে ? প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

তার মধ্যে রুদ্রর লেখা ক্যাপশনটিও বেশ অদ্ভুত । অভিনেতা লিখেছেন, 'আড্ডা যখন অন্যরকম' । কেন অন্যরকম এই আড্ডা ? তা একমাত্র তাঁরাই জানেন..

এদিকে সোশাল মিডিয়ায় অনেকেই বলতে শুরু করেছেন, এবার নাকি বিজেপিতে নাম লেখাচ্ছেন জিশু । কেউ কেউ আবার মনে ব্যথা পেয়েছেন এই সম্ভাবনার ইঙ্গিত পেয়ে । কারও আনন্দ আবার ধরছে না ।

দেখে নিন রুদ্রর পোস্ট...

কলকাতা : এখন মানুষের ড্রয়িংরুম থেকে শুরু করে মুঠোফোন, সব জায়গাতেই রাজনৈতিক চর্চা । জেনে বা না জেনে, সবাই নিজেদের রাজনৈতিক মতামত দিতে ব্যস্ত । আর তার মধ্যে রুদ্রনীলের শেয়ার করা একটি ছবি আগুনে ঘিয়ের মতো কাজ করল ।

একই ফ্রেমে মিঠুন আর রুদ্রনীলের সঙ্গে জিশু সেনগুপ্ত । ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছেন মিঠুন আর রুদ্রনীল । এখনও অবধি কোনও রাজনৈতিক দলাদলিতে দেখা যায়নি জিশুকে । তবে নির্বাচনের আগে একসঙ্গে ছবি তোলার কি কোনও কারণ রয়েছে ? প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

তার মধ্যে রুদ্রর লেখা ক্যাপশনটিও বেশ অদ্ভুত । অভিনেতা লিখেছেন, 'আড্ডা যখন অন্যরকম' । কেন অন্যরকম এই আড্ডা ? তা একমাত্র তাঁরাই জানেন..

এদিকে সোশাল মিডিয়ায় অনেকেই বলতে শুরু করেছেন, এবার নাকি বিজেপিতে নাম লেখাচ্ছেন জিশু । কেউ কেউ আবার মনে ব্যথা পেয়েছেন এই সম্ভাবনার ইঙ্গিত পেয়ে । কারও আনন্দ আবার ধরছে না ।

দেখে নিন রুদ্রর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.