ETV Bharat / sitara

জন্মদিনের উপহার, আরআরআর-এ নজরকাড়া অজয় - ফার্স্ট লুক

জন্মদিনে প্রকাশিত হল আরআরআর-এ অজয় দেবগণের ফার্স্ট লুক ৷ এসএস রাজামৌলী আজ ওই ফিল্মের একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন ৷

RRR: Ajay Devgn's First Look released on his birthday
জন্মদিনের উপহার, আরআরআর-এ নজরকাড়া অজয়
author img

By

Published : Apr 2, 2021, 5:01 PM IST

মুম্বই, 2 এপ্রিল: আজ অজয় দেবগণের 52তম জন্মদিন ৷ আর এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল তাঁর আপকামিং ফিল্ম আরআরআর-এ তাঁর ফার্স্ট লুক ৷ চিত্রনির্মাতারা ওই ফিল্মের একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন ৷ 1 মিনিট 4 সেকেন্ডের সেই মোশন পোস্টারে অজয় দেবগণের লুক প্রশংসিত হয়েছে তাঁর ভক্তদের কাছে ৷

পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবির নির্মাতা এসএস রাজামৌলী ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "মানুষকে ক্ষমতাবান করেই তিনি শক্তি অর্জন করেন ৷ আরআরআর মুভিতে অজয় দেবগণকে তুলে ধরছি ৷"

আর বার্থ ডে বয় তাঁর নিজের ফার্স্ট লুক শেয়ার করে, এত বলিষ্ঠ একটা চরিত্র তাঁকে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজামৌলীকে ৷

আরআরআর-এ অজয় দেবগণ আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ৷ এই ফিল্মের আকর্ষণ আরও বাড়াবেন রাম চরণ ও জুনিয়র এনটিআর ৷

2017 সালের ব্লকবাস্টার বাহুবলী 2-এর পর আরআরআর-ই প্রথম ফিল্ম রাজামৌলীর ৷ তাই এই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে ৷ একইসঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লম ভাষায় ছবিটি মুক্তি পাবে ৷ 2020 সালের 30 জুলাই এই ছবির মুক্তির কথা ছিল ৷ তবে করোনাভাইরাসের কারণে শ্যুটিং স্থগিত রাখতে হয়েছিল ৷ গত বছর রাজামৌলী ও রাম চরণ কোভিডে আক্রান্ত হন ৷ আর এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট ৷ সবমিলিয়ে ছবির মুক্তিও পিছিয়ে গিয়েছে ৷

মুম্বই, 2 এপ্রিল: আজ অজয় দেবগণের 52তম জন্মদিন ৷ আর এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল তাঁর আপকামিং ফিল্ম আরআরআর-এ তাঁর ফার্স্ট লুক ৷ চিত্রনির্মাতারা ওই ফিল্মের একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন ৷ 1 মিনিট 4 সেকেন্ডের সেই মোশন পোস্টারে অজয় দেবগণের লুক প্রশংসিত হয়েছে তাঁর ভক্তদের কাছে ৷

পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবির নির্মাতা এসএস রাজামৌলী ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "মানুষকে ক্ষমতাবান করেই তিনি শক্তি অর্জন করেন ৷ আরআরআর মুভিতে অজয় দেবগণকে তুলে ধরছি ৷"

আর বার্থ ডে বয় তাঁর নিজের ফার্স্ট লুক শেয়ার করে, এত বলিষ্ঠ একটা চরিত্র তাঁকে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজামৌলীকে ৷

আরআরআর-এ অজয় দেবগণ আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ৷ এই ফিল্মের আকর্ষণ আরও বাড়াবেন রাম চরণ ও জুনিয়র এনটিআর ৷

2017 সালের ব্লকবাস্টার বাহুবলী 2-এর পর আরআরআর-ই প্রথম ফিল্ম রাজামৌলীর ৷ তাই এই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে ৷ একইসঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লম ভাষায় ছবিটি মুক্তি পাবে ৷ 2020 সালের 30 জুলাই এই ছবির মুক্তির কথা ছিল ৷ তবে করোনাভাইরাসের কারণে শ্যুটিং স্থগিত রাখতে হয়েছিল ৷ গত বছর রাজামৌলী ও রাম চরণ কোভিডে আক্রান্ত হন ৷ আর এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলিয়া ভাট ৷ সবমিলিয়ে ছবির মুক্তিও পিছিয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.