ETV Bharat / sitara

ইরফানের মৃত্যু একটা বিশাল ক্ষতি, বলছে টলিউড - irrfan khan

প্রয়াত ইরফান খান । সৃজিত মুখার্জি থেকে শুরু করে পার্নো মিত্র, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ সবাই তাঁর মৃত্যুর খবরে শোকাহত ।

dfg
dfg
author img

By

Published : Apr 29, 2020, 3:28 PM IST

Updated : Apr 29, 2020, 7:57 PM IST

কলকাতা : ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে । টলি পাড়াতেও অভিনেতা থেকে পরিচালক তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই । তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই । সৃজিত মুখার্জি থেকে শুরু করে পার্নো মিত্র, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ সবাই তাঁর মৃত্যুর খবরে শোকাহত ।

সৃজিত মুখার্জি : "যেমন আমার মারা যাওয়ার আগে নাসিরুদ্দিন শাহ, আশা ভোশলে এবং অল্প হলেও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা হয়ে গিয়েছে । তেমনই হল না ঋতুদাকে অ্যাসিস্ট করা বা ইরফানের সঙ্গে কাজ করা ।"

  • Jyamon aamar mara jawar aage Naseeruddin Shah, Asha Bhonsle aar olpo holeo Amitabh Bachchan er shonge kaaj kawra hoye gyache, tyamoni holo naa Rituda ke assist kawra baa Irfan Khan er shonge kaaj kawra.
    One of the finest EVER. Actor, fighter. Rest in histrionics, amongst legends.

    — Srijit Mukherji (@srijitspeaketh) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনির্বাণ ভট্টাচার্য : "কোনও মানে হয় না । কোনও মানে হয় না । আমায় কোনও মানে বোঝালেও আমি শুনব না । আমার কাছে এর কোনও মানে হয় না ।"

  • কোনো মানে হয় না।
    কোনো মানে হয় না
    আমায় কোনো মানে বোঝালেও আমি শুনব না।
    আমার কাছে এর কোনো মানে হয় না। pic.twitter.com/di9o01s84l

    — Anirban Dracula Bhattacharya (@AnirbanSpeaketh) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরমব্রত চ্যাটার্জি : "আমি এটা নিতে পারছি না । আমি এই খবর মেনে নেব না । আমরা ওঁর অসুস্থতা সম্পর্কে জানতাম । কিন্তু, এই পরিণতি কোনও দিন ভাবিনি । এত তাড়াতাড়ি নয় । এই আঘাত কমতে সময় লাগবে । ওঁর আত্মার শান্তি কামনা করি ।"

  • I can’t take it , I refuse to take it... yes we knew about his illness, but wanted to believe it’ll never come to this! At least not so soon... this will take time, and more, to heal. #RIPIrrfanKhan

    — parambrata (@paramspeak) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মিমি চক্রবর্তী : "আমি যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না । ওঁর জায়গা কেউ নিতে পারবে না । অপূরণীয় ক্ষতি হয়ে গেল ।"

  • Can’t believe what m seeing everywhre you were nd will always be irreplaceable huge loss as an actor i cannot see u anymore #IrrfanKhan.Far away from everything may your soul rest in peace.

    — Mimssi (@mimichakraborty) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নুসরত জাহান : "ইরফানের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গেলাম ।"

শ্রাবন্তী : "চলচ্চিত্র জগতের ইতিহাসের একটা বড় ক্ষতি ।"

শুভশ্রী গাঙ্গুলি : "আমি এই খবর বিশ্বাস করতে চাই না ।"

জিৎ : শোকপ্রকাশ করেছেন জিৎ ।

পার্নো মিত্র : ইরফানের আত্মার শান্তি কামনা করেছেন পার্নো ।

কলকাতা : ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে । টলি পাড়াতেও অভিনেতা থেকে পরিচালক তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই । তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই । সৃজিত মুখার্জি থেকে শুরু করে পার্নো মিত্র, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায় সহ সবাই তাঁর মৃত্যুর খবরে শোকাহত ।

সৃজিত মুখার্জি : "যেমন আমার মারা যাওয়ার আগে নাসিরুদ্দিন শাহ, আশা ভোশলে এবং অল্প হলেও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা হয়ে গিয়েছে । তেমনই হল না ঋতুদাকে অ্যাসিস্ট করা বা ইরফানের সঙ্গে কাজ করা ।"

  • Jyamon aamar mara jawar aage Naseeruddin Shah, Asha Bhonsle aar olpo holeo Amitabh Bachchan er shonge kaaj kawra hoye gyache, tyamoni holo naa Rituda ke assist kawra baa Irfan Khan er shonge kaaj kawra.
    One of the finest EVER. Actor, fighter. Rest in histrionics, amongst legends.

    — Srijit Mukherji (@srijitspeaketh) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনির্বাণ ভট্টাচার্য : "কোনও মানে হয় না । কোনও মানে হয় না । আমায় কোনও মানে বোঝালেও আমি শুনব না । আমার কাছে এর কোনও মানে হয় না ।"

  • কোনো মানে হয় না।
    কোনো মানে হয় না
    আমায় কোনো মানে বোঝালেও আমি শুনব না।
    আমার কাছে এর কোনো মানে হয় না। pic.twitter.com/di9o01s84l

    — Anirban Dracula Bhattacharya (@AnirbanSpeaketh) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরমব্রত চ্যাটার্জি : "আমি এটা নিতে পারছি না । আমি এই খবর মেনে নেব না । আমরা ওঁর অসুস্থতা সম্পর্কে জানতাম । কিন্তু, এই পরিণতি কোনও দিন ভাবিনি । এত তাড়াতাড়ি নয় । এই আঘাত কমতে সময় লাগবে । ওঁর আত্মার শান্তি কামনা করি ।"

  • I can’t take it , I refuse to take it... yes we knew about his illness, but wanted to believe it’ll never come to this! At least not so soon... this will take time, and more, to heal. #RIPIrrfanKhan

    — parambrata (@paramspeak) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মিমি চক্রবর্তী : "আমি যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না । ওঁর জায়গা কেউ নিতে পারবে না । অপূরণীয় ক্ষতি হয়ে গেল ।"

  • Can’t believe what m seeing everywhre you were nd will always be irreplaceable huge loss as an actor i cannot see u anymore #IrrfanKhan.Far away from everything may your soul rest in peace.

    — Mimssi (@mimichakraborty) April 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নুসরত জাহান : "ইরফানের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গেলাম ।"

শ্রাবন্তী : "চলচ্চিত্র জগতের ইতিহাসের একটা বড় ক্ষতি ।"

শুভশ্রী গাঙ্গুলি : "আমি এই খবর বিশ্বাস করতে চাই না ।"

জিৎ : শোকপ্রকাশ করেছেন জিৎ ।

পার্নো মিত্র : ইরফানের আত্মার শান্তি কামনা করেছেন পার্নো ।

Last Updated : Apr 29, 2020, 7:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.