ETV Bharat / sitara

সামনে এল '17ই সেপ্টম্বর'-র মুক্তির দিন

ছবিটির নাম '17ই সেপ্টেম্বর' হলেও মুক্তির দিন 13 সেপ্টেম্বর বলে জানালেন ছবি নির্মাতারা ।

author img

By

Published : Aug 9, 2019, 10:57 PM IST

সেপ্টেম্বর

কলকাতা : রঞ্জন ঘোষের 'রঙবেরঙের কড়ি'-র পর দ্বিতীয়বার জুটি হিসেবে অভিনয় করেছেন সোহম ও অরুণিমা ঘোষ । কয়েকদিন আগে শেষ হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ । সামনে এসেছে ছবির পোস্টার । নির্ধারিত হয়েছে ছবি মুক্তির দিনও । প্রযোজক ক্যামেলিয়া প্রোডাকশনসের তরফে ETV ভারত সিতারাকে জানানো হল এসমস্ত কথা ।

17th september
ছবির পোস্টার

ছবির নাম '17ই সেপ্টেম্বর' হওয়ায় পরিচালকের ইচ্ছে ছিল ছবিটি চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মুক্তি করবেন । তাঁর ইচ্ছে মতোই সেপ্টেম্বরের 13 তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি ।

17th september
ছবির শুটিংয়ের সময়

নিউক্লিয়ার পরিবারের সমস্যাকে তুলে ধরা হচ্ছে এই ছবিতে । দেখানো হচ্ছে যৌথ পরিবারের সঙ্গে তার সংঘাতকে । এটা আমাদের নিত্যদিনের গল্প । খুব চেনা ছক । ছবির সঙ্গে জড়িত সকলেরই মত ছবিটির সঙ্গে তারা প্রত্যেকেই নিজেদের একাত্ম করতে পারবে ।

কলকাতা : রঞ্জন ঘোষের 'রঙবেরঙের কড়ি'-র পর দ্বিতীয়বার জুটি হিসেবে অভিনয় করেছেন সোহম ও অরুণিমা ঘোষ । কয়েকদিন আগে শেষ হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ । সামনে এসেছে ছবির পোস্টার । নির্ধারিত হয়েছে ছবি মুক্তির দিনও । প্রযোজক ক্যামেলিয়া প্রোডাকশনসের তরফে ETV ভারত সিতারাকে জানানো হল এসমস্ত কথা ।

17th september
ছবির পোস্টার

ছবির নাম '17ই সেপ্টেম্বর' হওয়ায় পরিচালকের ইচ্ছে ছিল ছবিটি চলতি বছরের সেপ্টেম্বর মাসেই মুক্তি করবেন । তাঁর ইচ্ছে মতোই সেপ্টেম্বরের 13 তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি ।

17th september
ছবির শুটিংয়ের সময়

নিউক্লিয়ার পরিবারের সমস্যাকে তুলে ধরা হচ্ছে এই ছবিতে । দেখানো হচ্ছে যৌথ পরিবারের সঙ্গে তার সংঘাতকে । এটা আমাদের নিত্যদিনের গল্প । খুব চেনা ছক । ছবির সঙ্গে জড়িত সকলেরই মত ছবিটির সঙ্গে তারা প্রত্যেকেই নিজেদের একাত্ম করতে পারবে ।

Intro:ছবির নাম ১৭ই সেপ্টেম্বর। রঞ্জন ঘোষের রংবেরঙের কড়ির পর ছবিতে দ্বিতীয়বারের জন্য জুটি হিসেবে অভিনয় করেছেন সোহম এবং অরুণিমা ঘোষ। কয়েকদিন আগে শেষ হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। এবং তার সঙ্গে নির্ধারিত হয়েছে ছবি মুক্তির দিন। সামনে এসেছে ছবির পোস্টারও। এসবই ETV ভারত সিতারাকে জানাল ছবির প্রযোজক ক্যামেলিয়া প্রডাকশনস।


Body:ছবির নাম ১৭ই সেপ্টেম্বর। তাই পরিচালকের ইচ্ছে ছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ছবি রিলিজ করবেন। পরিচালকের ইচ্ছেমতোই আসন্ন সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ মুক্তি পেতে চলেছে ১৭ই সেপ্টেম্বর।





Conclusion:নিউক্লিয়ার পরিবারের সমস্যাকে তুলে ধরা হচ্ছে ১৭ই সেপ্টেম্বর ছবিতে। দেখানো হচ্ছে যৌথ পরিবারের সঙ্গে তার সংঘাতকে। এটা আমাদের নিত্যদিনের গল্প। খুব চেনা ছক। ছবির সঙ্গে জড়িত সকলেরই মত, ছবিটির সঙ্গে আমরা প্রত্যেকেই নিজেদের একাত্ম করতে পারব।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.