ETV Bharat / sitara

ফিল্মি আড্ডায় টিম 'ভটভটি' - bhotbhoti rap song

ছবির ব়্যাপ গানটি মূলত হাতিবাগান বাজারকে মাথায় রেখে তৈরি করা হয়েছে । গানের কথা ঋতম সেনের । হাতিবাগানে হকাররা কীভাবে কথা বলে সেটাই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে । গানের নাম 'চাইটা কী ?'

ছবি
author img

By

Published : Nov 5, 2019, 6:01 PM IST

কলকাতা : পরিচালক তথাগত মুখার্জির পরবর্তী ছবি 'ভটভটি' । বাস্তবতা ও রূপকথাকে তুলে ধরা হয়েছে ছবিতে । সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি রেকর্ডিং স্টুডিয়োতে হয়ে গেল ছবির ব়্যাপ গানের রেকর্ডিং । সেখানে তথাগতর পাশাপাশি ছিলেন ছবির নায়ক ঋষভ বসু ও নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায় । ছবির শুটিংয়ের সময় হওয়া একাধিক অভিজ্ঞতার কথা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন তাঁরা ।

ছবির ব়্যাপ গানটি মূলত হাতিবাগান বাজারকে মাথায় রেখে তৈরি করা হয়েছে । গানের কথা ঋতম সেনের । হাতিবাগানে হকাররা কীভাবে কথা বলে সেটাই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে । গানের নাম 'চাইটা কী ?' গানের সিকোয়েন্সে জলপরীকে (বিবৃতি) হাতিবাগান চত্বর ঘুরিয়ে দেখাবে ভটভটি (ঋষভ) । ছবিতে অন্য চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে, মমতা শংকর, মনু মুখোপাধ্যায়, দেবলীনা মুখোপাধ্যায় এবং পরিচালক নিজেও ।

রূপকথা ও বাস্তবের মিশেলে তৈরি হচ্ছে ছবিটি । শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো ছিল বলে জানিয়েছেন ঋষভ ও বিবৃতি । ছবির অর্ধেক শুটিং হয়েছে । 7 নভেম্বর থেকে বাকি শুটিংয়ের কাজ শুরু হবে ।

এই ছবিতে যথেষ্ট গুরুত্ব পেয়েছে পোশাক । জলপরীকে নিয়ে যথেষ্ট এক্সপিরিমেন্ট করা হয়েছে । পোশাকের দায়িত্বে রয়েছেন দেবলীনা মুখার্জি । তাঁর সঙ্গে রয়েছেন পৌলমী । দেবলীনাকে ছবিতে দেখা যাবে পাখি নামে এক দেহব্যবসায়ীর চরিত্রে ।

এর আগেও একাধিক ছবি পরিচালনা করেছেন তথাগত । 'ইউনিকর্ন' ছবির পাশাপাশি 'রেপিস্ট' নামে একটি ওয়েব সিরিজ়ের পরিচালনাও করেছেন তিনি ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : পরিচালক তথাগত মুখার্জির পরবর্তী ছবি 'ভটভটি' । বাস্তবতা ও রূপকথাকে তুলে ধরা হয়েছে ছবিতে । সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি রেকর্ডিং স্টুডিয়োতে হয়ে গেল ছবির ব়্যাপ গানের রেকর্ডিং । সেখানে তথাগতর পাশাপাশি ছিলেন ছবির নায়ক ঋষভ বসু ও নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায় । ছবির শুটিংয়ের সময় হওয়া একাধিক অভিজ্ঞতার কথা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন তাঁরা ।

ছবির ব়্যাপ গানটি মূলত হাতিবাগান বাজারকে মাথায় রেখে তৈরি করা হয়েছে । গানের কথা ঋতম সেনের । হাতিবাগানে হকাররা কীভাবে কথা বলে সেটাই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে । গানের নাম 'চাইটা কী ?' গানের সিকোয়েন্সে জলপরীকে (বিবৃতি) হাতিবাগান চত্বর ঘুরিয়ে দেখাবে ভটভটি (ঋষভ) । ছবিতে অন্য চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে, মমতা শংকর, মনু মুখোপাধ্যায়, দেবলীনা মুখোপাধ্যায় এবং পরিচালক নিজেও ।

রূপকথা ও বাস্তবের মিশেলে তৈরি হচ্ছে ছবিটি । শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো ছিল বলে জানিয়েছেন ঋষভ ও বিবৃতি । ছবির অর্ধেক শুটিং হয়েছে । 7 নভেম্বর থেকে বাকি শুটিংয়ের কাজ শুরু হবে ।

এই ছবিতে যথেষ্ট গুরুত্ব পেয়েছে পোশাক । জলপরীকে নিয়ে যথেষ্ট এক্সপিরিমেন্ট করা হয়েছে । পোশাকের দায়িত্বে রয়েছেন দেবলীনা মুখার্জি । তাঁর সঙ্গে রয়েছেন পৌলমী । দেবলীনাকে ছবিতে দেখা যাবে পাখি নামে এক দেহব্যবসায়ীর চরিত্রে ।

এর আগেও একাধিক ছবি পরিচালনা করেছেন তথাগত । 'ইউনিকর্ন' ছবির পাশাপাশি 'রেপিস্ট' নামে একটি ওয়েব সিরিজ়ের পরিচালনাও করেছেন তিনি ।

দেখুন ভিডিয়ো
Intro:অভিনেতা ও পরিচালক তথাগত মুখার্জি বেশকিছু বিষয় বেছে নিয়েছেন তাঁর ছবি তৈরির ক্ষেত্রে। আগেই তিনি তৈরি করে ফেলেছেন 'ইউনিকর্ন' ছবিটি। একদিকে যেমন তিনি তৈরি করছেন 'রেপিস্ট' নামের ওয়েব সিরিজ। অন্যদিকে এই মুহূর্তে তিনি ব্যস্ত 'ভটভটি' ছবিটি নিয়ে। সম্প্রতি হয়ে গেল ছবির RAP গানের রেকর্ডিং। দক্ষিণ কলকাতার একটি রেকর্ডিং স্টুডিওতে উপস্থিত ছিলেন তথাগত, ছবির নায়ক নায়িকা ঋষভ বসু এবং বিবৃতি চট্টোপাধ্যায়, গানের রচয়িতা ঋতম সেন, সংগীত পরিচালক ময়ূখ। তাঁরা সকলেই ETV ভারত সিতারার সঙ্গে ভাগ করে নিলেন ছবি তৈরির অভিজ্ঞতা এবং RAPটি ঠিক কীরকম।


Body:ছবিতে যে RAP গানটির ব্যবহার করা হবে, সেটি মূলত হাতিবাগান বাজারকে মাথায় রেখেই তৈরি হচ্ছে। গানের কথা ঋতম সেনের। এর আগে ঋতম 'প্রজাপতি বিস্কুট'এর মতো ছবিতে 'তোমাকে বুঝি না প্রিয়' গানটি লিখে খ্যাতির আলোয় এসেছিলেন। এবার তিনি যেই RAPটি লিখেছেন, সেটির নাম 'চাইটা কী?' ভটভটি (ঋষভ) হাতিবাগান চত্বর ঘুরিয়ে জলপরীকে (বিবৃতি) দেখাতে নিয়ে এসেছে। এটাই গানের সিকোয়েন্সে।

ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে মমতা শংকর মনু মুখোপাধ্যায় দেবলীনা মুখোপাধ্যায় পরিচালক নিজেও অভিনয় করেছেন এই ছবিতে। অনিমেষ গাঙ্গুলী, প্রতিক চক্রবর্তী ও সৌম্য সরকার, অর্থাৎ PSS ইন্টারটেইনমেন্টস ও প্রমোদ ফিল্মসের উদ্যোগে তৈরি হচ্ছে ছবিটি।

চিত্রনাট্য অনুযায়ী, রূপকথা ও বাস্তবের মিশেলে তৈরি হচ্ছে ছবিটি। সেখানে যেমন রয়েছে জলপরী, তেমনই রয়েছে বাস্তব। সকলেই আমাদের বললেন, "ছবির শুটিংয়ে আমাদের দারুণ আনন্দ হচ্ছে। একেবারে অন্য কনসেপ্টের ছবি। এই ছবিতে অভিনয় করতে গিয়ে প্রকৃতি আমাদের সহায়। রামধনুতে, বৃষ্টিতে দারুন মজা করে শুটিং করছি।" ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে আগামী ৭ নভেম্বর থেকে।




Conclusion:এই ছবিতে পোশাক পরিকল্পনা খুব গুরুত্ব পেয়েছে। যেহেতু এই ছবিতে জলরী রয়েছে, প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে। এই ছবিতে পোশাক পরিকল্পনার দায়িত্ব সামলাচ্ছেন পরিচালকের স্ত্রী অভিনেত্রী দেবলীনা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে জুটি বেঁধে এই কাজ করছেন পৌলোমী। দেবলীনাকে এখানে দেখা যাবে পাখির চরিত্রে। চরিত্রটি এক দেহব্যবসায়ীর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.