ETV Bharat / sitara

অরিন্দমের ছবিতে মুখ্যচরিত্রে ঋতুপর্ণা - মায়াকুমারী

বাংলা ছবির জগৎ, ওঠা-পড়া, বদলে যাওয়া চিত্র ফুটে উঠবে তাঁর গল্পে । তাঁর গল্পে ফিরে আসবেন উত্তমকুমার, প্রসেনজিৎ চ্যাটার্জি সহ বাংলা ছবির বিখ্যাত অভিনেতারা সবাই ।

ছবি
author img

By

Published : Nov 1, 2019, 3:27 PM IST

কলকাতা : বাংলা ছবির 100 বছরকে বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক অরিন্দম শীল । ছবির নাম 'মায়াকুমারী'। এই প্রথমবার তাঁর পরিচালনায় ছবিতে কাজ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রযোজনা করছেন ক্যামেলিয়া প্রোডাকশনস ।

বাংলা ছবির জগৎ, ওঠা-পড়া, বদলে যাওয়া চিত্র ফুটে উঠবে তাঁর গল্পে । তাঁর গল্পে ফিরে আসবেন উত্তমকুমার, প্রসেনজিৎ চ্যাটার্জি সহ বাংলা ছবির বিখ্যাত অভিনেতারা সবাই ।

সূত্রের খবর, দেবলীনা বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অনুপ্রাণিত করেছে অরিন্দমকে । আর সেখান থেকেই এই ছবি তৈরির আইডিয়া পান পরিচালক । তারপরই তৈরি করেন 'মায়াকুমারী'-র গল্প । এই কাজে তাঁকে সাহায্য করেছেন শুভেন্দু দাশমুন্সী । ছবির চিত্রনাট্য এবং সংলাপ শুভেন্দুর ।

'মায়াকুমারী'তে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন রজতাভ দত্ত এবং আবীর চট্টোপাধ্যায় । এছাড়াও থাকছেন অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, অরুণিমা ঘোষ, সৌরভ দাসের মত অভিনেতা-অভিনেত্রীরা । ছবিতে প্রধান বিষয় হল তার গান ।

অরিন্দমের অন্য ছবির মতোই এই ছবিতেও সংগীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ । ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন অভিষেক রায় ও সোমনাথ কুণ্ডুর কাঁধে রয়েছে মেকআপের দায়িত্ব।

কলকাতা : বাংলা ছবির 100 বছরকে বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক অরিন্দম শীল । ছবির নাম 'মায়াকুমারী'। এই প্রথমবার তাঁর পরিচালনায় ছবিতে কাজ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রযোজনা করছেন ক্যামেলিয়া প্রোডাকশনস ।

বাংলা ছবির জগৎ, ওঠা-পড়া, বদলে যাওয়া চিত্র ফুটে উঠবে তাঁর গল্পে । তাঁর গল্পে ফিরে আসবেন উত্তমকুমার, প্রসেনজিৎ চ্যাটার্জি সহ বাংলা ছবির বিখ্যাত অভিনেতারা সবাই ।

সূত্রের খবর, দেবলীনা বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অনুপ্রাণিত করেছে অরিন্দমকে । আর সেখান থেকেই এই ছবি তৈরির আইডিয়া পান পরিচালক । তারপরই তৈরি করেন 'মায়াকুমারী'-র গল্প । এই কাজে তাঁকে সাহায্য করেছেন শুভেন্দু দাশমুন্সী । ছবির চিত্রনাট্য এবং সংলাপ শুভেন্দুর ।

'মায়াকুমারী'তে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন রজতাভ দত্ত এবং আবীর চট্টোপাধ্যায় । এছাড়াও থাকছেন অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, অরুণিমা ঘোষ, সৌরভ দাসের মত অভিনেতা-অভিনেত্রীরা । ছবিতে প্রধান বিষয় হল তার গান ।

অরিন্দমের অন্য ছবির মতোই এই ছবিতেও সংগীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ । ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন অভিষেক রায় ও সোমনাথ কুণ্ডুর কাঁধে রয়েছে মেকআপের দায়িত্ব।

Intro:আবারও একটি পিরিয়ড পিস ছবি নিয়ে আসছেন পরিচালক অরিন্দম শীল। বাংলা ছবির ১০০ বছরকে বড় পর্দায় তুলে ধরতে চলেছেন তিনি। ছবির নাম 'মায়াকুমারী'। সেই ছবি প্রথমবার অরিন্দম শীলের পরিচালনায় কাজ করবেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস।


Body:বাংলা ছবির জগৎ, সেই জগতের চড়াই-উতরাই, ছবির জগতের বদলে যাওয়া চিত্র, সেই গল্পই ফুটে উঠবে ছবিতে। ছবিতে দেখান হবে বাংলা ছবির দিকপালদের। দর্শক খুঁজে পাবেন উত্তমকুমার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সকলকেই।

একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, দেবলীনা বন্দোপাধ্যায়ের একটি গল্প অনুপ্রাণিত করেছে অরিন্দমকে। সেখান থেকেই মায়াকুমারীর চরিত্রগুলির প্রথম আইডিয়া পেয়েছেন অরিন্দম। তারপর মায়াকুমারীর গল্প তৈরি করেন। এই কাজে তাঁকে সাহায্য করেছেন শুভেন্দু দাশমুন্সী। এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ শুভেন্দুর।

এছাড়াও 'মায়াকুমারী'তে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন রজতাভ দত্ত এবং আবীর চট্টোপাধ্যায়। আবীরকে দেখা যাবে দুটি চরিত্রে। অন্যান্য চরিত্রে থাকছেন অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, অরুণিমা ঘোষ, সৌরভ দাসের মত অভিনেতা-অভিনেত্রীরা। ছবিতে বিশেষ ভূমিকা পালন করবে গান, যাঁর কথা শুভেন্দু দাশমুন্সীর। অরিন্দমের অন্যান্য ছবির মতোই এই ছবিতেও সংগীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। ছবিতে পোশাকের দায়িত্বে রয়েছেন অভিষেক রায়, সোমনাথ কুণ্ডুর কাঁধে মেকআপের দায়িত্ব। কেশ বিন্যাসে রয়েছেন বহু পরিচিত হেনা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.