কলকাতা : রানাঘাটের রাণু মণ্ডলের রাতারাতি জনপ্রিয়তা, মুম্বইতে প্লেব্যাক যেন ঠিক সিনেমার গল্প । এবার সত্যিই তা সিনেমার রূপ নিতে চলেছে । পরিচালক ঋষিকেশ মণ্ডল রাণু মণ্ডলের জীবনীকে তুলে ধরতে চলেছেন সেলুলয়েডের পরদায় ।
'রাণুদি'-র চরিত্র অভিনয় করতে পারেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী । ছবির প্রস্তাবও দিয়েছেন পরিচালক । তবে এখনও নিজের সিদ্ধান্ত জানাননি অভিনেত্রী । চিত্রণাট্য দেখার পরই ফাইনাল সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি । তপন ও অতীন্দ্রর চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি ।
প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবি তৈরির কাজ । চিত্রনাট্য ও রাণুদি'র জীবনী নিয়ে গবেষণা চলছে । গানের কারণে যেহেতু খবরের শিরোনামে তিনি, তাই গানের একটা বিশেষ জায়গা থাকবে ছবির গল্পে । ছবিতে সংগীত পরিচালনা করবেন ক্য়াকটাস ব্যান্ডের লিড ভাকালিস্ট সিধু । সিধুর মাথা থেকেই এই ছবির ভাবনা এসেছে বলে জানা যাচ্ছে ।