ETV Bharat / sitara

"যুদ্ধ করতে করতেই চলে গেলেন ইরফান" - irrfan khan death

ইরফান খানের প্রয়াণে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত ।

sd
sdf
author img

By

Published : Apr 29, 2020, 1:41 PM IST

Updated : Apr 29, 2020, 2:56 PM IST

কলকাতা : অনেকদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ইরফান খান । কিছুদিন আগেই মাকে হারান । আর আজ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকাহত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ।

ETV ভারতকে ঋতুপর্ণা বলেন, "জানি উনি অসুস্থ ছিলেন । কিন্তু, এইভাবে যে চলে যাবেন, সেটা সত্যিই বুঝতে পারিনি । অনেক বড় ভক্ত আমি । সিনেমার অনেক বড় জায়গায় ছিলেন উনি । শুধুমাত্র ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক সিনেমাতেও উনি ফুটপ্রিন্ট রেখে গেছেন । কত বড় মাপের অভিনেতা উনি ছিলেন, সেটা হয়তো উনি নিজেও জানতেন না ।"

ইরফানকে ব্যক্তিগতভাবে চিনতেন ঋতুপর্ণা । বলেন, "আমি ইরফানকে ব্যক্তিগতভাবে চিনতাম । অনেক সময় আমরা কাজ নিয়ে আলোচনা করেছি । কিন্তু, এইভাবে ওঁর চলে যাওয়াটা, কতটা যে শকিং, কতটা বেদনাদায়ক সেটা ঠিক মুখে বলে বোঝাতে পারব না ।"

sdf
.

ভারতীয় সিনেমায় ইরফানের অবদান সম্পর্কে ঋতুপর্ণা বলেন, "ভারতীয় সিনেমাকে যে জায়গায় তিনি নিয়ে গিয়েছিলেন তাঁর কাজ দিয়ে তা অসাধারণ । আন্তর্জাতিক মহলেও ছাপ ফেলে গিয়েছেন । সেটা বুঝতে পেরেছিলাম কান'স ফিল্ম ফেস্টিভালে গিয়ে । যখন 'লাঞ্চবক্স' সেখানে সমাদৃত হয়েছিল । এটা একটা বিরাট ক্ষতি । আমাদের গোটা চলচ্চিত্র জগতের ক্ষতি । জানি না কী বলব, আমরা একটা অদ্ভুত দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ।"

পাশাপাশি তিনি আরও বলেন, "এটার শেষ কোথায় সত্যি কেউ জানি না । খুব বড় ট্যালেন্ট, খুব বড় শিল্পীরা চলে যাচ্ছেন । এর থেকে দুঃখের আর কিছু নেই । আমি ওঁর গোটা পরিবারের জন্য সমব্যথী । ইরফান খান চিরকাল বেঁচে থাকবেন আমাদের মধ্যে, তাঁর কাজের মধ্যে দিয়ে । যা মহান সৃষ্টি তিনি করে গেছেন, প্রথম দিন থেকে দেখেছিলাম । ছোটো জায়গা থেকে আত্মপ্রকাশ করে এত বড় জায়গায় যে যাওয়া যায়, সেটা উনি প্রমাণ করেছেন । ইরফান খান একজন সত্যিকারের যোদ্ধা । যুদ্ধ করতে করতেই চলে গেলেন । আমার মনে হয়, 'নেমসেক' থেকে শুরু করে সব ছবি, যা যা উনি করে গেছেন আমাদের হৃদয় থেকে যাবে ।"

কলকাতা : অনেকদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ইরফান খান । কিছুদিন আগেই মাকে হারান । আর আজ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকাহত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ।

ETV ভারতকে ঋতুপর্ণা বলেন, "জানি উনি অসুস্থ ছিলেন । কিন্তু, এইভাবে যে চলে যাবেন, সেটা সত্যিই বুঝতে পারিনি । অনেক বড় ভক্ত আমি । সিনেমার অনেক বড় জায়গায় ছিলেন উনি । শুধুমাত্র ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক সিনেমাতেও উনি ফুটপ্রিন্ট রেখে গেছেন । কত বড় মাপের অভিনেতা উনি ছিলেন, সেটা হয়তো উনি নিজেও জানতেন না ।"

ইরফানকে ব্যক্তিগতভাবে চিনতেন ঋতুপর্ণা । বলেন, "আমি ইরফানকে ব্যক্তিগতভাবে চিনতাম । অনেক সময় আমরা কাজ নিয়ে আলোচনা করেছি । কিন্তু, এইভাবে ওঁর চলে যাওয়াটা, কতটা যে শকিং, কতটা বেদনাদায়ক সেটা ঠিক মুখে বলে বোঝাতে পারব না ।"

sdf
.

ভারতীয় সিনেমায় ইরফানের অবদান সম্পর্কে ঋতুপর্ণা বলেন, "ভারতীয় সিনেমাকে যে জায়গায় তিনি নিয়ে গিয়েছিলেন তাঁর কাজ দিয়ে তা অসাধারণ । আন্তর্জাতিক মহলেও ছাপ ফেলে গিয়েছেন । সেটা বুঝতে পেরেছিলাম কান'স ফিল্ম ফেস্টিভালে গিয়ে । যখন 'লাঞ্চবক্স' সেখানে সমাদৃত হয়েছিল । এটা একটা বিরাট ক্ষতি । আমাদের গোটা চলচ্চিত্র জগতের ক্ষতি । জানি না কী বলব, আমরা একটা অদ্ভুত দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ।"

পাশাপাশি তিনি আরও বলেন, "এটার শেষ কোথায় সত্যি কেউ জানি না । খুব বড় ট্যালেন্ট, খুব বড় শিল্পীরা চলে যাচ্ছেন । এর থেকে দুঃখের আর কিছু নেই । আমি ওঁর গোটা পরিবারের জন্য সমব্যথী । ইরফান খান চিরকাল বেঁচে থাকবেন আমাদের মধ্যে, তাঁর কাজের মধ্যে দিয়ে । যা মহান সৃষ্টি তিনি করে গেছেন, প্রথম দিন থেকে দেখেছিলাম । ছোটো জায়গা থেকে আত্মপ্রকাশ করে এত বড় জায়গায় যে যাওয়া যায়, সেটা উনি প্রমাণ করেছেন । ইরফান খান একজন সত্যিকারের যোদ্ধা । যুদ্ধ করতে করতেই চলে গেলেন । আমার মনে হয়, 'নেমসেক' থেকে শুরু করে সব ছবি, যা যা উনি করে গেছেন আমাদের হৃদয় থেকে যাবে ।"

Last Updated : Apr 29, 2020, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.