ETV Bharat / sitara

সুপারহিট আন্নিয়ানের হিন্দি রিমেকে শঙ্করের তাস রণবীর - ranveer singh upcoming films

সুপারহিট তামিল ফিল্ম আন্নিয়ানের হিন্দি রিমেকে শঙ্করের তাস রণবীর সিং ৷ এই খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন স্বয়ং রণবীর ৷

ranveer Singh-shankar-join-hands-for-hindi-adaptation-of-anniyan
সুপারহিট আন্নিয়ানের হিন্দি রিমেকে শঙ্করের তাস রণবীর
author img

By

Published : Apr 14, 2021, 3:37 PM IST

হায়দরাবাদ, 14 এপ্রিল: তামিল ব্লকবাস্টার আন্নিয়ানের হিন্দি রিমেক তৈরি করছেন চিত্রনির্মাতা শঙ্কর ৷ এই ফিল্মে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের স্টার রণবীর সিং-কে ৷ নিজেই খবর জানিয়েছেন উচ্ছ্বসিত 'গল্লি বয়' ৷

2005 সালের সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার দক্ষিণে সাড়া ফেলে দিয়েছিল ৷ সেখানে বিবিধ পার্সোনালিটি ডিসঅর্ডার থাকা এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণি স্টার বিক্রম ৷ ফিল্মে তিনি দিনের বেলায় ছিলেন একজন আইনজীবী ও রাতে ছিলেন পাহারাদার ৷ এই ছবিতে তাঁর যোগদানের কথা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানান রণবীর ৷

রজনীকান্তের এনথিরান, 2.0, শিবাজী দ্য বসের মতো ফিল্মেপ পরিচালক শঙ্করের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজের আনন্দ চেপে রাখতে পারেননি 35 বছরের অভিনেতা ৷ তিনি বিবৃতি দিয়ে লিখেছেন, "আন্নিয়ানের মতো ফিল্মের লিড চরিত্র পাওয়া যে কোনও শিল্পীর জন্যই স্বপ্নপূরণের মতো ৷ দেশের সবচেয়ে ভালো প্রতিভাদের মধ্যে একজন শিল্পী, যাঁকে আমি শ্রদ্ধা করি, সেই বিক্রম স্যার আসল ছবিতে পারফর্ম করেছেন, যা কারও করা সম্ভব না ৷ আমি শুধু আশা করব যে একইরকমভাবে আমার কাজ দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করুক ৷ নিঃসন্দেহে এটা লাইফটাইম পারফরম্যান্সের একটা সুযোগ ৷ এই চরিত্রের জন্য আমার সবটা দেওয়ার জন্য আমি প্রস্তুত ৷"

আরও পড়ুন: ওপেন ম্যারেজ থেকে পারভিনের সঙ্গে সম্পর্ক, আত্মজীবনীতে অকপট কবীর

দক্ষিণের ফিল্মফেয়ারে সেরা অভিনেতা, সেরা ফিল্ম ও সেরা পরিচালক-সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছিল এই ফিল্ম ৷ কাজেই তার হিন্দি রিমেক নিয়েও আশায় বুক বাঁধছেন সিনেপ্রেমীরা ৷

হায়দরাবাদ, 14 এপ্রিল: তামিল ব্লকবাস্টার আন্নিয়ানের হিন্দি রিমেক তৈরি করছেন চিত্রনির্মাতা শঙ্কর ৷ এই ফিল্মে মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের স্টার রণবীর সিং-কে ৷ নিজেই খবর জানিয়েছেন উচ্ছ্বসিত 'গল্লি বয়' ৷

2005 সালের সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার দক্ষিণে সাড়া ফেলে দিয়েছিল ৷ সেখানে বিবিধ পার্সোনালিটি ডিসঅর্ডার থাকা এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণি স্টার বিক্রম ৷ ফিল্মে তিনি দিনের বেলায় ছিলেন একজন আইনজীবী ও রাতে ছিলেন পাহারাদার ৷ এই ছবিতে তাঁর যোগদানের কথা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানান রণবীর ৷

রজনীকান্তের এনথিরান, 2.0, শিবাজী দ্য বসের মতো ফিল্মেপ পরিচালক শঙ্করের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজের আনন্দ চেপে রাখতে পারেননি 35 বছরের অভিনেতা ৷ তিনি বিবৃতি দিয়ে লিখেছেন, "আন্নিয়ানের মতো ফিল্মের লিড চরিত্র পাওয়া যে কোনও শিল্পীর জন্যই স্বপ্নপূরণের মতো ৷ দেশের সবচেয়ে ভালো প্রতিভাদের মধ্যে একজন শিল্পী, যাঁকে আমি শ্রদ্ধা করি, সেই বিক্রম স্যার আসল ছবিতে পারফর্ম করেছেন, যা কারও করা সম্ভব না ৷ আমি শুধু আশা করব যে একইরকমভাবে আমার কাজ দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করুক ৷ নিঃসন্দেহে এটা লাইফটাইম পারফরম্যান্সের একটা সুযোগ ৷ এই চরিত্রের জন্য আমার সবটা দেওয়ার জন্য আমি প্রস্তুত ৷"

আরও পড়ুন: ওপেন ম্যারেজ থেকে পারভিনের সঙ্গে সম্পর্ক, আত্মজীবনীতে অকপট কবীর

দক্ষিণের ফিল্মফেয়ারে সেরা অভিনেতা, সেরা ফিল্ম ও সেরা পরিচালক-সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছিল এই ফিল্ম ৷ কাজেই তার হিন্দি রিমেক নিয়েও আশায় বুক বাঁধছেন সিনেপ্রেমীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.