ETV Bharat / sitara

জন্মদিনে রিটার্ন গিফ্ট রণবীরের ! করণ জোহরের ফিল্মে তাঁর সঙ্গী আলিয়া - রণবীর সিং-এর ছবি

করণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে (Rocky Aur Rani Ki Prem Kahani) অভিনয় করবেন রণবীর সিং (Ranveer Singh)৷ তাঁর সঙ্গী হবেন আলিয়া ভাট (Alia Bhatt)৷ নিজের 36তম জন্মদিনে এই সুখবর শোনালেন রণবীর স্বয়ং ৷

Rocky Aur Rani Ki Prem Kahani: Birthday Boy Ranveer Singh And Alia Bhatt In Karan Johar's New Film
জন্মদিনে রিটার্ন গিফ্ট রণবীরের ! করণ জোহরের ফিল্মে তাঁর সঙ্গী আলিয়া
author img

By

Published : Jul 6, 2021, 6:01 PM IST

মুম্বই, 6 জুলাই : এ যেন জন্মদিনের রিটার্ন গিফট ৷ নিজের 36তম জন্মদিনে ভক্তদের জন্য উপহারের ডালি সাজিয়ে হাজির বলিউডের অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ৷ এই স্পেশ্যাল দিনেই ঘোষণা করলেন তাঁর আপকামিং ফিল্মের ৷ জানালেন, করণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে (Rocky Aur Rani Ki Prem Kahani) দেখা যাবে তাঁকে ৷ এই ফিল্মে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) ৷ জোয়া আখতারের 'গল্লি বয়' ফিল্মের পর আবারও রণবীর-আলিয়া রসায়ন দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রণবীর সিং ৷ সেখানেই লেখা রয়েছে, "আমার বিশেষ দিনে একটা বিশেষ ঘোষণা ! আসছি রকি অউর রানি কি প্রেম কাহানি নিয়ে, আমার সঙ্গে থাকছেন জ্বালাময়ী আলিয়া ভাট ৷ পরিচালনা করবেন করণ জোহর, যিনি নিজেই একটা ধরন ৷" এই ছবিটি মুক্তি পাচ্ছে 2022 সালে ৷ ভিডিয়োতে লেখা হয়েছে, "ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়ের লেখা এই ফিল্ম 2022 সালে আপনাদের চমকে দেবে ৷"

আরও পড়ুন: আমার রাজি , স্বামীর প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার

এই ফিল্ম পরিচালনা করছেন চিত্রনির্মাতা করণ জোহর ৷ তিনিও এই ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "হ্যাঁ, এটা একটা ভালোবাসার গল্প ৷ কিন্তু না, এটা রোজকার ভালোবাসার গল্পের মতো নয় ৷" আজই এই ফিল্মের বাকি চরিত্রদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন করণ জোহর ৷ পরের পোস্টেই তিনি জানান, এই ফিল্মে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি-সহ আরও অনেককে ৷

আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

একই ভিডিয়ো পোস্ট করেছেন আলিয়া ভাটও ৷ তিনি আবার ক্যাপশনে লিখেছেন, "ব্যতিক্রমী একটি ভালোবাসার গল্প আমার পছন্দের মানুষগুলোর সঙ্গে !"

এই ফিল্ম ছাড়াও স্পোর্টস ড্রামা '83' ও রোহিত শেট্টির 'সার্কাস'-এও দেখা যাবে রণবীর সিং-কে ৷

মুম্বই, 6 জুলাই : এ যেন জন্মদিনের রিটার্ন গিফট ৷ নিজের 36তম জন্মদিনে ভক্তদের জন্য উপহারের ডালি সাজিয়ে হাজির বলিউডের অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ৷ এই স্পেশ্যাল দিনেই ঘোষণা করলেন তাঁর আপকামিং ফিল্মের ৷ জানালেন, করণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে (Rocky Aur Rani Ki Prem Kahani) দেখা যাবে তাঁকে ৷ এই ফিল্মে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) ৷ জোয়া আখতারের 'গল্লি বয়' ফিল্মের পর আবারও রণবীর-আলিয়া রসায়ন দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রণবীর সিং ৷ সেখানেই লেখা রয়েছে, "আমার বিশেষ দিনে একটা বিশেষ ঘোষণা ! আসছি রকি অউর রানি কি প্রেম কাহানি নিয়ে, আমার সঙ্গে থাকছেন জ্বালাময়ী আলিয়া ভাট ৷ পরিচালনা করবেন করণ জোহর, যিনি নিজেই একটা ধরন ৷" এই ছবিটি মুক্তি পাচ্ছে 2022 সালে ৷ ভিডিয়োতে লেখা হয়েছে, "ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়ের লেখা এই ফিল্ম 2022 সালে আপনাদের চমকে দেবে ৷"

আরও পড়ুন: আমার রাজি , স্বামীর প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার

এই ফিল্ম পরিচালনা করছেন চিত্রনির্মাতা করণ জোহর ৷ তিনিও এই ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "হ্যাঁ, এটা একটা ভালোবাসার গল্প ৷ কিন্তু না, এটা রোজকার ভালোবাসার গল্পের মতো নয় ৷" আজই এই ফিল্মের বাকি চরিত্রদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন করণ জোহর ৷ পরের পোস্টেই তিনি জানান, এই ফিল্মে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি-সহ আরও অনেককে ৷

আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

একই ভিডিয়ো পোস্ট করেছেন আলিয়া ভাটও ৷ তিনি আবার ক্যাপশনে লিখেছেন, "ব্যতিক্রমী একটি ভালোবাসার গল্প আমার পছন্দের মানুষগুলোর সঙ্গে !"

এই ফিল্ম ছাড়াও স্পোর্টস ড্রামা '83' ও রোহিত শেট্টির 'সার্কাস'-এও দেখা যাবে রণবীর সিং-কে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.