কলকাতা : প্রসেনজিতের বদলে রাজ চক্রবর্তীকে বসানো নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। শুধু তাই নয়, প্রসেনজিৎ নিজেও এই ব্যাপারটা নিয়ে খুবই বিরক্ত যে, তাঁকে অফিশিয়ালি জানানো পর্যন্ত হয়নি এই বদলের কথা। এই ব্যাপারে কী বললেন রাজের বহুদিনের বন্ধু রুদ্র?
অভিনেতা বললেন, "আমরা না জেনে অনেক কথা বলি। রাজকে অফিশিয়ালি না জানালে তিনি জয়েন করলেন কী করে? আর একটা ফিল্ম ফেস্টিভালের চেয়ারম্য়ানের সময়কাল সেই ফেস্টিভালের শুরু থেকে শেষ পর্যন্ত। সেই দায়িত্ব বছরের পর বছর বজায়ও রাখা যায়। এবার প্রতি বছর যে একই মানুষকে কন্টিনিউ করিয়ে নিয়ে যাওয়া হবে বা তিনিও সময় দিতে পারবেন বছরের পর বছর, সেটা তো নাও হতে পারে। এটা পুরোটাই তথ্য সংস্কৃতি দপ্তরের উপর নির্ভর করে।"
রুদ্রনীল আরও বলেন, "এই পদ থেকে কাউকে সরিয়ে দেওয়ার জন্য যে তাঁকে অফিশিয়ালি জানানোর কোনও নিয়ম আছে, এমন কিছু জানি না। নিয়ম থাকারও কথা নয়। আর আমার দেশে অনেক সমস্যা রয়েছে, আমার রাজ্যে প্রচুর জটিলতা আছে, মানুষের সেই সমস্ত নিয়েই ভাবা উচিত।"
আপাতত রাজ চক্রবর্তী নিজের নতুন দায়িত্ব নিয়ে খুবই ব্যস্ত। বুঝে নিচ্ছেন চেয়ারম্যানের সমস্ত কাজ।