ETV Bharat / sitara

"ঋতাভরীকে বিয়ে কোরো না, জীবন শেষ করে দেবে", কেন বললেন শতরূপা ? - ritabhari mother video

জয়দীপ মুখার্জির আপকামিং ছবি 'এফআইআর'-এর শুটিংয়ের জন্য বোলপুরে রয়েছেন ঋতাভরী ও শতরূপা । আর সেখানেই মায়ের জন্মদিনে পালন করেন অভিনেত্রী । ছবির কলাকুশলীদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন শতরূপাদেবী । ঠিক সেই সময় মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক মজাদার ভিডিয়ো করেন ঋতাভরী । আর একটি ভিডিয়োতে নিজের বিয়ে নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
sdf
author img

By

Published : Nov 13, 2020, 10:13 PM IST

কলকাতা : মেয়ের জন্য সৎ পাত্রের খোঁজে মরিয়া হয়ে ওঠেন অনেক মা । এখন ঘটকের পরিবর্তে ম্যাট্রিমোনিয়াল সাইটগুলি হয়ে উঠেছে অভিভাবকদের ভরসার জায়গা । এছাড়াও খবরের কাগজ থেকেও অনেক বিয়ের সম্বন্ধ করা হয়ে থাকে । কিন্তু, মেয়ে ঋতাভরী চক্রবর্তীর বিয়ে নিয়ে কোনও মাথাব্যথাই নেই শতরূপা সান্যালের । উলটে তাঁর মেয়েকে যাতে কেউ বিয়ে না করে তার জন্য সবাইকে পরামর্শ দিলেন তিনি ।

জয়দীপ মুখার্জির আপকামিং ছবি 'এফআইআর'-এর শুটিংয়ের জন্য বোলপুরে রয়েছেন ঋতাভরী ও শতরূপা । আর সেখানেই মায়ের জন্মদিনে পালন করেন অভিনেত্রী । ছবির কলাকুশলীদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন শতরূপাদেবী । ঠিক সেই সময় মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক মজাদার ভিডিয়ো করেন ঋতাভরী । আর একটি ভিডিয়োতে নিজের বিয়ে নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
শতরূপা সান্যালের জন্মদিন পালন

কিন্তু, হঠাৎ করে ঋতাভরীকে বিয়ে না করার জন্য সবাইকে কেন পরামর্শ কেন দিলেন শতরূপাদেবী ? তাঁর মতে, যে ঋতাভরীকে বিয়ে করবে তার জীবন পুরো শেষ হয়ে যাবে । তাই তাঁর পরামর্শ, ঋতাভরীকে যেন কেউ বিয়ে না করেন । এর কারণ হিসেবে মেয়ের স্বভাবের সামান্য নমুনা দেন তিনি । জানান, রোজ সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ের মুড বুঝে ব্রেকফাস্ট তৈরি করতে হয় তাঁকে । মেয়ের মুড যেমন থাকতে তেমন ব্রেকফাস্ট তৈরি করেন তিনি ।

এদিকে এভাবে তাঁর গোপন বিষয়গুলি ফাঁস হয়ে যেতে দেখে ক্যামেরা থেকে মাকে সরিয়ে নিয়ে যান ঋতাভরী । আর এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "মা যখন শত্রু ! একদম বিশ্বাস করবেন না !"

কলকাতা : মেয়ের জন্য সৎ পাত্রের খোঁজে মরিয়া হয়ে ওঠেন অনেক মা । এখন ঘটকের পরিবর্তে ম্যাট্রিমোনিয়াল সাইটগুলি হয়ে উঠেছে অভিভাবকদের ভরসার জায়গা । এছাড়াও খবরের কাগজ থেকেও অনেক বিয়ের সম্বন্ধ করা হয়ে থাকে । কিন্তু, মেয়ে ঋতাভরী চক্রবর্তীর বিয়ে নিয়ে কোনও মাথাব্যথাই নেই শতরূপা সান্যালের । উলটে তাঁর মেয়েকে যাতে কেউ বিয়ে না করে তার জন্য সবাইকে পরামর্শ দিলেন তিনি ।

জয়দীপ মুখার্জির আপকামিং ছবি 'এফআইআর'-এর শুটিংয়ের জন্য বোলপুরে রয়েছেন ঋতাভরী ও শতরূপা । আর সেখানেই মায়ের জন্মদিনে পালন করেন অভিনেত্রী । ছবির কলাকুশলীদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন শতরূপাদেবী । ঠিক সেই সময় মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক মজাদার ভিডিয়ো করেন ঋতাভরী । আর একটি ভিডিয়োতে নিজের বিয়ে নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
শতরূপা সান্যালের জন্মদিন পালন

কিন্তু, হঠাৎ করে ঋতাভরীকে বিয়ে না করার জন্য সবাইকে কেন পরামর্শ কেন দিলেন শতরূপাদেবী ? তাঁর মতে, যে ঋতাভরীকে বিয়ে করবে তার জীবন পুরো শেষ হয়ে যাবে । তাই তাঁর পরামর্শ, ঋতাভরীকে যেন কেউ বিয়ে না করেন । এর কারণ হিসেবে মেয়ের স্বভাবের সামান্য নমুনা দেন তিনি । জানান, রোজ সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ের মুড বুঝে ব্রেকফাস্ট তৈরি করতে হয় তাঁকে । মেয়ের মুড যেমন থাকতে তেমন ব্রেকফাস্ট তৈরি করেন তিনি ।

এদিকে এভাবে তাঁর গোপন বিষয়গুলি ফাঁস হয়ে যেতে দেখে ক্যামেরা থেকে মাকে সরিয়ে নিয়ে যান ঋতাভরী । আর এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "মা যখন শত্রু ! একদম বিশ্বাস করবেন না !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.