ETV Bharat / sitara

সেলুলয়েডের পরদায় আসছে 'রাণুদি'র জীবনী - Rishikesh mondal

রাণু মণ্ডলের জীবনী নিয়ে বাংলা ছবির বানানোর কথা ভাবছেন পরিচালক ঋষিকেশ মণ্ডল । তাঁর চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী ।

রাণুদি
author img

By

Published : Sep 6, 2019, 11:54 PM IST

কলকাতা : রানাঘাটের রাণু মণ্ডলের রাতারাতি জনপ্রিয়তা, মুম্বইতে প্লেব্যাক যেন ঠিক সিনেমার গল্প । এবার সত্যিই তা সিনেমার রূপ নিতে চলেছে । পরিচালক ঋষিকেশ মণ্ডল রাণু মণ্ডলের জীবনীকে তুলে ধরতে চলেছেন সেলুলয়েডের পরদায় ।

'রাণুদি'-র চরিত্র অভিনয় করতে পারেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী । ছবির প্রস্তাবও দিয়েছেন পরিচালক । তবে এখনও নিজের সিদ্ধান্ত জানাননি অভিনেত্রী । চিত্রণাট্য দেখার পরই ফাইনাল সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি । তপন ও অতীন্দ্রর চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি ।

প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবি তৈরির কাজ । চিত্রনাট্য ও রাণুদি'র জীবনী নিয়ে গবেষণা চলছে । গানের কারণে যেহেতু খবরের শিরোনামে তিনি, তাই গানের একটা বিশেষ জায়গা থাকবে ছবির গল্পে । ছবিতে সংগীত পরিচালনা করবেন ক্য়াকটাস ব্যান্ডের লিড ভাকালিস্ট সিধু । সিধুর মাথা থেকেই এই ছবির ভাবনা এসেছে বলে জানা যাচ্ছে ।

কলকাতা : রানাঘাটের রাণু মণ্ডলের রাতারাতি জনপ্রিয়তা, মুম্বইতে প্লেব্যাক যেন ঠিক সিনেমার গল্প । এবার সত্যিই তা সিনেমার রূপ নিতে চলেছে । পরিচালক ঋষিকেশ মণ্ডল রাণু মণ্ডলের জীবনীকে তুলে ধরতে চলেছেন সেলুলয়েডের পরদায় ।

'রাণুদি'-র চরিত্র অভিনয় করতে পারেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী । ছবির প্রস্তাবও দিয়েছেন পরিচালক । তবে এখনও নিজের সিদ্ধান্ত জানাননি অভিনেত্রী । চিত্রণাট্য দেখার পরই ফাইনাল সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি । তপন ও অতীন্দ্রর চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি ।

প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবি তৈরির কাজ । চিত্রনাট্য ও রাণুদি'র জীবনী নিয়ে গবেষণা চলছে । গানের কারণে যেহেতু খবরের শিরোনামে তিনি, তাই গানের একটা বিশেষ জায়গা থাকবে ছবির গল্পে । ছবিতে সংগীত পরিচালনা করবেন ক্য়াকটাস ব্যান্ডের লিড ভাকালিস্ট সিধু । সিধুর মাথা থেকেই এই ছবির ভাবনা এসেছে বলে জানা যাচ্ছে ।

Intro:রানাঘাটের ফুটপাতবাসী রানু মণ্ডলের মুম্বইতে প্লেব্যাক, যাত্রাপথ ঠিক যেন সিনেমার গল্প। এবার সত্যিই তা সিনেমার রূপ নিতে চলেছে। পরিচালক ঋষিকেশ মণ্ডল তুলে ধরতে চেয়েছেন সেলুলয়েডের পর্দায়।


Body:সেখানে রানুর চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছবির প্রস্তাব নিয়ে তাঁর কাছে গিয়েছিলেন পরিচালক। তবে সুদীপ্তা নিজে রানুর চরিত্রে অভিনয় করছেন তা এখনও সিদ্ধান্ত নেননি অভিনেত্রী। তিনি প্রথমে চিত্রনাট্য দেখতে চান। তারপর নিজের সিদ্ধান্ত জানাবেন। তপন ও অতীন্দ্রর চরিত্রে কে অভিনয় করছেন, তা এখনও ঠিক হয়নি।





Conclusion:প্রাথমিক পর্যায়ে আছে ছবি তৈরির কাজ। চিত্রনাট্যের ও রানুর জীবনী নিয়ে গবেষণা চলছে জোরকদমে। যেহেতু রানু গানের কারণে খবরের শিরোনামে এসেছেন, তাই ছবিতে গানের একটা বিশেষ ভূমিকা থাকবে। ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন ক্যাকটাস ব্যান্ডের লিড ভোকালিস্ট সিধু। জানা যাচ্ছে, সিধুরই মস্তিষ্কপ্রসূত এই ছবির ভাবনা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.