ETV Bharat / sitara

অনুরাগের পাশে ঋতুপর্ণা - payel ghosh

সম্প্রতি অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও সেই অভিযোগ মানতে নারাজ ঋতুপর্ণা সেনগুপ্ত ।

asd
asd
author img

By

Published : Sep 22, 2020, 10:54 PM IST

কলকাতা : হরি বিশ্বনাথনের 'বাঁশুরি' ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সেখানে তাঁর অনস্ক্রিন স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন অনুরাগ কাশ্যপ । তবে এই ছবিতে একসঙ্গে কাজ করার আগেও বিভিন্ন জায়গায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঋতুপর্ণার সঙ্গে দেখা হয়েছিল তাঁর । সম্প্রতি অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও পায়েলের অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন হনসল মেহতা, অনুভব সিনহা, রাম গোপাল ভার্মা, বসন বালা, তাপসী পান্নু, টিসকা চোপড়া, সুরভিন চাওলা, মাহি গিল সহ আরও অনেকেই । এছাড়া এই লড়াইয়ে অনুরাগ পাশে পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কালকি কেঁকলাকে । আর এবার অনুরাগের পাশে দাঁড়ালেন ঋতুপর্ণাও ।

অনুরাগ প্রসঙ্গে ঋতুপর্ণার বলেন, "আমি যতবারই অনুরাগের সঙ্গে কথা বলেছি, ওঁর সঙ্গে মিশেছি, বারবার মনে হয়েছে খুব সিরিয়াস একজন ছবি নির্মাতা । একটা, দুটো ডিনারে আমরা দেখা করেছিলাম । সেখানে প্রযোজক এবং বাকি কলাকুশলীরা প্রত্যেকেই ছিলেন । সেখানে অনুরাগ নিজের ক্যারিয়ারের অনেক মজার গল্প শুনিয়েছিলেন । মেয়ের গল্প করছিলেন । বুঝলাম মেয়েকে খুব ভালোবাসেন । অনুরাগ খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মাছ ।"

তিনি আরও বলেন, "আমি অনুরাগকে যতটা দেখেছি, কাজের বিষয়ে তিনি খুবই সিরিয়াস । শট নেওয়ার সময়, পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়েও বসেছিলেন । তাই, আমার কাছে এটা খুবই দুঃখের, যে এরকম একটা অভিযোগ আনা হয়েছে অনুরাগের বিরুদ্ধে । আমি কোনওরকম কিছু দেখিনি কিংবা বলতে পারব না । অভিনয় করার সময়, যতটুকু সাজেশন পেয়েছি, অনেক সময় লাইট, টেকনিক, ক্যামেরার পজ়িশন, পরিচালকের সঙ্গে খুব গভীরভাবে আলোচনা করতে দেখেছি । মনে হয়েছে খুব ডেডিকেটেড একজন ফিল্মের কর্মী । সব সময় কাজ নিয়েই কথা বলছেন । কিছুদিন আগে ঋতাভরী আমাকে একটা অনুষ্ঠানে ডেকেছিল, সেখানে ওঁরা একটা শর্টফিল্ম করেছিল । সেখানেও অনুরাগের সঙ্গে কথা হল । আমার কাছে এই স্মৃতিটাই আছে । আমি এটাই বলতে পারব । আমার কোনওদিনও ওঁকে অস্বস্তিকর বলে মনে হয়নি ।"

কলকাতা : হরি বিশ্বনাথনের 'বাঁশুরি' ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সেখানে তাঁর অনস্ক্রিন স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন অনুরাগ কাশ্যপ । তবে এই ছবিতে একসঙ্গে কাজ করার আগেও বিভিন্ন জায়গায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঋতুপর্ণার সঙ্গে দেখা হয়েছিল তাঁর । সম্প্রতি অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও পায়েলের অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন হনসল মেহতা, অনুভব সিনহা, রাম গোপাল ভার্মা, বসন বালা, তাপসী পান্নু, টিসকা চোপড়া, সুরভিন চাওলা, মাহি গিল সহ আরও অনেকেই । এছাড়া এই লড়াইয়ে অনুরাগ পাশে পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কালকি কেঁকলাকে । আর এবার অনুরাগের পাশে দাঁড়ালেন ঋতুপর্ণাও ।

অনুরাগ প্রসঙ্গে ঋতুপর্ণার বলেন, "আমি যতবারই অনুরাগের সঙ্গে কথা বলেছি, ওঁর সঙ্গে মিশেছি, বারবার মনে হয়েছে খুব সিরিয়াস একজন ছবি নির্মাতা । একটা, দুটো ডিনারে আমরা দেখা করেছিলাম । সেখানে প্রযোজক এবং বাকি কলাকুশলীরা প্রত্যেকেই ছিলেন । সেখানে অনুরাগ নিজের ক্যারিয়ারের অনেক মজার গল্প শুনিয়েছিলেন । মেয়ের গল্প করছিলেন । বুঝলাম মেয়েকে খুব ভালোবাসেন । অনুরাগ খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মাছ ।"

তিনি আরও বলেন, "আমি অনুরাগকে যতটা দেখেছি, কাজের বিষয়ে তিনি খুবই সিরিয়াস । শট নেওয়ার সময়, পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়েও বসেছিলেন । তাই, আমার কাছে এটা খুবই দুঃখের, যে এরকম একটা অভিযোগ আনা হয়েছে অনুরাগের বিরুদ্ধে । আমি কোনওরকম কিছু দেখিনি কিংবা বলতে পারব না । অভিনয় করার সময়, যতটুকু সাজেশন পেয়েছি, অনেক সময় লাইট, টেকনিক, ক্যামেরার পজ়িশন, পরিচালকের সঙ্গে খুব গভীরভাবে আলোচনা করতে দেখেছি । মনে হয়েছে খুব ডেডিকেটেড একজন ফিল্মের কর্মী । সব সময় কাজ নিয়েই কথা বলছেন । কিছুদিন আগে ঋতাভরী আমাকে একটা অনুষ্ঠানে ডেকেছিল, সেখানে ওঁরা একটা শর্টফিল্ম করেছিল । সেখানেও অনুরাগের সঙ্গে কথা হল । আমার কাছে এই স্মৃতিটাই আছে । আমি এটাই বলতে পারব । আমার কোনওদিনও ওঁকে অস্বস্তিকর বলে মনে হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.