ETV Bharat / sitara

Anil Kapoor: কন্যা রিয়ার রিসেপশনে মন খুলে নাচলেন অনিল কাপুর, ভিডিয়ো ভাইরাল - রিয়া কাপুরের রিসেপশন

কন্যা রিয়া কাপুরের (Rhea Kapoor) বিয়ের রিসেপশনে তাঁর সঙ্গে সাবলীল ছন্দে নাচলেন অনিল কাপুর (Anil Kapoor) ৷ তাঁর নাচের সেই ভিডিয়ো দেখে তাঁকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা ৷

rhea-kapoor-karan-boolani-wedding-reception-anil-kapoor-dances-his-heart-out-with-daughter
ন্যা রিয়ার রিসেপশনে মন খুলে নাচলেন অনিল কাপুর, ভিডিয়ো ভাইরাল
author img

By

Published : Aug 17, 2021, 6:29 PM IST

Updated : Aug 17, 2021, 6:45 PM IST

মুম্বই, 17 অগস্ট: কীভাবে সবার মন জয় করতে হয়, তা খুব ভাল করেই জানেন বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) ৷ কন্যা রিয়া কাপুরের (Rhea Kapoor) বিয়ের রিসেপশনে মধ্যমণি হয়ে রইলেন মিস্টার ইন্ডিয়া ৷ মেয়ের সঙ্গেই নাচের তালে মেতে উঠলেন তিনি ৷ চিত্রনির্মাতা ফারহা খান (Farah Khan) সেই ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতেই তা হু হু করে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ৷

ব্যাকগ্রাউন্ডে বাজছে অনিল কন্যা সোনম কাপুরের (Sonam Kapoor) ফিল্ম খুবসুরতের (Khoobsurat) গান আভি তো পার্টি শুরু হুই হ্যায় (Abhi Toh Party Shuru Hui Hai) ৷ সেই তালেই সাবলীল ছন্দে নেচে চলেছেন অনিল কাপুর ৷ আর তাঁকে সঙ্গ দিচ্ছেন তাঁর সদ্য বিবাহিতা কন্যা রিয়া কাপুর ৷ দু‘জনকে একসঙ্গে নাচতে দেখে কে বলবে, তাঁরা বাবা-মেয়ে ৷

আরও পড়ুন: Pori Moni: বন্দিদের খাবারই খাচ্ছেন পরীমণি, বুধে জামিনের আবেদনের শুনানি

প্রবীণ অভিনেতার সুপারকুল মুভ দেখে তাজ্জব হয়ে গিয়েছেন অনুরাগীরা ৷ জনপ্রিয় টেলিভিশন প্রেজেন্টার গৌরব কাপুর লিখেছেন, "কিংবদন্তি অনিল কাপুর ৷ ঝাক্কাস ৷" অপর এক অনুরাগী লিখেছেন, "কী দারুণ নাচছেন ৷" এই ভিডিয়োয় লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অনিলের স্ত্রী সুনিতা কাপুর ৷

আরও পড়ুন: Srabanti Chatterjee: শ্রাবন্তীকে জন্মদিনে শুভেচ্ছা-চিঠি মমতার, আপ্লুত অভিনেত্রীকে কটাক্ষ নেটিজেনের

গত 14 অগস্ট জুহুতে অনিলের বাসভবনে বিয়ে হয় রিয়া কাপুরের ৷ তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড করণ বুলানির (Karan Boolani) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রিয়া ৷ তার দু‘দিন পর তারকাখচিত গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করে কাপুর পরিবার ৷ মাশাবা গুপ্তা (Masaba Gupta), অর্জুন কাপুর (Arjun Kapoor), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), শানায়া কাপুর (Shanaya Kapoor), ফারহা খান-সহ নানা তারকার মেলা বসে রিয়ার রিসেপশনে ৷

আরও পড়ুন : Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের ছবি পোস্ট করেছেন রিয়া ৷ তিনি লিখেছেন, "পালিয়ে গিয়ে নিজের লিভিং রুমে বিয়ে করতে চেয়েছিলাম ৷ সেটা করতে দেওয়ার জন্য ধন্যবাদ ৷"

আরও পড়ুন: Indian Idol 12 Winner : 12তম ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন পবনদীপ, দ্বিতীয় বাংলার অরুণিতা

অনিল কাপুরের দ্বিতীয় কন্যা রিয়া আইশা (Aisha), খুবসুরত ও ভীরে দি ওয়েডিং (Veere Di Wedding)-এর মতো ফিল্মের প্রযোজনা করেছেন ৷

মুম্বই, 17 অগস্ট: কীভাবে সবার মন জয় করতে হয়, তা খুব ভাল করেই জানেন বলিউডের এভারগ্রিন অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) ৷ কন্যা রিয়া কাপুরের (Rhea Kapoor) বিয়ের রিসেপশনে মধ্যমণি হয়ে রইলেন মিস্টার ইন্ডিয়া ৷ মেয়ের সঙ্গেই নাচের তালে মেতে উঠলেন তিনি ৷ চিত্রনির্মাতা ফারহা খান (Farah Khan) সেই ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতেই তা হু হু করে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ৷

ব্যাকগ্রাউন্ডে বাজছে অনিল কন্যা সোনম কাপুরের (Sonam Kapoor) ফিল্ম খুবসুরতের (Khoobsurat) গান আভি তো পার্টি শুরু হুই হ্যায় (Abhi Toh Party Shuru Hui Hai) ৷ সেই তালেই সাবলীল ছন্দে নেচে চলেছেন অনিল কাপুর ৷ আর তাঁকে সঙ্গ দিচ্ছেন তাঁর সদ্য বিবাহিতা কন্যা রিয়া কাপুর ৷ দু‘জনকে একসঙ্গে নাচতে দেখে কে বলবে, তাঁরা বাবা-মেয়ে ৷

আরও পড়ুন: Pori Moni: বন্দিদের খাবারই খাচ্ছেন পরীমণি, বুধে জামিনের আবেদনের শুনানি

প্রবীণ অভিনেতার সুপারকুল মুভ দেখে তাজ্জব হয়ে গিয়েছেন অনুরাগীরা ৷ জনপ্রিয় টেলিভিশন প্রেজেন্টার গৌরব কাপুর লিখেছেন, "কিংবদন্তি অনিল কাপুর ৷ ঝাক্কাস ৷" অপর এক অনুরাগী লিখেছেন, "কী দারুণ নাচছেন ৷" এই ভিডিয়োয় লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অনিলের স্ত্রী সুনিতা কাপুর ৷

আরও পড়ুন: Srabanti Chatterjee: শ্রাবন্তীকে জন্মদিনে শুভেচ্ছা-চিঠি মমতার, আপ্লুত অভিনেত্রীকে কটাক্ষ নেটিজেনের

গত 14 অগস্ট জুহুতে অনিলের বাসভবনে বিয়ে হয় রিয়া কাপুরের ৷ তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড করণ বুলানির (Karan Boolani) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রিয়া ৷ তার দু‘দিন পর তারকাখচিত গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করে কাপুর পরিবার ৷ মাশাবা গুপ্তা (Masaba Gupta), অর্জুন কাপুর (Arjun Kapoor), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), শানায়া কাপুর (Shanaya Kapoor), ফারহা খান-সহ নানা তারকার মেলা বসে রিয়ার রিসেপশনে ৷

আরও পড়ুন : Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের ছবি পোস্ট করেছেন রিয়া ৷ তিনি লিখেছেন, "পালিয়ে গিয়ে নিজের লিভিং রুমে বিয়ে করতে চেয়েছিলাম ৷ সেটা করতে দেওয়ার জন্য ধন্যবাদ ৷"

আরও পড়ুন: Indian Idol 12 Winner : 12তম ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন পবনদীপ, দ্বিতীয় বাংলার অরুণিতা

অনিল কাপুরের দ্বিতীয় কন্যা রিয়া আইশা (Aisha), খুবসুরত ও ভীরে দি ওয়েডিং (Veere Di Wedding)-এর মতো ফিল্মের প্রযোজনা করেছেন ৷

Last Updated : Aug 17, 2021, 6:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.